এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৬ষ্ট সপ্তাহের ড্রেস মেকিং-১ (এসাইনমেন্ট ৪) | ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৬ষ্ট সপ্তাহের ড্রেস মেকিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান


    এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৬ষ্ট সপ্তাহের ড্রেস মেকিং-১ (এসাইনমেন্ট ৪)  


    শিরোনামঃ সেলাইকরণ পরিচিতি


    নির্দেশনা ১. সেলাইয়ের ধারণা , প্রয়ােজনীয়তা ও প্রকারভেদঃ


    সেলাইয়ের ধারণাঃ 

    সেলাই অর্থ জোড়া দেওয়া । সেলাই বলতে এক বা একাধিক কাপড়ের অংশ একত্রে করে সুচ সুতার দ্বারা উপর নিচে ফোঁড় তুলে পরস্পর আবদ্ধ করাকে বোঝায় । প্রথমে অখন্ড কাপড়কে কোনাে ব্যক্তি বা পােশাকের মাপ অনুযায়ী মানব দেহের বিভিন্ন অংশের আকৃতি অনুরূপ কর্তন করা হয় এবং সেলাইয়ের মাধ্যমে জোড়া দিয়ে পােশাক তৈরি করা হয় । প্যাটার্ন অনুযায়ী কাপড় কাটার পর ন্ডিত কাপড়কে যে মাধ্যমে সংযােজন করা হয় এবং যে সুতা ব্যবহার করা হয় তাকে সেলাই সুতা বলে ।


    সেলাইয়ের প্রয়ােজনীয়তাঃ 

    প্রাচীনকাল হতে মানুষ সুচ সুতার সাহায্যে বিভিন্ন ধরনের কারুকার্য করে আসছে । এ সকল কারুকার্য সেলাইয়ের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে । মানুষ যখন লজ্জা নিবারণের জন্য গাছের ছাল , বাকল ইত্যাদি পরিধান করত তখন থেকেই মানুষের চিন্তাশক্তি কাজ করতে থাকে যে , কী করে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লজ্জা নিবারণের আরও উন্নত উপায় খুঁজে পাওয়া যায় । প্রথমে আঁশ থেকে সুতা , সুতার দ্বারা তৈরি বস্ত্র এবং পরবর্তীতে মানুষের আকৃতি অনুসারে বস্ত্র কর্তন করে ঐ কর্তন করা অংশকে সুঁচ সুতার দ্বারা হাতে সেলাইয়ের মাধ্যমে জোড়া দিয়ে পােশাকে রূপান্তরিত করা হয় । সেলাই এমন একটি কাজ যা ছাড়া পােশাক তৈরি সুন্দর ও মজবুত হয় না । তাই সেলাই । তাছাড়া আজকাল অনেকেই এর গুনুত অপা বিভিন্ন ধরণের সেলাই কাজ শিখে অন্ন সংস্থানের ব্যবস্থা করে থাকে ।  


    সেলাইয়ের প্রকারভেদঃ 

    বর্তমান যুগ প্রযুক্তির যুগ। বর্তমান আধুনিক বিশ্বে নানা ধরনের সেলাই লক্ষ করা যায় এবং বিভিন্ন ধরনের সেলাইয়ের মাধ্যমে পােশাকের জন্য কর্তন করা অংশ জোড়া দেওয়া অথবা বিভিন্ন ধরনের নকশা তৈরি করা হয়ে থাকে , যাকে ডেকোরেটিভ স্টিচ বলে ।

    বর্তমান বাজারে অসংখ্য সেলাই দেখা গেলেও সেলাই প্রধানত দুই প্রকার । 

    যেমনঃ 

    ১. হাতের সেলাই ( Hand Stich)  

    ২. মেশিনের সেলাই ( Machine stitch )


    নির্দেশনা ২ হাতের সেলাইয়ের ধারণা , হাতের সেলাইয়ের পদ্ধতি ও হাতের সেলাইয়ের যে কোন সাতটি নামঃ 

    পৃথিবীতে সর্বপ্রথম হাতের সেলাইয়ের মাধ্যমেই শুরু হয় পােশাক তৈরির কাজ । পােশাক তৈরির কাজ শুরু হওয়ার পূর্ব হতে শুরু হয় সেলাইয়ের কাজ । প্রথমে মানুষ কয়েক পরতা কাপড় একত্রে ভাঁজ করে হাতে সেলাই করে কাঁথা তৈরী কর পর্যায়ক্রমে হাতের সেলাইয়ের মাধ্যমে তৈরি হয় পােশাক । মেশিন সৃষ্টির পূর্ব অবদি মানুষ শুধু নানাধরনের সেলাইয়ের মাধ্যমে পােশাক তৈরির সাথে সাথে পােশাকের সৌন্দর্য বৃদ্ধির জন্য না ধরনের জীবজন্তু , লতাপাতা , ফুল ছের নকশা করত । বর্তমান যুগে পােশাক তৈরির কাজে হাতের সেলাই প্রায় বিলীন হলেও তৈরি পােশাকের মধ্যে এবং নানা ধরনের শাড়ি , চাদর ও কাঁথায় সুচ সুতার কারুকার্য এমন সূক্ষ ও সুন্দর যার মূল্য এবং চাহিদা মেশিনে তৈরি পােশাকের তুলনায় কয়েক গুণ বেশি ।

    নিন্মে হাতের সেলাইয়ের সাতটি নাম দেওয়া হলাে 

    ১. সােজা বা রান সেলাই ( Run stitch ) 

    ২. ওরমা বা মুড়ি সেলাই ( Over edge stitch ) 

    ৩. তুরপাই বা হেম সেলাই ( Hemming stitch ) 

    8. Stettaetat catania ( Tailor tacking stitch ) 

    ৫. ক্রস সেলাই ( Cross stitch )

    ৬. বােতাম ঘর বা কাজ ঘর সেলাই ( Buttonhole stitch ) 

    ৭. এমব্রয়ডারি সেলাই ( Embroidery stitch ) ।


    নির্দেশনা ৩. মেশিন সেলাইয়ের ধারণা , মেশিন সেলাই পদ্ধতি , লক স্টিচ ও চেইন স্টিচ এর ধারণাঃ 


    বিজ্ঞানের উন্নতির সাথে সাথে অত্যাধুনিক যন্ত্রপাতি আবিস্কারের মাধ্যমে মানুষ প্রবেশ করে যান্ত্রিক যুগে । এ যুগে মানুষ চায় স্বল্প খরচ ও স্বল্প সময়ের মধ্যে প্রয়ােজনীয় বস্তুটি পেতে । মেশিনের সাহায্যে পােশাক তৈরি করতে সময়ের অপচয় যেমন কম হয় তেমনি উৎপাদন খরচও কম হয় । বর্তমান বিশ্বে অন্যান্য কাজের ন্যায় পােশাক প্রস্তুতের ক্ষেত্রেও মেশিনের ব্যবহার বেশি দেখা যায় । এমনকি বিভিন্ন ধরনের হাতের সেলাই দ্রুত সম্পন্ন করার জন্য সৃষ্টি হয়েছে মেশিন । যাকে হ্যান্ড স্টিচ মেশিন বলে । পােশাক তৈরির কাজে বিভিন্ন ধরনের মেশিন হলেও মেশিনের সেলাই মূলত দুই প্রকার । 

    যেমন:

    ১. লক স্টিচ ( Lock stitch ) 

    ২. চেইন স্টিচ ( Chain stitch )


    লক স্টিচঃ যে মেশিনে ববিন ও ববিন কেস এবং রােটারি হুক বা স্যাটেল ও নিডেলের সমন্বয়ে সেলাই তৈরি হয় তাকে লকস্টিচ মেশিন বলে । এ জাতীয় মেশিনের দ্বারা যে সেলাই উৎপন্ন হয় agele তাকে লকস্টিচ বলে । 

    যেমন 

    ১. হ্যান্ড মেশিন ( Hand machine )

    ২. পা - চালিত মেশিন ( Foot machine ) 

    ৩. সিঙ্গেল নিডেল লকস্টিচ মেশিন ( Single needle lock stitch machine )

    ৪. সিঙ্গেল নিডেল , নিডেল ফিড লকস্টিচ মেশিন ( Single needle , needle feed lock stitch machine ) 

    ৫. সিঙ্গেল নিডেল লকস্টিচ উইথ এজ ট্রিমার মেশিন ( Single needle lock stitch with edge trimmer machine )

    ৬ ডাবল নিডেল লকস্টিচ মেশিন ( Double needle lock stitch machine )

    ৭. বাটন হােল লকস্টিচ মেশিন ( Button hole lock stitch machine ) 

    ৮. বারটেক মেশিন ( Bartack machine ) 

    ৯. এমব্রয়ডারি মেশিন ( Embroider machine )।

    চেইন স্টিচঃ যে মেশিনে ববিন ও ববিন কেসের প্রয়ােজন হয় না শুধু নিডেল ও লুপার এর সুতার সমন্বয়ে সেলাই তৈরি হয় তাকে । চেইনস্টিচ বলে । 

    এ জাতীয় মেশিন দ্বারা যে সেলাই উৎপন্ন হয় তাকে চেইনস্টিচ বলে । যেমন 

    ১. ওভারলক মেশিন ( Overlock machine )

    ২.সিঙ্গেল নিডেল চেইনস্টিচ মেশিম ( Single needle chai stitch machine )

    ৩. ডাবল নিডেল চেইনস্টিচ মেশিন ( Double needle Chain stich machine) 

    ৪. সিঙ্গেল থ্রেড চেইনস্টিচ মেশিন ( Single thread chain stitch machine )


    ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৬ষ্ট সপ্তাহের ড্রেস মেকিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান



    Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৬ষ্ট সপ্তাহের ড্রেস মেকিং-১ (এসাইনমেন্ট ৪),  ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৬ষ্ট সপ্তাহের ড্রেস মেকিং-১ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)