এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২২ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১১তম সপ্তাহ) এসাইনমেন্ট -৩ | ২০২২ সালের এইচএসসি একাদশ সপ্তাহের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর


    এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২২ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১১তম সপ্তাহ) এসাইনমেন্ট -৩  


    ক ) নগদ প্রবাহের ধরন: 

    কোনো প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ও নির্গমনকেই নগদ প্রবাহ বলে । নগদ প্রবাহের প্রাপ্তি ও পরিশোধকে তিনটি প্রধান কার্যাবলির অধীনে ভাগ করা হয়েছে । এগুলো হলো— 

    ১। পরিচালন কার্যকলাপ ; 

    ২। বিনিয়োগ কার্যকলাপ 

    ৩। অর্থায়ন কার্যকলাপ । 

    এগুলোর মাধ্যমে নগদ প্রবাহের সঠিক ধারণা পাওয়া যায় ।

    কারবারের প্রধান রাজস্ব আয় উৎপন্নকারী কার্যাবলিকে ব্যবসায়ের পরিচালন কার্যকলাপ বলা হয় । এগুলো বিনিয়োগ ও অর্থায়ন কার্যাবলির আওতাবহির্ভূত নগদ আগমন ও নগদ নির্গমনের কাজ করে থাকে । স্বাভাবিক কারবারি লেনদেন এবং অন্যান্য ঘটনার ফলে এগুলোর সৃষ্টি হয় । যেমন — গ্রাহকের নিকট থেকে পণ্য ও সেবা বিক্রয়ের বিপরীতে নগদপ্রাপ্তি , কর্মচারীদের বেতন , বোনাস , ভাতা প্রদান ইত্যাদিকে বোঝায় । বিনিয়োগ কার্যকলাপ বলতে দীর্ঘমেয়াদি সম্পদ এবং বিনিয়োগের অর্জিত ক্রয় ও পরিত্যাগ বা বিক্রয়কে বোঝায় । যেমন — বিনিয়োগের জন্য স্থায়ী সম্পদ ক্রয় , ঋণের আসল টাকা আদায় , ঋণ গ্রহণকারীকে প্রদত্ত ঋণ । আবার যেসব কার্যকলাপের ফলে কারবারের ইক্যুইটি শেয়ার মূলধন এবং ঋণপত্রের আকার ও গঠন - প্রকৃতি বদলে যায় , সেগুলোকে অর্থায়ন কার্যকলাপ বলে । যেমন — শেয়ার বা ঋণপত্র ইস্যুলব্ধ অর্থ , সুন্দ ব্যতীত আসল , ঋণের টাকা পরিশোধ , লভ্যাংশ প্রদান ইত্যাদি ।



    ২০২২ সালের এইচএসসি একাদশ সপ্তাহের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর 



    Tag: এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২২ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১১তম সপ্তাহ) এসাইনমেন্ট -৩, ২০২২ সালের এইচএসসি একাদশ সপ্তাহের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর 

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)