এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২২ ভূগোল (১১তম সপ্তাহ) এসাইনমেন্ট -৩ | ২০২২ সালের এইচএসসি একাদশ সপ্তাহের ভূগোল (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



    এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২২ ভূগোল (১১তম সপ্তাহ) এসাইনমেন্ট -৩  


    বাংলাদেশের ভূ - প্রাকৃতিক শ্রেণীবিভাগ : 

    বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম ব - দ্বীপ। দেশটির প্রায় 20 % পাহাড়ি এবং 80 % এলাকা পলোল দ্বারা গঠিত সমভূমি। বাংলাদেশের প্রায় সমগ্র অঞ্চল 1 বিস্তীর্ণ সমভূমি। এর সামান্য পরিমাণ উঁচু ভূমির রয়েছে। ভূমির অবস্থা ও গঠন অনুসারে বাংলাদেশের ভূপ্রকৃতি কে নিম্নলিখিত প্রধান তিনটি ভাগে ভাগ করা যায় । যথা –

    1. টারশিয়ারী যুগের পাহাড় সমূহ , 

    2. প্লাইস্টোসিন যুগের চত্বর বা সোপান এলাকা এবং 

    3. নবীন সাম্প্রতিককালের প্লাবন সমভূমি 



    বাংলাদেশের ভূ - প্রাকৃতিক বৈশিষ্ট্য ভূমির বৈশিষ্ট্যের বিবরণ : 

    1.টারশিয়ারী যুগের পাহাড় সমূহ : বাংলাদেশের মোট ভূমির 12 % এলাকা নিয়ে টারশিয়ারী যুগের পাহাড় সমূহের বিস্তৃতি। টারশিয়ারী যুগের সম্ভবত হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় পাহাড় গুলো গঠিত হয়েছিল। আজ থেকে 70 মিলিয়ন গুলো সৃষ্টি হয়েছিল। এ পাহাড় বছর আগে টারশিয়ারী যুগের পাহাড় গুলো আসামের লুসাই ও বার্মার আরাকান পাহাড় এর সমগোত্রীয় বলে মনে করা হয়। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ - পূর্বাংশে এবং সিলেট জেলার উত্তর - পূর্বাংশে এ অঞ্চলের অন্তর্গত। টারশিয়ারী যুগের পাহাড় গুলোকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- 

    ক ) দক্ষিণ - পূর্বাঞ্চলের পাহাড় সমূহ 

    খ ) উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ 


    ক ) দক্ষিণ - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ : রাঙ্গামাটি , খাগড়াছড়ি , বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশ নিয়ে গঠিত । এ অঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা প্রায় 610 মিটার এবং পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ উচ্চতা বেড়েছে। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং বান্দরবান জেলায় অবস্থিত। এর উচ্চতা 1231 মিটার । এখানে ধান , চা , আনারস প্রভৃতি জন্মে। সেগুন চাপালিশ চম্পা চিকরাশি নাগার্জুন প্রবৃত্তি চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায়। এছাড়া এখানে প্রচুর বাঁশ ও বেত জন্মে।  এ অঞ্চলের বাসের উপর ভিত্তি করে কর্ণফুলী কাগজ কল প্রতিষ্ঠিত হয়েছে। দেশের এক দশমাংশ জুড়ে বনভূমি বিরাজ করলেও বর্তমানে অধিকাংশ উজার হয়ে গেছে। 


    খ ) উত্তর - পূর্বাঞ্চলের পাহাড়সমূহ : সিলেট , সুনামগঞ্জ , মৌলভীবাজার , ও হবিগঞ্জ প্রভৃত্তি জেলার ছোট - বড় পাহাড় গুলো নিয়ে এ অঞ্চল গঠিত। পর্বত ভূমির উচ্চত ৷ 60 থেকে 90 মিটার এর বেশি নয়। তবে হবিগঞ্জ মৌলভীবাজার ও সিলেট জেলার পূর্ব উত্তর - পূর্বাংশে পাহাড়ের উচ্চতা 240 মিটার। এ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়।  প্রকৃতিক গ্যাস খনি চুনাপাথর খনিজ সম্পদে সমৃদ্ধ। 


    2. প্লাইস্টোসিন যুগের চত্বর বা সোপান এলাকা : 

    বাংলাদেশের উত্তর - পশ্চিমাংশে সুবিশাল বরেন্দ্রভূমি ও মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই উচ্চভূমি এ অঞ্চলের অন্তর্গত। বাংলাদেশের মোট ভূমির ৮ % জুড়ে বিস্তৃত। প্লাইস্টোসিন যুগের সোপান তিন ভাগে বিভক্ত। যথা- 

    ক ) বরেন্দ্রভূমি 

    খ ) মধুপুর গড় 

    গ ) লালমাই পাহাড়

    এই তিন শ্রেণির এলাকাকে নিজের বই থেকে কিছুটা ব্যাখ্যা দিবেন। 


    3. নবীন বা সাম্প্রতিককালের প্লাবন সমভূমি : 

    পদ্মা , ব্রহ্মপুত্র , যমুনা , মেঘনা নদী , প্রভৃতি নদ - নদী অসংখ্য নদী উপনদী ও শাখানদী বিবাহিত পলি মাটি দ্বারা প্লাবন সমভূমি অঞ্চল গঠিত। বাংলাদেশের ৪০ % ভূমি এ অঞ্চলের অন্তর্গত। নবীন ভূতাত্ত্বিক যুগে অর্থাৎ প্রায় 10-40 / 50 হাজার বছর আগে এ সমভূমি গড়ে উঠেছে। এসময় ভূমির গড় উচ্চতা 30 ফুটের নিচে। প্লাবন সমভূমিকে 6 টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। নিচে গুলোর বিবরণ দেওয়া হলো। 

    1. পাদদেশীয় পলল সমভূমি গঙ্গা - ব্রহ্মপুত্র মেঘনা

    2.প্লাবন সমভূমি 

    3. সিলেট অববাহিকা 

    4 .ত্রিপুরার কুমিল্লা সমভূমি 

    5. বদ্বীপ সমভূমি 

    6. উপকূলীয় সমভূমি ত্রিপুরার কুমিল্লা সমভূমি। 

    উপরের এই ৬ টির বিবরণ আপনারা নিজ বই থেকে তুলে ধরলে ভালো হয়। 



    ২০২২ সালের এইচএসসি একাদশ সপ্তাহের ভূগোল (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর 



    Tag: এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২২ ভূগোল (১১তম সপ্তাহ) এসাইনমেন্ট -৩, ২০২২ সালের এইচএসসি একাদশ সপ্তাহের ভূগোল (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর 


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post