এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২২ সমাজকর্ম (১১তম সপ্তাহ) এসাইনমেন্ট -৩
দরিদ্র আইনঃ
দরিদ্র আইন একটি সামগ্রিক ও সাধারণ পরিভাষা । দরিদ্র আইনের ভিত্তিভূমি হিসেবে ইংল্যান্ডকে বিবেচনা করা হয়ে থাকে । মূলত দারিদ্র্য দূরীকরণ ও ভিক্ষাবৃত্তি রোধকল্পে চতুর্দশ শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ইংল্যান্ডে যেসব আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হয় সেগুলোকেই দরিদ্র আইন বলা হয় ।
অন্যভাবে বলা যায় ইংল্যান্ড ও আমেরিকায় ভিক্ষুক , ভবঘুরে এবং সমাজের দুস্থদের কল্যাণে দরিদ্রদের শ্রেণিকরণ , সংশোধনের মাধ্যমে দারিদ্র্য নিয়ন্ত্রণমূলক আইনকে দরিদ্র আইন বলে । দরিদ্র আইনগুলোর মধ্যে রাজা অষ্টম হেনরি প্রণীত দরিদ্র আইন , এলিজাবেথীয় দরিদ্র আইন , শ্রমিক আইন , দরিদ্র আইন ১৮৩৪ বিশেষভাবে উল্লেখযোগ্য ।
এলিজাবেথীয় দরিদ্র আইনের গুরুত্বপূর্ণ দিকসমূহঃ
উক্ত আইনের কল্যাণকর দিক এবং অকল্যাণকর দিক।
কল্যাণকর দিক :
★ভিক্ষুকদের কর্মী হিসেবে রূপান্তর করা
★দরিদ্রদের শ্রেণীবিভাগ করা
★দক্ষ ও কার্যকরী প্রশাসন তৈরি করা
★ব্যক্তি সমাজকর্মের উদ্ভব ঘটানো
★স্থানীয় সংস্থার উদ্ভব এবং বিকাশ
★সম্পদের সুষম বন্টন এবং সদ্ব্যবহার।
এলিজাবেথীয় দরিদ্র আইনের অকল্যাণকর দিক :
★দরিদ্রদের আত্মনির্ভরশীল করার কোন সুনির্দিষ্ট পদক্ষেপ ছিল না।
★ কঠোর শাস্তির বিধান অব্যাহত।
★পারিবারিক ভাঙ্গন।
★স্বাস্থ্যগত সমস্যা।
★অশিক্ষা।
★দাসত্ব ।
★জনগণের সাহায্য পেতে বিড়ম্বনা কর্মসূচিগুলোর মধ্যে সমন্বয় কিছুটা কম ছিল।
★দরিদ্র কর এর কারণে ধনীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল ।
★দারিদ্র্যের হার বৃদ্ধির কোনো গবেষণা ছিল না।
এলিজাবেথীয় দরিদ্র আইনের অবদানঃ
১. সাহায্য ও পুনর্বাসন ব্যবস্থা : ১৬০১ সালের দরিদ্র আইনের মাধ্যমে দরিদ্রদের জন্য সাহায্য ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয় । ফলে সামাজিক সমস্যা হিসেবে স্বীকৃত ভিক্ষাবৃত্তিরোধ করা সম্ভব হয় । দরিদ্রদের পুনর্বাসনের ফলে তাদের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠিত হয় ।
২. অলস ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হ্রাস : এ আইন প্রণয়নের ফলে সমাজের অক্ষম ও অকর্মণ্য শ্রেণীর সংখ্যা হাস পায় । সক্ষম , অক্ষম দরিদ্র সংশোধনাগারে এবং নির্ভরশীল শিশু মনিবের বাসস্থানে কাজ করা বাধ্যতামূলক করা হয় ।
৩. স্থানীয়ভাবে সেবা প্রদান : আইনে প্যারিস ( এলাকা ) ভিত্তিক দরিদ্রদের সেবা প্রদানের ব্যাপারে গুরুত্বারোপ করা হয় । এর মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ ( প্যারিস ) এলাকার জনগণের সহায়তায় দরিদ্রদের সাহায্য প্রদানের নীতি গ্রহণ করে ।
৪. সমাজকর্ম পদ্ধতির বিকাশ : সমাজকর্মকে পেশাগত মর্যাদায় উন্নীতকরণে ১৬০১ সালের দরিদ্র আইনের ভূমিকা অপরিসীম । এ আইন আমেরিকাসহ অন্যান্য দেশে জনপ্রিয়তা অর্জন করে । কালক্রমে এ সেবা সরকারি স্বীকৃতির মাধ্যমে পেশাগত সমাজকর্মের মর্যাদায় উন্নীত করতে সহায়তা করে ।
৫. দরিদ্রতা থেকে মুক্তি : এ আইন প্রণয়নের ফলে দরিদ্রতার অভিশাপ থেকে মানুষ মুক্তি পায় । দরিদ্রদের ত্রাণ সহায়তা এবং পুনর্বাসনের ফলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে সক্ষম হয় । এ ব্যবস্থায় দরিদ্র ও অসহায় ব্যাক্তিরা তাদের সচ্ছল আত্মীয় স্বজনদের সহায়তা লাভ করে ।
বাংলাদেশের দরিদ্র আইনের রুপরেখা
দারিদ্র বিমোচন কর্মসূচি পল্লীদারিদ্র বিমোচনের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন ( পিডিবিএফ ) স্থাপন করা হয়েছে । ক্ষুদ্রঋণ থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন , শিক্ষা সম্প্রসারণ , কৃষি বিষয়ক নানা কার্যক্রমের মাধ্যমে পিডিবিএফ কাজ করে যাচ্ছে । এর লক্ষ্যঃ
১.গ্রামের প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্র বিন্দুতে এবং প্রতিটি গ্রাম সংগঠনকে এক একটি অর্থনৈতিক ইউনিট হিসেবে গড়ে তোলার মাধ্যমে গ্রামেরসামগ্রিক উন্নয়ন সাধন।
২.দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামাঞ্চলের মানব সম্পদ উন্নয়ন এবং উৎপাদনমুখী কার্যক্রমের সাথেতাদের সম্পৃক্তকরণ।
৩.স্ব - কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি , তথা দারিদ্র বিমোচন।
৪.গ্রামীণ অর্থনীতিতে ত গতিশীলতা আনয়ন আনয়ন এবং স্থানীয় ভিত্তিতে সম্পদের সহজলভ্যতা নিরূপণ।
৫.গ্রামে বসবাসকারী নারী - পুরুষ নির্বিশেষে সকলকে অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্তকরণ।
৬.গ্রামীণ জনগোষ্ঠির জীবন যাত্রার মানোন্নয়ন।
৭.উৎপাদন বৃদ্ধির নিশ্চয়তা বিধানের জন্য আধুনিক ও বিজ্ঞান সম্মত কৃষি পদ্ধতি শিক্ষাদেওয়া এবং কৃষির যাবতীয় উপকরণ যথাসময়ে সংগ্রহ ও বিলিবণ্টন।
৮.মিতব্যয়িতা ও সঞ্চয়ের মাধ্যমে যৌথ পুঁজি সৃষ্টিকরণ।
৯.গ্রামের দরিদ্র লোকজনকে ঋণের বেড়াজাল হতে বের করে পল্লী প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমেতহবিল গঠনে সহায়তা করা।
১০. পরিবেশ উন্নয়নকল্পে বৃক্ষরোপণ ,
১১.সেনিটেশনসহ নানামুখী সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা।
২০২২ সালের এইচএসসি একাদশ সপ্তাহের সমাজকর্ম (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর
Tag: এইচএসসি এসাইনমেন্ট সমাধান/উত্তর ২০২২ সমাজকর্ম (১১তম সপ্তাহ) এসাইনমেন্ট -৩, ২০২২ সালের এইচএসসি একাদশ সপ্তাহের সমাজকর্ম (১ম পত্র) এসাইনমেন্ট সমাধান /উত্তর
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)