ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪

  সম্মানিত পাঠকবৃন্দ আসা করি সবাই ভালো আছেন।প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের এই নিবন্ধে ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৪ অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম,ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2024,অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম,ভোটার আইডি কার্ড অনলাইন কপি,ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা,ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড বিস্তারিত আলোচনা করেছি। আসা করি এই আর্টিকেল পড়লে বিস্তারিত শিখে যাবেন। 

    
       

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৪

    বন্ধুরা প্রথমে Playstore থেক নিচের Apps টি ডাউনলোড করে নিন
    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022



    Voter id card Download in online: আমরা অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য একটি আবেদন ফরম পূরণ করতে হয়, এবং পরবর্তীতে এই আবেদন ফরম নির্বাচন কমিশনে জমা দেওয়ার পর আমাদের ফটো এবং ফিঙ্গার দিয়ে থাকে। এই সময় ভোটার আইডি কার্ড চেক বা পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য একটি স্লিপ দেওয়া হয় যেখানে ৯ ডিজেটের একটি নাম্বার থাকে আমরা এই নাম্বারের মাধ্যমে ভোটার আইডি কার্ড চেক বা ডাউনলোড করবেন। নিচের ছবির মত স্লিপ দেওয়া হয়।

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2024

    এন আইডি কার্ড ডাউনলোড  করতে Services.nidw.gov.bd এর ভোটার তথ্য গিয়ে আপনারভোটার স্লিপ নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে চেক করতে পারবেন।

    ১.প্রথমে এইলিঙ্ক (ভোটার তথ্য) এ ক্লিককরুন। এর পরে নিচর মতো একটি ওয়েবপেজ দেখতে পাবেন।ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    এখানে রেজিস্ট্রার করুন এখানে ক্লিক করুন তারপর নিচের পেইজের মত দেখতে পাবেন। 

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022
    • এরপরে ভোটারআইডি কার্ড চেক করারফর্ম নাম্বার এর ঘরে আপনার ভোটার স্লিপ এ থাকা সংখ্যাটি দিবেন। অথবা আইডি কার্ড হারিয়ে গেলে আইডি কার্ড নাম্ভার দিবেন।
    • জন্মতারিখ এর ঘরে আপনার সঠিকজন্ম তারিখ দিবেন
    • ক্যাপচাঘরে ছবিতে প্রদর্শিত কোডটি দিয়েদিবেন।
    ৩. তারপর নিচের পিকচার এর মত দেখতে পাবেন। আপনার আইডি কার্ড এ দেওয়া তথ্য অনুযায়ী নিচের ঠিকানা কনফার্ম করুন।


    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022
    • বিভাগ
    • জেলা
    • উপজেলা
    স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা সঠিক ভাবে পুরন করবেন। এরপর পরবর্তীতে ক্লিক করুন।

    ৪. তারপর ভোটার আইডি কার্ড রেজিষ্ট্রেশন করার সময় যে ফোন নাম্ভার দিয়েছিলেন এই নাম্ভার সঠিক হলে বার্তা পাঠান এখানে ক্লিক করুন আর যদি নাম্ভার ভূল থাকে তাহলে মোবাইল পরিবর্তন করুন এখানে ক্লিক করে নতুন নাম্ভার দিবেন। 

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022
    ৫. এর পর নিচের বক্সে আপনার সিমে আসা কোডটি বসিয়ে দিবেন। তারপর বহাল এ ক্লিক করুন। 
    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022
    ৬. এরপর নিচের পিকচার এর মত দেখতে পাবেন। এখানে দেখুন NID Wallet এপ্লিকেশন ডাউনলোড করতে বলা হয়েছে। যদি এটি আগে ডাউনলোড করে থাকেন তাহলে আর ডাউনলোড করতে হবে না। আর না করলে ডাউনলোড করে নিবেন।
    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022
    এরপর Tab To Open NID Wallet  এ হালকা চাপ দিন। 

    ৭. এর পর নিচের পিকচার এর মত ওপেন হবে। এখানে দেখুন পিকচার এ লেখা আছে প্রথমে ট্যাপ করে কোডটি কপি করে নিবেন। তারপর NID Wallet এ ক্লিক করুন।
    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    ৮. এরপর নিচের পিকচার এর মত দেখতে পাবেন এখানে দাগ দেওয়া Code লেখাতে ক্লিক করুন।

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    ৯. কোড লেখাতে ক্লিক করলে নিচের পিকচার এর মত দেখতে পাবেন। এখানে লক্ষ করুন আপনার ফেইস scan কর‍তে বলা হচ্ছে। 

    ফেইস Scan করার সময় প্রথমে ফেইসটি সুজা রাখবেন তারপর বাম দিকে মাথা হালকা ঘুরাবেন তারপর ডান দিকে হালকা ঘুরাবেন। যদি আপনার মাথা নাড়ানো সঠিক হয় তাহলে ৩ টায় ঠিক মার্ক আসবে।

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    ১০. নিচের পিকচার এ লক্ষ করুন সঠিক ফেইস স্কেন হলে ঠিক মার্ক সহ নিচের পিকচার এর মত আসবে।

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    ১১. নিচের পিকচার এর মত আসলে অকেতে ক্লিক করুন। 

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    ১২.তারপর আপনাকে NID Wallet এপ্সে অটোমেটিক নিয়ে যাবে। এখানে গেলে কিছুই করবেন না। সরাসরি মিনিমাইজ করে আগের ওয়েবসাইটে চলে আসবে।

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    ১২. এই ভাবে মিনিমাইজ করবেন।

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    ১৩. মিনিমাইজ করে আগের ওয়েবসাইটে আসলে আপনার বিস্তারিত তথ্য সহ ছবি দেখতে পাবেন। নিচের পিকচার এর মত। তারপর এড়িতে যান এখানে ক্লিক করুন। 

    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022
    ১৫. এর পর নিচের পিকচার এর মত দেখতে পাবেন। এখানে ডাউনলোড লেখায় ক্লিক করলে আপনার এন আই ডি কার্ড ডাউনলোড শুরু হবে। 
    ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২২ ( A To Z) | অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম | ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2022

    এই ভাবে করে আপনি খুব সহজে আপনার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন।

    নতুন ও পুরাতন আইডি কার্ড বের করার নিয়ম 

    প্রিয় বন্ধুরা এখানে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার বিস্তারিত A to Z লিখে ও পিকচার এর মাধ্যমে তুলে ধরেছি। আসা করি আপনি সহজে আপনার ভোটার আইডি কার্ড বের কর‍তে পারবেন। আপনি যদি ভালো করে পিকচার গুলো দেখেন তাহলেই অনলাইন থেকে আইডি কার্ড বের করে নিতে পারবেন। তারপর ও যদি বুঝতে সমস্যা হয় নিচে ভিডিও দেওয়া হলো দেখে নিবে।



     অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম

    ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করার নিয়ম বিস্তারিত তুলে ধরা হয়েছে। 

    ভোটার আইডি কার্ড ডাউনলোড ২০২৪

    ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করার বিস্তারিত নিয়ম উপরে তুলে ধরা হলো। 

    ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা

    ফরম নাম্ভার দিয়ে আইডি কার্ড বের করা নিয়ম বিস্তারিত দেওয়া হয়েছে। উপরে উল্লেখিত নিয়ম অনুসরন করলে আপনার আইডি কার্ড বের করতে পারবেন। 

    ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড

    ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড করার A To Z আমাদের এই আর্টিকেলে তুলে দেওয়া হয়েছে। আসা করি এই নিয়ম অনুসর করলে বিস্তারিত জানতে পারবেন। 


    Tag:ভোটার নাম্বার (স্লিপ) দিয়ে আইডি কার্ড বের করার নিয়ম ২০২৪, অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম,ফরম নম্বর দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড 2024,অনলাইনে আইডি কার্ড বের করার নিয়ম,ভোটার আইডি কার্ড অনলাইন কপি,ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড বের করা,ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড ডাউনলোড


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন