আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা পবিত্র শবে বরাত আমাদের মাঝে চলে আসছে। আর শবে বরাতের সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা সবাই জানতে চায় সেটা হলো শবে বরাতের নামাজ কত রাকাত ও শবে বরাতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়? আসুন জেনে নেই শবে বরাতের নামাজ কত রাকাত ও শবে বরাতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়।
শবে বরাতের নামাজ কত রাকাত?
সাধারণত শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ। তাই এই নামাজে আর অন্যান্য নামাজের মাঝে কোন পার্থক্য নেই। আপনি দুই রাকাত নফল নামাজের নিয়ত করে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন পড়তে পারেন। সে ক্ষেত্রে ৮/১০/১২ বা আরো বেশি হতে পারে।
শবে বরাতের নামাজের নিয়ত?
শবে বরাতের দুই রাকাত নামাজ আদায় করছি,আল্লাহু আকবার। অথবা দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবর।
শবে বরাতের নামাজের নিয়ম কি?শবে বরাতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা অনেকে জিজ্ঞাসা করতে দেখি শবে বরাতের নামাজের নিয়ম কি?
আসলে এই রাত্রির নামাজ আর দশটা রাত্রিত্র পড়া নফল নামাজে মতই।ভিন্ন কোন পদ্ধতি রাসুল (সা:) অবলম্বন করেন নি। তাই নিজের মনগড়া সিস্টেমে প্রতি রাকাতে ৭ বার বা ১১ বার সূরা ইখলাসের মাধ্যমে শবে বরাতের নামাজ না পড়ে স্বাভাবিক নিয়মে ২ রাকাত করে যতটুকু পারা যায় পড়া উচিত।
শবে বরাতের রোজা কয়টি?কখন রাখতে হবে?
আমাদের মা বোনেরা অনেকেই শবে বরাতের রোজা রেখে থাকে।তাদেরকে জানাতে চাই শবে বরাতের রোজা মাত্র ১ টি যা আপনাকে শবে বরাতের পরের দিন রাখতে হবে। অর্থাৎ যে রাতে ইবাদত করবেন সে রাতেই সেহরি খাবেন। তবে প্রতিটি আরবি মাসের ১২,১৪,১৫ তারিখ রোজা রাখা নবীজি (সা:) সুন্নাহ)। আর সাবান মাসে রাসুল (সা:) অনেক বেশি রোজা রাখতেন। তাই আরবি মাসের ১৩,১৪,১৫ তারিখ রোজা রাখবো ইনশাআল্লাহ।
শবে বরাতের নামাজের দোয়া
যারা শবে বরাতের নামাজ দুই রাকাত করে নফল আদায় করবেন তারা চার রাকাত পর পর ভিবিন্ন জিকির আজগার করে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন। দোয়ার মাঝে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সহ আপনার মনের নেক বাসনাগুলো আল্লাহর কাছে বলতে পারেন।
এই দোয়াটিও পড়তে পারেন- আল্লাহুমাগফিরলি জামবি,ওয়া ওয়াসসি লি ফি দারি, ওয়া বারিক লি রিজকি। (নাসাঈ)
অর্থ: হে আল্লাহ আমার গোনাহ মাফ করে দাও। আমার জন্য আমার বাসস্থান প্রশস্ত করে দাও। এবং আমার রিজিকে বরকত দিয়ে দাও।
বেতেরের নামাজের পড় শবে বরাতের নামাজ পড়া যাবে কি?
অবশ্যই পড়া যাবে। তবে উত্তম হলো বেতেরের নামাজের আগে আপনি শবে বরাতের ভিবিন্ন আমল করে নিবেন।সবার শেষে ভেতের নামাজ পড়বেন।
অবশ্যই মনে রাখবেন শবে বরাতের নামাজ পড়তে গিয়ে ফরজ যেন ছুটে না যায়। অর্থাৎ সারারাত জেগে শবে বরাতের নামাজ পড়লেন কিন্ত সকালে ফজরের নামাজ পড়তে পারলেন না এমন করা যাবে না।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে শবে বরাতের ফজিলত অর্জন করার তাওফিক দান করুন। আমিন।
Tag:শবে বরাতের নামাজ কত রাকাত,শবে বরাতের নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)