আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের Summary লেখার নিয়ম নিয়ে হাজির হয়েছি। আসা করি তোমাদের উপকারে আসবে। এই Summary লেখার নিয়ম গুলো জানা থাকলে আপনি যে কোন ক্লাসের Summary খুব সহজে লিখতে পারবেন। তাই দেরি না করে এক্ষনি Summary লেখার নিয়ম গুলো জেনে নিন।
summary লেখার নিয়ম
নিচে আরো সুন্দর করে summary লেখার নিয়ম তুলে ধরা হলো। আসা করি তোমাদের উপকারে আসবে।
Passage থেকে summary লেখার নিয়ম
Rule 1: Title
Rule 2: From Passage
- Passage এর Word গুলোর Synonym ব্যবহার করা।
- Passage এর Sentence টি Simple থাকলে Complex, Compound বা এমনভাবে পরিবর্তন করে দেয়া। বা Superlative, Comparative ভাবেও পরিবর্তন করা যেতে পারে।
Rule 4: Sentence Connectors
Rule 5: Avoiding Examples
Rule 6: No Analysis
Rule 7: Definition and Reasons
Rule 8: Tense
Rule 9: Narration
Rule 10: The passage is about
Rule 11: Para Number
Rule 12: First Word and Sentence
Rule 13: In case of Poem
Ssc summary লেখার নিয়ম
Summary লেখার নিয়ম hsc
- Summary লেখার ক্ষেত্রে কোন শিরোনাম দিতে হবে না
- Summary হবে অবশ্যই Passage- এর তিন ভাগের এক ভাগ হবে
- পরীক্ষায় word limit উল্লেখ থাকলে , তার থেকে শতকরা ১ টি শব্দ বেশি অথবা দুটি শব্দ কম হতে পারে
- Passage- এর মূল কথাগুলো ঠিক রেখে , নিজের মত করে বাক্য বিন্যাস করা যাবে । তবে কিছু ক্ষেত্রে কিছু বাক্যের কোনো পরিবর্তন করা যায় না , সেক্ষেত্রে বাক্যগুলোকে হুবহু text অনুযায়ী লিখতে হবে।
- Summary সর্বদা এক para তে শেষ করতে হবে।
- কোন ব্যক্তিগত মতামত ব্যবহার করা যাবে না , passage- এ উল্লেখিত লেখক এর দৃষ্টিভঙ্গি হবে তোমার দৃষ্টিভঙ্গি
- Summary- এর শেষে কিছু connector যোগে শেষের বাক্যটি দেওয়া অধিক গ্রহণযোগ্য
Tag:summary লেখার নিয়ম ( SSC,Hsc), Passage থেকে summary লেখার নিয়ম,summary writing rules in bengali, Summary লেখার নিয়ম hsc, ssc Summary লেখার নিয়ম

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)