ভাব সম্প্রসারণ - দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি

ভাব সম্প্রসারণ - দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি বলতে কি বুঝায়, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি উক্তিটি কেন করা হয়েছে,দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি English Translate

    দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি

    মানবজীবন ও জগতে ভালাে - মন্দ , সুন্দর - অসুন্দরের মতাে সত্য - মিথ্যাও পাশাপাশি অবস্থান করে । এগুলাের একটিকে ছাড়া অন্যটিকে যথাযথভাবে উপলব্ধি করা যায় না । জীবনে যদি সত্য - মিথ্যা উভয়ের সাথে একত্রে চলা যায় তাহলেই সত্যের আলােকে মিথ্যাকে চেনা সহজ হয় । যারা শুধু সত্য লাভের পথ খোঁজে তারা কখনােই দুর্লভ সত্যকে খুঁজে পায় না । কারণ জীবনের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই সত্য - মিথ্যাকে চেনা যায় । 

    মানবজীবনের চলার পথে সত্য - মিথ্যা একসঙ্গে জড়িয়ে আছে । একটিকে ছাড়া অন্যটির কোনাে অস্তিত্ব নেই । ভালাে - মন্দ উভয় ধরনের ঘটনাবলিই মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে । সত্য না থাকলে যেমন মিথ্যাকে চেনা যায় না , তেমনি মিথ্যা না থাকলে সত্যকে চেনা সম্ভব নয় । ভুলভ্রান্তিকে বাদ দিয়ে যারা কেবল সত্যের সন্ধান । করে তারা দুর্লভ সত্যকে সহজে পায় না । বাস্তব জীবনে নানা কারণে অনেক সময় অকৃতকার্যতা ও ব্যর্থতা আসে । 

    এ ব্যর্থতা ও ভুলভ্রান্তির পথ পার হয়েই মানুষ সত্যের সন্ধান পায় । বস্তুত , ভুলের বা মিথ্যার মধ্য দিয়েই মানুষ তার ক াঙ্ক্ষিত সত্যের দেখা পায় । জীবনে চলার পথে নানা ভুলভ্রান্তি ও মিথ্যাকে অতিক্রম করেই মানুষ সত্যের মুখােমুখি দাঁড়ায় । মানুষ নীতি , আদর্শ ও অভিজ্ঞতা দিয়ে সত্যকে চিনে নেয় এবং সত্যের আলােকে জীবনকে উদ্ভাসিত করে । জীবনের চলার দ্বার বন্ধ করে হয়তাে মিথ্যাকে বাধা দেওয়া যায় , কিন্তু এতে সত্যকে পাওয়া যায় না । 

    খােলা দরজা দিয়েই সত্য আর মিথ্যা জীবনের অঙ্গনে এসে এক সাথে প্রবেশ করে । মানুষ স্বয়ং তার বােধ ও বিবেচনা দিয়ে যেটি সঠিক সেটিকে বেছে নেয় । সত্য - মিথ্যা , ভালাে - মন্দ উভয়কেই মােকাবিলা করে সত্যকে অনুসরণ করলে জীবনে সাফল্য আসবে । জীবন চলার পথে ভুলভ্রান্তি নানা অন্তরায় সৃষ্টি করে । এ অন্তরায়ই সত্যকে চিনতে সাহায্য করে । তাই বলা হয় , মিথ্যার অন্ধকারে মানুষ সত্যকে এবং সত্যের আলােতে মিথ্যাকে চিনতে পারে ।

    Tag: ভাব সম্প্রসারণ - দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি বলতে কি বুঝায়, দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি উক্তিটি কেন করা হয়েছে,দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি English Translate 
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)