আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন।বন্ধুরা পবিত্র ঈদুল আযহা কোরবানীর ঈদ আসলে আমাদের কোরবানি নিয়ে আমাদের অনেক রকম প্রশ্ন থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো কুরবানী কার উপর ওয়াজিব ও কাদের উপর ওয়াজিব নয় তাই আজকে আমরা কুরবানী কার উপর ওয়াজিব ও কাদের উপর ওয়াজিব নয় এটা জানার চেষ্টা করবো।
কুরবানী কার উপর ওয়াজিব
- মুসলিম হওয়া
- বিবেকসম্পন্ন হওয়া
- প্রাপ্তবয়স্ক হওয়া
- সামর্থ্য থাকা
- নেসাব পরিমান সম্পদ থাকা। নিসাব হলো সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বায়ান্ন ভরি রুপা অথবা এর সমমূল্যের নগদ টাকা ও ব্যবসার পণ্য বা সম্পদ।
কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে, রাসুল (সা.) যে হাদিস দিয়ে ওয়াজিবের দলিল দিয়েছেন সেটি। রাসুল (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যে ব্যক্তি সামর্থ্য রাখে, সে যেন কোরবানি করে।’ সামর্থ্যকে রাসুল (সা.) সাধারণ রেখে দিয়েছেন।
অন্য রেওয়াতের মধ্যে এসেছে, ‘সামর্থ্য থাকার পরও যদি সে কোরবানি না করে, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে।’ এই হাদিস দিয়েই ওয়াজিবের দলিল দেওয়া হয়েছে। নবীজি (সা.) নেসাব পরিমাণ সম্পদের কথা মোটেও বলেননি, এটি না থাকলেও চলবে।
কুরবানী কাদের উপর ওয়াজিব নয়
উত্তরঃ- এখানে হাদিস অনুযায়ী কোন ব্যক্তির যদি সামর্থ্য না থাকে তার উপর কুরবানী ওয়াজিব নয়।
Tag;- কুরবানী কার উপর ওয়াজিব,কুরবানী কাদের উপর ওয়াজিব নয়, কোরবানি যাদের উপর ওয়াজিব,কোরবানি যাদের উপর ওয়াজিব নয়
Post a Comment