আসছালামু আলাইকুম সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আজ ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত পবিত্র শবে বরাত। তাই অনেকে পবিত্র শবে বরাতের নামাজের নিয়ত আরবি ও বাংলায় খুজতেছেন। তাই আজকে আমরা শবে বরাতের নামাজের নিয়ত (আরবিতে,বাংলায়) Shab e Barat Namaz Niyat Arabic & Bangla শেয়ার করবো। আসা করি তোমাদের উপকারে আসবে।
শবে বরাতের নামাজ হচ্ছে নফল নামাজ,যা অন্যান্য আট দশটা নফল নামাজের মত। তাই এটায় আলাদা কোন নিয়ত করা লাগবে না। নফল নামাজের নিয়ত করলেই হবে। তারপর ও আপনি চাইলে নিচে দেওয়া নিয়ত পড়তে পারেন।
শবে বরাতের নামাজের নিয়ত আরবিতে
নাওয়াইতুআন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা রাক‘আতাই সালাতি লাইলাতিল বারাতিন নাফলি, মুতাওয়াজ্জিহান ইলা-জিহাতিল কা‘বাতিশ শারীফাতি আল্লাহু আকবার’।
শবে বরাতের নামাজের নিয়ত বাংলায়
‘আমি ক্বেবলামূখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে শবে বরাতের দু‘রাআত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম- আল্লাহু আকবার’।
এই ভাবে অথবা নফল নামাজের নিয়ত করে দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা পড়তে পারেন। নির্দিষ্ট কোন রাকাত হাদিসে বা কোথায় উল্লেখ নেই।
Tag:শবে বরাতের নামাজের নিয়ত (আরবিতে,বাংলায়) Shab e Barat Namaz Niyat Arabic & Bangla
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)