২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির জেনারেল মেকানিক্স-২ (প্রথম পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (৩য় সপ্তাহ) | এসএসসি/দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির ৩য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ জেনারেল মেকানিক্স-২ (এসাইনমেন্ট -১)


    ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির জেনারেল মেকানিক্স-২ (প্রথম পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (৩য় সপ্তাহ)


    সমাধানঃ


    মেশিন শপ ধারণাঃ


    উৎপাদনশীল যন্ত্রপাতি তৈরি ও রক্ষণাবেক্ষণের সূতিকাগার হলাে মেশিন শপ । বিভিন্ন ধরনের মেশিন টুলস নিয়ে লে - আউট প্ল্যান অনুযায়ী সুসজ্জিত কর্মক্ষেত্র মেশিন শপ নামে অভিহিত । প্রকৃত অর্থে মেশিন শপ হলাে এমন একটি স্থান , যেখানে মেশিন বা যন্ত্রাংশ তৈরির জন্য ধাতুকে প্রয়ােজনীয় আকার , আকৃতি প্রদানসহ মসৃণতায় কাটা হয় এবং সেগুলােকে সংযােজন করা হয় । অন্যভাবে বলা যায় , মেশিন শপ হলাে এমন একটি কর্মক্ষেত্র যেখানে কাৰ্যবস্তুর ওপর বিভিন্ন প্রক্রিয়া বা অপারেশন সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রকার মেশিন প্ল্যান অনুযায়ী বিদ্যমান থাকে । যেমন- লেদ মেশিন , মিলিং মেশিন , ড্রিলিং মেশিন , শেপিং মেশিন , গ্রাইন্ডিং মেশিন , ওয়েল্ডিং মেশিন ইত্যাদি । কোনাে যন্ত্র বা যন্ত্রাংশের সমাবেশ যখন নির্দিষ্ট উৎস থেকে শক্তি সঞ্চয় করে প্রয়ােজনীয় কার্য সম্পাদনে সক্ষম হয় তখন ঐ সমাবেশকে মেশিন বলা হয় । আর টুলস হলাে যান্ত্রিক সুবিধা সম্বলিত এক প্রকার ডিভাইস বা মাধ্যম যা ব্যবহার করে কাঁচামালকে প্রয়ােজন অনুযায়ী পূর্ব নির্ধারিত আকার , আকৃতি এবং মসৃণতায় পরিবর্তন করা হয় । মেশিন শপে বিভিন্ন ধরনের আকার , আকৃতি এবং মসৃণতার কাজ সম্পাদন করতে হয় । এ কাজগুলাে সম্পাদন করতে বিভিন্ন প্রকারের টুলস প্রয়ােজন হয় । 


    অধিক ব্যবহার এবং কাজের গুরুত্ব বিবেচনা করে মেশিন শপে সচরাচর ব্যবহৃত টুলসকে প্রধানত তিন শ্রেণিতে ভাগ করা যায় । যেমন 

    ( ক ) মেশিন টুলস ( Machine Tools ) 

    ( খ ) হ্যান্ড টুলস ( Hand Tools ) 

    ( গ ) মেজারিং টুলস ( Measuring Tools )


    ( ক ) মেশিন টুলস ( Machine Tools ) 

    মেশিন টুলস হলাে এমন এক শক্তি চালিত ( Power Driven ) যান্ত্রিক ব্যবস্থা বা উৎপাদনকারী যন্ত্র যা বিভিন্ন প্রকার মেশিনিং অপারেশন সম্পাদনে ব্যবহার হয় । মেশিন টুলসের সাহায্যে কাস্টিং বা ঢালাইকৃত পেটানাে লােহা অথবা রােল্ড করা ধাতব বস্তুকে কাটা এবং তা থেকে অতিরিক্ত মেটাল বা ধাতু অপসারণ করা হয় । 


    ( খ ) হ্যান্ড টুলস ( Hand Tools ) 

    সাধারণত হাতে চালিত বা কায়িক পরিশ্রমের দ্বারা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করে কাঁচামালকে নির্ধারিত আকার , আকৃতি ও মসৃণতায় আনা হয় সেগুলােকে হ্যান্ড টুলস বলা হয় । এক কথায় হস্তচালিত টুলস বা যন্ত্রকে হ্যান্ড টুলস বলে । মে


    মেশিন শপে ব্যবহৃত মেশিন টুলসসমূহের নাম উল্লেখ করা হলাে 

    ১.সেন্টার বা ইঞ্জিন লেদ ( Center or Engine Lathe ) 

    ২. TIST CGTN ( Turret Lathe ) 

    ৩. ক্যাপস্টান লেদ ( CapstanLathe ) 

    ৪. শেপিং মেশিন ( শেপার )Shaping achie ( shaper ) 

    ৫. সেনসিটিভ ড্রিলিং মেশিন ( Sensitive drilling machine )

    ৬.আপরাইট ড্রিলিং মেশিন ( Upright drilling machine ) 

    ৭. রেডিয়াল ড্রিলিং মেশিন ( Radial drilling machine ) 

    ৮. প্লেইন হরিজোম্যাটাল মিলিং মেশিন ( Plain horizontal milling machine )

     ৯. ইউনিভারসাল হরাইজন্টাল মিলিং মেশিন ( Universal horizontal milling machine ) 

    ১০. ভার্টিক্যাল মিলিং মেশিন ( Vertical milling machine ) 

    ১১. প্লেনিং মেশিন ( প্লেনার ) ( Plaming machine ) ( Planer ) 

    ১২. সারফেস গ্রাইন্ডিং মেশিন ( Surface grinding machine ) 

    ১৩. সিলিড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন ( Cylindrical grinding machine ) 

    ১৪. টুল অ্যান্ড কাটার গ্রাইন্ডার ( Tool and Cutter grinder )

    ১৫. বােরিং মেশিন ( Boring Machine ) 

    ১৬. হােনিং মেশিন ( Honing machine ) 

    ১৭. বেন্ড - স ( Bed saw ) 

    ১৮. পাওয়ার হ্যাকস ( Power hacksaw ) 

    ১৯. শিয়ারিং প্রেস ( Shearing Press ) 

    ২০. বেন্ডিং মেশিন বা প্রেস ব্রেক ( Beding Machine or Press Brake )








    এসএসসি/দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির ৩য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ জেনারেল মেকানিক্স-২ (এসাইনমেন্ট -১)




    Tag: ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির জেনারেল মেকানিক্স-২ (প্রথম পত্র) এসাইনমেন্ট সমাধান/উত্তর (৩য় সপ্তাহ),  এসএসসি/দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির ৩য় সপ্তাহের এসাইনমেন্ট সমাধান ২০২১ জেনারেল মেকানিক্স-২ (এসাইনমেন্ট -১)
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)