পিডিএফ কি-Pdf বলতে কি বুঝায় -পিডিএফ(pdf) এর পরিচয় | Pdf ফাইল তৈরী করার নিয়ম
আসছালামু আলাইকুম প্রিয় পাঠক সবাই কেমন আছেন?আসা করি সবাই ভালো আছেন। বন্ধুরা কোন এক সময় ছিলো PDF কি মানুষ ছিনতো না। কিন্তু বর্তমান সময়ে সকল ডকুমেন্ট পিডিএফ আকারে তৈরি করা হয়। এবং সকল প্রকার বই, গাইড,উপন্যাস সব গুলো এখন মানুষ পিডিএফ আকারে পড়তে ভালোবাসে। তাই আমাদের পিডিএফ এর পরিচয় জানা জরুরি। অনেকে আছেন যারা পিডিএফ কি-Pdf বলতে কি বুঝায় জানেন না। তাই আজকে আমরা এই গুলো নিয়ে আলোচনা করবো।
পিডিএফ ফাইল অনলাইন ও অফলাইন দুই ভাবে দেওয়া যায়। পিডিএফ ফাইল সংগ্রহকারী চাইলে সবার জন্য উন্মুক্ত করে রাখতে পারবেন আবার শুধু অনলাইনে পড়ার জন্য বা দেখার জন্য ও রাখতে পারেন।
পিডিএফ কি-Pdf বলতে কি বুঝায় | পিডিএফ(pdf) এর পরিচয়
PDF হলো একটি ফরমাট যার পূর্ণরূপ হলো Portable Document Format. চিত্রসহ ডকুমেন্ট উপস্থাপনের জন্য 1990 এর দশকের গোড়ার দিকে PDF তৈরি করা হয়েছিল। এটি অ্যাপ্লিকেশন সফ্টওয়্যার, হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেমের তুলনায় স্বয়ংসম্পূর্ণভাবে স্বতন্ত্র।। PDF অ্যাডোব সিস্টেমগুলি দ্বারা বিকাশিত।
পিডিএফ এর কাজ কি
PDF হলো একধরণের বিশেষ ফাইল ফরম্যাট যার মধ্যে ছবি, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদি সংরক্ষণ করা যায় এবং যেকোনো সময় তা এডিট বা প্রিন্ট করা যায়।
এটি মূলত বিভিন্ন বই, ডকুমেন্ট বা নোটিশের ভার্চুয়াল ফরম্যাট হিসেবে ব্যবহৃত হয়।
PDF তৈরির অসংখ্য পদ্ধতি রয়েছে, কোন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করবেন তা নির্ভর করে আপনার প্রয়োজনীয়তার উপর।
বই বা কোনো সাধারণ ডকুমেন্ট তৈরিতে MS Word ব্যবহার করা যায়, মোবাইলে Google Docs অ্যাপটির সাহায্যেও পিডিএফ তৈরি করা যায়।
Adobe Illustrator বা এজাতীয় কোনো অ্যাপ্লিকেশনে তৈরি গ্রাফিক্সও PDF আকারে সংরক্ষণ করা যায়।
Pdf ফাইল তৈরী করার নিয়ম-পিডিএফ ফাইল
বর্তমান সময়ে সকল প্রকার ডকুমেন্টস পিডিএফ ফরমাটে করা হয়। যেমন কিছু টেক্স,পিকচার,যে কোন ডকুমেন্টস আপনি খুব সহজে বর্তমান সময়ে PDF আকারে করে নিতে পারবেন। এটি আপনি অনেক ওয়েবসাইট আছে যার মাধ্যম্র করতে পারবেন বা Application এর মাধ্যমে ও করতে পারবেন। আপনি গুগলে Text To Pdf বা Image To Pdf লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। আমরা এই পোস্টে একটি এপ্সের মাধ্যমে কিভাবে পিকচার থেকে পিডিএফ করবেন সেটা দেখাবো
। কারন এখন পিকচার থেকে পিডিএফ সবাই করতে চায় আর এটা জরুরি বর্তমান সময়ের জন্য।
এই জন্য আপনাকে প্রথমে Playstore থেকে একটি Application ডাউনলোড করতে হবে৷ PDF করার জন্য অনেক Application পাওয়া যায়। But আমার কাছে এই Application টা ভালো লাগে তাই এটা শেয়ার করতেছি।
এপ্সটির নাম হলোঃ camscanner
Apps Link:- Click Here To Download
এপ্সটি ডাউনলোড হয়ে গেলে এখন নিয়মটা জেনে নিন কারন অনেকে প্রশ্ন করেন কিভাবে পিডিএফ ফাইল তৈরি করব যাতে আর কাউকে এই প্রশ্ন করতে হয় না। তাহলে চলুন দেখে নেই।
পিডিএফ (Pdf) ফাইল তৈরি করার নিয়ম-ছবি থেকে পিডিএফ
১। প্রথমে এপ্স ওপেন করার পর দেখে শুনে সব কিছু অকে করে এপ্সের ভিতরে ডুকবেন তারপর নিচের পিকচার এর মত দেখতে পাবেন। দাগ দেওয়া এই জায়গায় ক্লিক করবেন।
২। এর পর নিচের পিকচার এর মত দেখতে পাবেন। এখানে ও দাগ দেওয়া যায়গায় ক্লিক করুন।৩। এখন আপনার গ্যালারির সকল পিকচার দেখতে পাবেন আপনি যে পিকচার গুলো পিডিএফ করতে চাচ্ছেন সব গুলো দ্বারাবাহিক ভাবে ঠিক মার্ক দিন এখানে যে সিরিয়ালে ঠিক মার্ক দিবেন PDF এই রকম হবে। এখন উপরে Import ঠিক মার্ক দেওয়া এখানে ক্লিজ করুন।৬। এইবার Save To Local এ ক্লিক করুন। ব্যস আপনার পিডিএফ আপনার ফোনে Save হয়ে গেছে।
এই এপ্স দিয়ে আরো অনেক কিছু পিডিএফ এর করা যায়। আমি যাস্ট এখানে পিকচার দেখে পিডিএফ করার নিয়মটা দেখিয়েছি। বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না সমাধান দেওয়ার চেষ্টা করবো।
Tag:পিডিএফ কি,Pdf বলতে কি বুঝায়,পিডিএফ(pdf) এর পরিচয়, Pdf ফাইল তৈরী করার নিয়ম,ফাইল তৈরি করার নিয়ম,ছবি থেকে পিডিএফ,কিভাবে পিডিএফ ফাইল এডিট করা যায়,কিভাবে পিডিএফ ফাইল তৈরি করব,মোবাইলে পিডিএফ ফাইল তৈরি,কিভাবে পিডিএফ ফাইল বানাবো,JPG to PDF
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)