হাদিসের আলোকে ইসলামের স্তম্ভসমূহ:একটি পর্যালচনা | আলিম এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান হাদিস শরিফ (এসাইনমেন্ট ১) | ২০২১ সালের আলিম হাদিস শরিফ এসাইনমেন্ট সমাধান


    ২০২১ সালের আলিম হাদিস শরিফ এসাইনমেন্ট সমাধান


    হাদিসের আলোকে ইসলামের স্তম্ভসমূহ:একটি পর্যালচনা

    সমাধানঃ

    ১।হাদিসের অনুবাদঃ 

    হাদীসের অনুবাদ : হযরত আবদুল্লাহ ইবনে ওমর ( রা ) হতে বর্ণিত । তিনি বলেন , রাসূলুল্লাহ ( স ) ইরশাদ করেন , ইসলাম পাঁচটি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত । 
    ১. এ কথার সাক্ষ্য দেওয়া যে , আল্লাহ ব্যতীত অন্য কোনাে উপাস্য নেই এবং মুহাম্মদ ( স ) তাঁর বান্দা ও রাসূল , 
    ২. সালাত প্রতিষ্ঠা করা , 
    ৩. যাকাত প্রদান করা , 
    ৪. বায়তুল্লার হজ্জ করা এবং 
    ৫. রমযান মাসে রােযা রাখা । ( বুখারী ও মুসলিম ) 

    সমাপনী : যথাযথভাবে ইসলামের এই আবশ্যকীয় ইবাদতগুলাে সম্পাদন করতে পারলেই জান্নাতের আশা করা যায় । তাই উল্লিখিত পাঁচটি বিষয়ের ওপর ঈমান আনা জরুরি ।

    খ নং প্রশ্নের উত্তর 

    ঈমান ও ইসলামের পার্থক্য : 

    ১ ) শাব্দিক পার্থক্য - ঈমান  শব্দটির সাধারণ অর্থহলাে বিশ্বাস করা , আনুগত্য করা , অবনত হওয়াও স্বীকৃতি দেয়া । আর শব্দের অর্থ আত্মসমর্পণকরা । নিজেকে সােপর্দকরা ।

     ২ পারিভাষিক অর্থে ইমাম আবু হানিফারা : বলেন , আন্তরিক বিশ্বাস , মৌখিক স্বীকৃতিও বাস্তবে আমল হলাে ঈমান ।
    পরিভাষায় আল্লাহর অনুগত হওয়াও তার নিকট পূর্ণ আত্মসমর্পণকরা ; বিনা দ্বিধায় তার আদেশ - নিষেধ মেনে চলা । আর যিনি মেনে চলেন তাকে মুসলিম বা মুসলমান বলে । 

    ৩ কারাে মতে ঈমান আর ইসলাম সমর্থবােধক এবং একটি আরেকটির সম্পূরক । 

    ৪. ঈমান হল অন্তরের দৃঢ় বিশ্বাসের নাম । আরইসলাম হল বাহ্যিক আমলের নাম ।








    আলিম এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান হাদিস শরিফ (এসাইনমেন্ট ১)



    Tag: আলিম এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান হাদিস শরিফ (এসাইনমেন্ট ১),  ২০২১ সালের আলিম হাদিস শরিফ এসাইনমেন্ট সমাধান, হাদিসের আলোকে ইসলামের স্তম্ভসমূহ:একটি পর্যালচনা
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)