সারমর্ম - ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা

সারমর্ম - ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের

    ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা


    ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা , 
    হে রুদ্ধ , নিষ্ঠুর যেন হতে পারি তথা 
    তােমার আদেশে যেন রসনায় মম । 
    সত্যবাক্য বলি উঠে খড় খড়গ সম 
    তােমার ইঙ্গিতে । যেন রাখি তব মান 
    তােমার বিচারাসনে লয়ে নিজ স্থান , 
    অন্যায় যে করে আর অন্যায় যে সহে 
    তব ঘৃণা যেন তারে তৃণসম দহে । 


    সারমর্ম : ক্ষমা করা মহৎ কাজ । কিন্তু সর্বক্ষেত্রে তা প্রয়ােগ করা সমীচীন নয় । কারণ ক্ষমার মাধ্যমে অনেক সময় দুর্বলতার প্রকাশ ঘটে । এক্ষেত্রে অন্যায়কারী ও অন্যায়ের প্রশ্রয়দানকারী উভয়েই সমান অপরাধী । তাই অন্যায়কে প্রতিরােধ করা আমাদের সকলেরই কর্তব্য ।


    Tag: সারমর্ম - ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা সারমর্ম, বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের 
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)