সারাংশ - মাতৃস্নেহের তুলনা নেই

সারাংশ - মাতৃস্নেহের তুলনা নেই, মাতৃস্নেহের তুলনা নেই সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ, মাতৃস্নেহের তুলনা নেই

    মাতৃস্নেহের তুলনা নেই


    মাতৃস্নেহের তুলনা নেই । কিন্তু অতিস্নেহ অনেক সময় অমঙ্গল আনয়ন করে । যে স্নেহের উত্তাপে সন্তানের পরিপুষ্টি , তাহারই আধিক্যে সে অসহায় হইয়া পড়ে । মাতৃহৃদয়ের মমতার প্রাবল্যে মানুষ আপনাকে হারাইয়া আপন শক্তির মর্যাদা বুঝিতে পারে না । নিয়ত মাতৃস্নেহের অন্তরালে অবস্থান করিয়া আত্মশক্তির সন্ধান সে পায় না — দুর্বল , অসহায় পক্ষীশাবকের মতাে চিরদিন স্নেহাতিশয্যে আপনাকে সে একান্ত নির্ভর মনে করে । ক্রমে জননীর পরম সম্পদ সন্তান অলস , ভীরু , দুর্বল ও পরনির্ভরশীল হইয়া মনুষ্যত্ব বিকাশের পথ হইতে দূরে সরিয়া যায় । 


    সারাংশ : মাতৃস্নেহ তুলনাহীন । কিন্তু অতিরিক্ত স্নেহ অকল্যাণ ও অমঙ্গল ডেকে আনে । মায়ের অতিরিক্ত স্নেহে সন্তান অনেক সময় আপন শক্তি ও সামর্থ্যের পরিমাণ বুঝতে পারে না । আত্মশক্তিতে বলীয়ান না হয়ে সে দুর্বল , অসহায় ও নির্ভরশীল হয়ে পড়ে । এতে সন্তানের মনুষ্যত্ব বিকাশের পথ রুদ্ধ হয়ে যায় ।


    Tag: সারাংশ - মাতৃস্নেহের তুলনা নেই, মাতৃস্নেহের তুলনা নেই সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ, মাতৃস্নেহের তুলনা নেই
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)