নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায়
নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় । অনুভূতির কান দিয়ে সে গান শুনতে হবে । তাহলে বুঝতে পারা যাবে জীবনের মানে বৃদ্ধি , ধর্মের মানেও তাই । প্রকৃতির যে ধর্ম মানুষের সে ধর্ম , পার্থক কেবল তরুলতা ও জীবজন্তুর বৃদ্ধির ওপর তাদের নিজেদের কোনাে হাত নেই । মানুষের বৃদ্ধির ওপরে তার নিজের হাত রয়েছে । আর এখানেই মানুষের মর্যাদা । মানুষের বৃদ্ধি কেবল দৈহিক নয় , মানুষের আত্মা সৃষ্টি করে নিতে হয় , তা তৈরি পাওয়া যায় না ।
সারাংশ : মানুষই পৃথিবীতে একমাত্র জীব যে নিজের আত্মিক বৃদ্ধি নিজেই ঘটাতে পারে । অপরদিকে তরুলতা ও জীবজন্তু প্রকৃতির নিয়মানুসারে বৃদ্ধি পায় । উভয়েরই মূল কথা বৃদ্ধি লাভ । কিন্তু মানুষের বৃদ্ধি দু ধরনের দৈহিক ও আত্মিক । আত্মিক বৃদ্ধির মধ্য দিয়ে একজন মানুষ যথার্থ মানুষ হয়ে ওঠে । আর অন্যান্য সৃষ্টির তুলনায় এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব ।
Tag: সারাংশ - নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায়, নিরব ভাষায় বৃক্ষ আমাদের সার্থকতার গান শােনায় সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ বইয়ের

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)