পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন , ব্যাখ্যা কর | পৃথিবীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর | একটি চকচকে কাঁচের গ্লাসে কিছু পানি নাও । এবার গ্লাসের মধ্যে একটি পাথর পাতর পেলে দাও এবার নিচের কাজ গুলো কর |অষ্টম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution

 অষ্টম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution     

১) প্রশ্নঃ-পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ বিভিন্ন হয় কেন- ব্যাখ্যা কর । 

উত্তরঃ পৃথিবীর মেরু অঞ্চল বিষুবীয় অঞ্চলের তুলনায় কিছুটা চাপা । এজন্য পৃথিবীর কেন্দ্র থেকে বিষুবীয় অঞ্চলের দূরত্ব বেশি অন্য দিকে মেরু অঞ্চলের দূরত্ব কম । পৃথিবীর কেন্দ্র হতে যত দূরে যাওয়া যায় তত অভিকর্ষজ ত্বরণ কমতে থাকে । এজন্য বিষুবীয় অঞ্চলে অভিকর্ষজ ত্বরণ বা পৃথিবীর কোনাে বস্তুর প্রতি আকর্ষণ বল মেরু অঞ্চলের তুলনায় কম হয় । পৃথিবী সম্পূর্ণ গােলাকার না হওয়ার কারণ এ বিভিন্ন স্থান এ বিভিন্ন বস্তুর প্রতি পৃথিবীর আকর্ষণ বল বিভিন্নহয়ে থাকে । ফলে ওজনেও ভিন্নতা দেখা যায় । পৃথিবী সুষম গােলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থানে সমদূরে ন্য । যেহেতু g এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে । তাই পৃথিবীর বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন ই্য । বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি হওয়ায় g এর মান ও কম । সুতরাং বিষুব অঞ্চলে g এর মান কম হয় । আবার মেরু অঞ্চলে g এর মান আবার বেশি । ফলে বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরন বিভিন্ন হয় ।

অষ্টম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution     

২) প্রশ্নঃ-পৃথিৰীতে তােমার ভর ৫০ কেজি চাঁদে তােমার ওজন কমে যায় কেন ব্যাখ্যা কর । 

উত্তরঃ-ওজন কমে যাওয়ার কারণঃ বস্তুর ভর একটি ধ্রুব রাশি । সুতরাং বস্তুর এজল অভিকর্ষজ ত্বরন g এর উপর নির্ভর করে । যে সব কারনে অভিকা স্বরনের পরিবর্ণ ঘটে সে সব কারনে বস্তুর ওজন ও পরিবর্তন হ্য । ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকে।বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম ল্য । কোন বস্তুর ওজন খাকতে ও সার আবার নাও থাকতে পারে । পৃথিবীর কেন্দ্রে অবিকর্তা স্বরন শূন্য । ভাই সেখানে বস্তুর ওজন ও শূন্য । মহাশূণ্যে কোন বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর ওপর কোন মহাকর্ষ বল কাজ করে না । তাদের অভিকর্ষজনিত স্বরনের মান প্রায় পৃখিবীর 1/6 ভাগ । 

সুতরাং চাঁদে ১ কেজি ভরের বস্তুর ওজন হবে প্রায় ১.৬৩ নিউটন । কোন বস্তুর ওজন পৃখিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের ওপর নির্ভর করে । যদি দূরত্ব বাড়ানাে হয় তাহলে তার উপর পৃখিবীর আকর্ষন কমে যায় । ফলে বস্তুর ওজন হ্রাস পায় । ভূপৃষ্ঠে এক কেজি ভরের কোন বস্তুর ওজন ৯.৮ নিউটন হলেও পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তরি ওজন কমতে থাক ।

পৃথিবীতে আমার ভর 50 Kg পৃতিবীপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরন g = 9.৪ মিটার / সেকেন্ড

 পৃথিবীপৃষ্ঠে আমার ওজন = 50x9.8 = 49০ নিউটন

 চাঁদে আমার ওজন 490÷6 নিউটন =81.67 নিউটন সুতরাং বলা যায় , চাঁদে বস্তুর ওজন কমে । দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তুর ওজন কমে যায় ।

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution 

৩ ) প্রশ্নঃ-একটি চকচকে কাচের গ্লাসে কিছু পানি নাও । এবার গ্লাসের মধ্যে একটি পাথর ফেলে দাও । এবার নিচের কাজগুলাে কর । 

i) গ্লাসের উপর দিয়ে পাথরটিকে সরাসরি দেখার চেষ্টা কর । 

॥ ) কিছুটা তির্যকভাবে পাথরটিকে দেখার চেষ্টা করা

 III ) গ্লাসে যে পন্তি পানি আছে তার একটু নিচ থেকে দেখার চেষ্টা করা তিনটি ক্ষেত্রে কী ঘটছে ও কেন ঘটছে ? ব্যাখ্যা কর ।

৩. প্রশ্নঃ-তিনটি ক্ষেত্রে যে পরিবর্তন ঘটছে তা নিচে আলােচনা করা হলঃ 

  • উত্তরঃ-কাজটির ক্ষেত্রে পানির ভিতরে পাথরের নিচের অংশথেকে আলাে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়ে দুইটি ভিন্ন মাধ্যমে আলাে যদি একই সরল রেখায় চলত তাহলে পাথরটি নিশ্চয়ই সােজা দেখােতাে । কিন্তু পাথরটি ভেঙে গেছে মনে হচ্ছে । এরথেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে আলাে যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে তখন এটি তার গতিপথের দিক পরিবর্তন করে ।আর একেই আলাের প্রতিসরন বলে । একটি স্বচ্ছ মাধ্যম থেকে আলাে ঘন মাধ্যমে প্রবেশের মাধ্যমে এর গতি পথের দিক পরিবর্তন হয় ।
  •  তির্যকভাবে গ্লাসের দিকে তাকালে পাথর আকাঁবাকা দেখায়।কেননা আলাে তার গতিপথের দিক পরিবর্তন করছে । 
  • অর্থাৎ ৩ টি ক্ষেত্রেই এর পরিবর্তন হচ্ছে ।
৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০ | Class 8,5th Week Science Assignment Solution


Tag:৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট সমাধান ২০২০,  Class 8,5th Week Science Assignment Solution, ৫ম সপ্তাহের ৮ম শ্রেণীর  এসাইনমেন্ট সমাধান বিজ্ঞান


                               
Previous Post Next Post


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)