আসসালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের মুসলমানদের সাপ্তাহিক ঈদ তথা জুমআর দিনের নামাযের দুটি বিষয় আলোকপাত করবো আসা করি তোমাদের উপকারে আসবে।
জুমার নামাজ কয় রাকাত ও নিয়ত আরবিতে, বাংলায় জুমার নামাজের নিয়ত অর্থ সহ
প্রথম বিষয় জুমার নামাজ এর রাকআত সংখ্যা। জুমার নামাজ সর্বমোট দশ রাকআত। সুন্নাতে মুআাক্কাদাহ কাবলাল জুমআ চার রাকআত। এরপর ফরজ দুই রাকআত। তারপর বা,দাল জুমআ আরও চার রাকআত। তাও সুন্নতে মুআক্কাদাহ।এই হলো জুমার নামাজের পরিপূর্ণ রাকআত সংখ্যা।
জুমার নামাজের নিয়্যত আরবিবে,বাংলায়
প্রথমে কাবলাল জুমআ চার রাকআতের নিয়্যত, আরবীতেنويت ان اصلي لله تعالى اربع ركعات قبل الجمعة . বাংলায় উচ্চারণ নাওআইতু আন উছল্লিয়া লিল্লাহি তায়া’লা আরবাআ রাকাআতি কাবলাল জুমুআতি।অর্থ হলো আমি আল্লাহ তায়ালার জন্য কাবলাল জুমআ চার রাকআত নামাজ আদায় করিবার নিয়্যত করিলাম।
জুমার ফরজ দুই রাকআত নিয়্যত আরবীতে
نويت ان اصلي لله تعالى ركعتي فرض صلوة الجمعة.
বাংলায় উচ্চারণ:- নাওআইতু আন উছল্লিয়া লিল্লহি তায়ালা রাকআতাইল ফরজি ছালাতিল জুমুআতি।
অর্থ হলো আমি আল্লাহ তায়ালার জন্য জুমার ফরজ দুই রাকআত নামাজ আদায় করিবার নিয়্যত করিলাম।
বা,দাল জুমা চার রাকআত এর নিয়্যত হলো আরবীতেنويت ان اصلي لله تعالى اربع ركعات بعدالجمعة বাংলায় উচ্চারণে নাওআইতু আন উছল্লিয়া লিল্লাহি তায়ালা আরবাআ রাকাআতি বা,দাল জুমআতি। অর্থ হলো আমি বা,দাল জুমআ চার রাকআত নামাজ আদায় করিবার নিয়্যত করিলাম। বিস্তারিত জানতে দেখুন আহকামে জিন্দেগী ২০৮নং পৃষ্ঠা। নুরুল ঈযাহ বেহেশতী জেওর। ফাতহুল কাদীর।
Tag:জুমার নামাজ কয় রাকাত ও নিয়ত, আরবিতে, বাংলায় জুমার নামাজের নিয়ত অর্থ সহ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)