গ্রাম বাংলার ধাঁধা ও উত্তর |মেয়ে নিয়ে ধাঁধা | গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর

 


প্রিয় পাঠকবৃন্দ আসসালামুলাইকুম। আপনাদের সবাইকে Educationblog24.com স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় পাঠক -পাঠিকা বন্ধু আজ আপনাদের সাথে  গ্রাম বাংলার ধাঁধা ও উত্তর |মেয়ে নিয়ে ধাঁধা | গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর সেয়ার করব 

       
       

    গ্রাম বাংলার ধাঁধা ও উত্তর 

    এ পাড়ে বুড়ি মরল

    ও পারে গন্ধ ছাড়ল।

    উত্তরঃকাঠাল

    কোন জিনিস টানলে কমে 

    উত্তরঃসিগারেট 

    কোন জিনিস দিলে বাড়ে

    উত্তরঃবিদ্যা

    মেয়ে নিয়ে ধাঁধা 

    কোন চা বসতে লাগে 

    উত্তরঃমাচা

    কোন চুরি হাতে পরা যায় না

     উত্তর খিচুড়ি 

     গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর

    কোন সুখে সুখ নেই
    উত্তর ঃঅসুখে
    কোন গ্রামে রক্ত ঝরে 
     উত্তরঃ সংগ্রামে


    ১- কালিদাস পন্ডিতে কইলো অনেক বড় ধাধা ১০০০ তেতুল গাছে কয় হাজার পাতা ??
    উত্তরঃ ২ হাজার পাতা
    যখন একটি তেতুল গাছ বিচি থেকে নতুন জন্মায় তখন গাছে দুইটি পাতা গজায় তাই এক হাজার তেতুল গাছে দুই হাজার পাতা হয় ।


    ২- হাত নাই পা নাই পিট দিয়ে যায়, আস্ত মানুষ গিলে খায় ।
    উত্তরঃ নৌকা ।


    ৩- মায়ের পেটে থকিয়া সে মায়ের মাংস খায় মাটিতে পড়িয়া সে ছয় পায়ে যায় ।
    উত্তরঃ আমের পোকা
    আমের ভিতরের পোকা আম খায় তারপর আম ছিদ্র করে ছয় পায়ে হেটে বের হয় ।

    ৪- লাল গাভী খের খায় জল খেলে মারা যায় ।
    উত্তরঃ আগুন ।

    ৫- বন থেকে বের হলো টিয়ে সোনার টুপুর মাথায় ‍দিয়ে ।
    উত্তরঃ আনারস ।


    ৬- এই ঘরে ঐ ঘরে যাই দুম দুমিয়ে আছাড় খাই ।
    উত্তরঃ ঝাড়ু ।

    ৭- কোট পেন্ট পড়ে বাবু আসলো শশুর বাড়ি, কোট পেন্ট খুললে পরে চোখ জলে ।
    উত্তরঃ পেঁয়াজ ।


    ৮- পানির মাঝে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী শেষের অক্ষর বাদ দিলে হয় মহা-রাণী ।
    উত্তরঃ মাছ ।

    bangla dhadha


    ৯- কোন টকে চড়ে মজা ?
    উত্তরঃ ঘটক ।


    ১০- চটপট বলে ফেল, ঝাল কোন দেশ ?
    উত্তরঃ শ্রীলংকা ।


    ১১- কোন জামা গায় দেয় না ?
    উত্তরঃ পায়জামা ।


    ১২- তিন অক্ষরের নাম তার সবার ঘরে রয়, প্রথম অক্ষর বাদ দিলে খাদ্য বস্তু হয় ।
    উত্তরঃ বিছানা ।


    ১৩- এত বড় আঙ্গিনা, ঝাড় দিলেও কুলায় না ।
    এত ফুল ফুটে আছে , নাই তার তুলনা ।
    উত্তরঃ আকাশ ও তারা ।

    bangla dhadha

     


    ১৪- পানিতে জন্ম যার সবার ঘরে রয়, পানির ছোয়া পেলে আবার সে মরে ।
    উত্তরঃ লবণ ।


    ১৫- আল্লাহর কি কুদরত লাঠির মাঝে সরবত ।
    উত্তরঃ আখ ।


    ১৬- কোন চা বসতে লাগে ?
    উত্তরঃ মাচা ।


    ১৭- কোন সুখে সুখ নেই ?
    উত্তরঃ অসুখ ।


    ১৮- কোন ‍জিনিস টানলে কমে ?
    উত্তরঃ সিগারেট ।

    ১৯- কোন চুড়ি হাতে পড়ে না ?
    উত্তরঃ খিচুড়ি ।


    ২০- কোন জিনিস দিলে বাড়ে ?
    উত্তরঃ বিদ্যা বা জ্ঞান ।


    ২১- একলা তাকে জায়না দেখা সঙ্গি পেলে বাচে, আধার দেখে ভয়ে পালায় আলোয় পিরে আসে ।
    উত্তরঃ ছায়া ।


    ২২- ১ বুড়ির ৩টি মাথা , নিত্য খায় লতা-পাতা ।
    লতা-পাতা খেয়ে বুড়ি , চোখে মুখে ধোয়ায় তুড়ি ।
    উত্তরঃ মাটির চুলা ।

    ধাঁধা


    ২৩- কাল আমাকে মেরে ছিলে সয়ে ছিলাম আমি, আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি ।
    উত্তরঃ মাটির হাড়ি ।


    ২৪- এই পাড়ে ঝগড়া ঐ পাড়েও ঝগড়া কখনের মিলে মিশে কখনো বা আবার ঝগড়া ।
    উত্তরঃ চোখের পাতা ।


    ২৫- ঝড়ের থেকে এলো খোজা পেছনে লাঠি মাথায় বোঝা ।
    উত্তরঃ আনারস ।


    ২৬- কোন ডিম দেখা যায় না ।
    উত্তরঃ ঘোড়ার ডিম ।


    ২৭- বিনা দুধে হইচে দই এমন কুমার পাবো কই ।
    উত্তরঃ চুন ।


    ২৮- কোন দেশে মাটি নেই ?
    উত্তরঃ সন্দেস ।


    ২৯- কোন দেশে বাঘ নেই ?
    উত্তরঃ সন্দেস ।


    ৩০- ঘরের উপর ১টি কবুতর বসে আছে। তখন এক ঝাঁক কবুতর ঘরের উপর দিয়ে উড়ে যাচ্ছিলো।
    ঘরের উপর বসে থাকা কবুতর জিজ্ঞাসা করলো, ‘তোরা কতো জন?’
    ঝাঁকের একটি কবুতর উত্তর দিলো, ‘আসছি যতো, আসবে ততো, তার অর্ধেক, তার পাই, তোরে লইয়া আমরা শত ভাই।
    বলতে পারবেন কতটি কবুতর ছিলো ?

    উত্তর: ৬০টি কবুতর ।

    Tag:গ্রাম বাংলার ধাঁধা ও উত্তর |মেয়ে নিয়ে ধাঁধা | গুগলি ধাঁধা প্রশ্ন ও উত্তর

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)