আসছালামু আলাইকুম প্রিয় পাঠকবৃন্ধ সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের ২০২৩ সালে গ্রাম পুলিশের বেতন কত, গ্রাম পুলিশের বাজেট নিয়ে আলোচনা করবো। আসা করি তোমাদের উপকারে আসবে।
গ্রাম পুলিশের নতুন বেতন কত ২০২৩
গ্রাম পুলিশের বেতন স্কেল 2023
গ্রাম পুলিশ বাজেট/বেতন
সূত্রমতে, স্থানীয় সরকার বিভাগ থেকে গ্রামপুলিশের বেতন বাড়ানোর প্রস্তাব পাঠানো হয় অর্থ মন্ত্রণালয়ের কাছে। সেখানে
- নতুন স্কেলে একজন দফাদারের মাসিক বেতন দাঁড়াবে ৬ হাজার টাকা। বর্তমানে তারা পাচ্ছেন ৩ হাজার ৪০০ টাকা।
- আর ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে মহল্লাদারের মাসিক বেতন। বর্তমান একজন মহল্লাদার পাচ্ছেন ৩ হাজার টাকা।
অর্থাৎ বর্তমান বেতনের তুলনায় ১০৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয় দফাদারদের। একইভাবে ১১৬ দশমিক ৯৬ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব করা হয় মহল্লাদারের জন্য। প্রস্তাবে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ হয়েছে।
২০১৫ সালের ২৯ মার্চ গ্রামপুলিশের বেতন বাড়ানো হয়। ওই সময় দফাদারের বেতন ৩ হাজার ৪০০ টাকা এবং মহল্লাদারদের বেতন ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়। এ বেতন প্রায় সাড়ে তিন বছর আগে নির্ধারণ করা হয়।
Tag:গ্রাম পুলিশের নতুন বেতন কত ২০২৩, গ্রাম পুলিশের বেতন স্কেল 2023, গ্রাম পুলিশ বাজেট/বেতন