কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত কবিতা
কবিতা কপোতাক্ষ নদ
Kobita Kopotakkho Nod Maikel Modusudon Dotto
কপোতাক্ষ নদ
মাইকেল মধুসূদন দত্ত
সতত , হে নদ , তুমি পড় মাের মনে ।
সতত তােমার কথা ভাবি এ বিরলে ;
সতত ( যেমতি লােক নিশার স্বপনে
শােনে মায়া - মন্ত্রধ্বনি ) তব কলকলে
জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে !
বহু দেশে দেখিয়াছি বহু নদ - দলে ,
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে ?
দুগ্ধ - স্রোতেরূপী তুমি জন্মভূমি - স্তনে ।
আর কি হে হবে দেখা ? - যত দিন যাবে ,
প্রজারূপে রাজরূপ সাগরেরে দিতে
বারি - রূপ কর তুমি ; এ মিনতি , গাবে
বঙ্গজ জনের কানে , সখে , সখা - রীতে
নাম তার , এ প্রবাসে মজি প্রেম - ভাবে
লইছে যে নাম তব বঙ্গের সংগীতে ।
Tag: কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত কবিতা, কবিতা কপোতাক্ষ নদ, Kobita Kopotakkho Nod Maikel Modusudon Dotto jan
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)