সেরা ৫০ টি প্রেমের কবিতা (PDF Download) | premer kobita bangla | ভালোবাসার কবিতা,ছবি,পিকচার,ছন্দ

সেরা ৫০ টি প্রেমের কবিতা (PDF Download) | premer kobita bangla | ভালোবাসার কবিতা,ছবি,পিকচার,ছন্দ


সম্মানিত পাঠকবৃন্দ আসা করি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক আপনি যদি কবিতা প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের এই পোস্ট আপনার জন্য। এখানে আমরা ৫০ টি সেরা প্রেমের কবিতা পিডিএফ আকারব শেয়ার করেছি। 


   
       

    প্রেমের কবিতা

    কবিকল্পলতা অনলাইন প্রকাশনী থেকে খ্যাতিমান কবিদের অনলি প্রকাশনী বাছাই করা পঞ্চাশটি আধুনিক প্রেমের কবিতা নিয়ে প্রকাশিত হল এই পি.ডি.এফ বইটি । আশা রাখছি কবিতা প্রেমী ও অপ্রেমীদের বাংলা কবিতার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা যোগাবে । একদম নিচে গিয়ে ৫০ টি কবিতার পিডিএফ ফাইল পেয়ে যাবেন। 

    প্রথম প্রেমের কবিতা

    তুমি আমার রঙিন স্বপ্ন,

    শিল্পীর রঙে ছবি..

    তুমি আমার চাঁদের আলো,

    সকাল বেলার রবি..

    তুমি আমার নদীর মাঝে

    একটি মাত্র কুল..

    তুমি আমার ভালোবাসার

    সুন্দর গোলাপ ফুল..

    রবীন্দ্রনাথের প্রেমের কবিতা

    অনন্ত প্রেম – রবীন্দ্রনাথ ঠাকুর

    তোমারেই যেন ভালোবাসিয়াছি
    শত রূপে শত বার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।
    চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
    গাঁথিয়াছে গীতহার,
    কত রূপ ধরে পরেছ গলায়,
    নিয়েছ সে উপহার
    জনমে জনমে, যুগে যুগে অনিবার।


    যত শুনি সেই অতীত কাহিনী,
    প্রাচীন প্রেমের ব্যথা,
    অতি পুরাতন বিরহমিলনকথা,
    অসীম অতীতে চাহিতে চাহিতে
    দেখা দেয় অবশেষে
    কালের তিমিররজনী ভেদিয়া
    তোমারি মুরতি এসে,
    চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।

    আমরা দুজনে ভাসিয়া এসেছি
    যুগল প্রেমের স্রোতে
    অনাদিকালের হৃদয়-উৎস হতে।
    আমরা দুজনে করিয়াছি খেলা
    কোটি প্রেমিকের মাঝে
    বিরহবিধুর নয়নসলিলে,
    মিলনমধুর লাজে—
    পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।

    আজি সেই চিরদিবসের প্রেম
    অবসান লভিয়াছে
    রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
    নিখিলের সুখ, নিখিলের দুখ,
    নিখিল প্রাণের প্রীতি,
    একটি প্রেমের মাঝারে মিশেছে
    সকল প্রেমের স্মৃতি—
    সকল কালের সকল কবির গীতি।


    আঞ্চলিক ভাষায় প্রেমের কবিতা


    আঞ্চলিক ভাষায় রোমান্টিক প্রেমের কবিতা

    - মাস্টারমাইন্ড প্রিন্স মাহী

    আত ধরি যন টানো আঁরে
    টান যে লাগে কইলজার ঘরে,
    মুছি যায় বেক মান অভিমান
    হেঁচ লাগে তন গলার স্বরে।

    ও সুন্দরী, ! কও চাই হুনি
    যদি হিরিত কইত্তে চাও,
    চোখ দি যন কিছু কই
    লাল ওই কিল্লাই হিরি যাও ?

    গড়াই হড়ে গাঙ্গের হানি
    চাই লও হেই জোয়ার ভাডা,
    তূঁই ও হেই গাঙ্গের মত
    আইবার আগে ধর আঁডা।

    হিরিত যদি না থায়
    তই কিল্লাই আইযো হিরি,
    চাইতে বুঝি কষ্ট বেগ্গুণ
    কেন্নে আঁরে ধইচ্ছে ঘিরী ?

    নাকি কাঁডা গা’ত নুনের চিডা
    মাইত্তে ইচ্ছা জাগে,
    আঁর চোখের হাইন্যে বিজতে দেখি
    তোঁয়ার বুঝি ভালা লাগে ?


    প্রেমের কবিতা সমগ্র Pdf Download    


     Title প্রেমের কবিতা সমগ্র
     Poem50 
     Size 700 kb

    গভীর প্রেমের কবিতা


    Click Here To Download 


    প্রেমের কবিতা ছবি

    সেরা ৫০ টি প্রেমের কবিতা (PDF Download) | premer kobita bangla | ভালোবাসার কবিতা,ছবি,পিকচার,ছন্দ

    সেরা ৫০ টি প্রেমের কবিতা (PDF Download) | premer kobita bangla | ভালোবাসার কবিতা,ছবি,পিকচার,ছন্দ

    সেরা ৫০ টি প্রেমের কবিতা (PDF Download) | premer kobita bangla | ভালোবাসার কবিতা,ছবি,পিকচার,ছন্দ

    সেরা ৫০ টি প্রেমের কবিতা (PDF Download) | premer kobita bangla | ভালোবাসার কবিতা,ছবি,পিকচার,ছন্দ


    Tag; সেরা ৫০ টি প্রেমের কবিতা (PDF Download),premer kobita bangla, ভালোবাসার কবিতা

                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)