ছোট কবিতা
আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো ছোট কবিতা, ছোট কবিতা হাসির, ছোট কবিতা প্রেমের, কষ্টের ছোট কবিতা এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।
ছোট কবিতা হাসির
★চোখের আড়াল হতে পারো,,,,, মনের আড়াল নয়,,,,,!!!
মনে আমার সবসময় তোমার কথা কয়,,,,,
মনকে যদি প্রশ্ন করি আমার আপন কে,,,???
মন বলে এখন তোমার এসএমএস পড়ছে যে,,,!!!!
★লাল গোলাপের পাপড়ি দিয়ে,,,, লিখবো তোমার নাম,
হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান,
তুমি আমার জান, তুমিই আমার প্রান,,,!!!!
★আমি হলাম সাগর,,,,, তুমি হলো ঢেউ,,,,,
চুপিচুপি প্রেম করবো জানবেনা তো কেউ,,,,!!!!
★শিশিরের ছোয়ায় ফুটেছে ফুল, তাই দেখে প্রজাপ্রতি হয়েছে ব্যাকুল!
কিচির মিচির করে ডাকছে পাখি, বন্ধু তোমায় আমি অনেক ভালবাসি।
★ভালবাসে এই মন তোমাকে চায় সারাক্ষন,,,,
আছিস তুই মনের মাঝে,,,,, পাশে থাকিস সকাল সাঁঝে,,,,,
কিভাবে ভুলবে তোকে এই মন,,,,, তুই যে আমার আজীবন,,,,!!!
ছোট কবিতা প্রেমের
★চোখে আছে কাজল,,,,, কানে আছে দুল,,,, ঠোট যেন রক্তে রাঙ্গা ফুল,,,,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,,,,,এমন একটি মেয়েকে সত্যি ভালবাসি,,,!!!!
★যদি বলো আমায় মনে পরে কতবার,,,,
বলবো আমি চোখের পাপড়ি নড়ে যতবার,,,!!
যদি বলো আমায় ভালবাসো কত,,!!
আমি বলবো ওই আকাশে তাাঁরা আছে যত,,!!!
★ফুলের মত দেখতে তুমি,,,,
চাঁদের মতে হাঁসি,,,,
সত্যি করে বলছি আমি,,,,,
তোমায় অনেক ভালবাসি,,,,!!!
কষ্টের ছোট কবিতা
★হারিয়ে যাবে যেদিন আমায় পড়বে আমায় মনে,,,,,,
এক ফোটা জল আসতে দিও তোমার চোখের কোনে,,,,,
সেদিন যতই ডাকবে আমায়,,,,, দেবোনা আমি সাড়া,,,,
হয়ে যাবে সেদিন আমি নীল আকাশের তাঁরা,,,,!!!!
★বারবার ভালোবাসি এটাই আমি চাই,,,,,
তুমি ছাড়া যে জগতে আপন আর কেহ নাই,,,,,
ভালবাসি শুধু ভালবাসি শুধু তোমায়,,,,,
পর করোনা কোনদিন তুমি আমায়,,,,!!!!
★তুমি আমার অবুঝ পাখি ভালবাসার জান,,,,,
তোমায় ছাড়া কেমনে বাঁচে আমার এই প্রান,,,,,
সত্যি তোমায় ভালবাসি ওগো আমার জান,,,,,
তোমার জন্য দিয়ে দিবো আমার এই অবুঝ প্রান,,,,!!!!
Tag: ছোট কবিতা, ছোট কবিতা হাসির, ছোট কবিতা প্রেমের, কষ্টের ছোট কবিতা

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)