আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কী কী আয়ােজন ও খাবারের কথা উল্লেখ আছে ? কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য / বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলােকে লিখ ।

আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কী কী আয়ােজন ও খাবারের কথা উল্লেখ আছে ? কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য / বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলােকে লিখ ।


       
       
              

    আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কী কী আয়ােজন ও খাবারের কথা উল্লেখ আছে ? কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য / বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলােকে লিখ ।

    ৭ম শ্রেণির ৯ম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২১

    সমাধান 

    কবি জসিম উদ্দিনের "আমার বাড়ি" কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য যে যে আয়ােজন ও খাবারের কথা উল্লেখ আছে তা নিম্নে উল্লেখ করা হলােঃ 

     কবি জসিম উদ্দিন তার " হাসু " কাব্যগ্রন্থের অন্তর্গত " আমার বাড়ি ' কবিতায় কোন এক বন্ধু বা প্রিয়জনকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেছেন । তিনি তার বন্ধুকে তারা ফুলের মালা গেঁথে পড়াতে চেয়েছেন তথা তারা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিতে চেয়েছেন । তিনি তাকে আপ্যায়ন করতে চান জল তথা পানি বা শরবত খাইয়ে এবং শালি ধানের চিড়া , কবরী কলা এবং গামছা বাঁধা দই দিয়ে ।

    প্রকৃতির সান্নিধ্যে কেমন করে অতিথির প্রাণ জুড়াবে এর এক নিবিড় পরিচয় আছে এই কবিতাটি তে । কবি তার বন্ধুকে ছায়াময় গাছের নিচে শান্ত ও নিরিবিলি জায়গায় ঘুমাতে দিবেন।কবি তার বন্ধুর সাথে সারা দিন কাটাবে তথা তার বন্ধুর সাথে বেশিরভাগ সময় কাটাবে খেলাধুলা করেও গল্পগুজব করে । কবির সাথে সাথে যেন অতিথিকে আপ্যায়ন করতে গাছ , ফুল এবং পাখিরাও উন্মুখ হয়ে আছে । অতিথির বিশ্রাম ও আনন্দের জন্য গৃহস্থের আন্তরিক প্রয়াস কবিতায় বিশেষভাবে লক্ষণীয়।

    নিজের পারিবারিক অভিজ্ঞতার আলোকে বর্তমান সময়ে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিম্নে উপস্থাপন করা হলােঃ 

    সাদৃশ্যঃ 

    ১ ) বর্তমান সময়ে ও আমরা অতিথিকে বিভিন্ন ধরনের ফুলের মালা বা ফুলের তােড়া দিয়ে বরণ করে নেই । 

    ২ ) বর্তমান সময়ে আমরা অতিথিকে আপ্যায়নের জন্য বিভিন্ন ধরনের খাবারের আয়ােজন করে থাকি । যেমনঃ সেমাই , নুডলস , পাস্তা , খিচুড়ি , বিরিয়ানি , পােলাও , মাংস , দই কোরমা ইত্যাদি । এছাড়াও বিভিন্ন ধরনের মাছ মাংস , শাকসবজি ও ফলমূল এর ব্যবস্থা করে থাকি ।

    বৈসাদৃশ্যঃ 

    ১ ) বর্তমান সময়ে আমরা অতিথি বন্ধুর সাথে বেশি খেলাধুলা করে , টিভি দেখি , ভার্চুয়াল গেম খেলি । সাথে 

     ২ ) বর্তমান সময়ে আমরা কবরী কলা , গামছা বাঁধা দই , চিড়া - মুড়ি , খই এগুলাের পরিবর্তে বন্ধুকে আপ্যায়নের জন্য বিভিন্ন ধরনের আধুনিক মুখরােচক খাবারের আয়ােজন করে থাকি ।

    অবশেষে , আমরা বলতে পারি যে , বাঙ্গালীদের যে একটা ঐতিহ্য আছে অতিথি বন্ধুকে আপ্যায়নের সেটা এখনাে পর্যন্ত বিদ্যমান আছে আমাদের বাঙালি সমাজে । যদিও পূর্বের তুলনায় এখন ভিন্নভাবে আপ্যায়ন করা হয় অতিথি বন্ধুর আপ্যায়ন এর ক্ষেত্রে কোন ত্রুটি রাখা হয় না ।


    Tag:আমার বাড়ি কবিতায় বন্ধুকে আপ্যায়নের জন্য কী কী আয়ােজন ও খাবারের কথা উল্লেখ আছে ? কবিতায় বর্ণিত আপ্যায়নের সাথে বর্তমান সময়ের অতিথি আপ্যায়নের সাদৃশ্য / বৈসাদৃশ্য নিজের পারিবারিক অভিজ্ঞতার আলােকে লিখ,৭ম শ্রেণির ৯ম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট সমাধান ২০২১


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন