ডিগ্রি ২য় বর্ষ মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২১-ডিগ্রি পাস ২০২১
যে কোন দশটি প্রশ্নের উত্তর দাও। ক বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)
১। পূর্ণরূপ লিখ-RNA, DNA
২। জন্ম প্রক্রিয়ার ধাপ কয়টি?
উঃ জন্ম প্রক্রিয়ার ধাপ হলো তিনটি।
৩।'Embryo শব্দের অর্থ কী?
উঃ 'Embryo শব্দের অর্থ ভ্রুণ।
৪। বাল্যকালের পরিসর কত?
উ: দুই বছর।
৫। প্যারিটি কী?
উঃ প্যারিটি শব্দের অর্থ হলো সমতা।
৬। 'Adolescence' শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
উ: 'Adolescence' শব্দটির উৎপত্তি Adolescere শব্দ থেকে। এটি একটি ল্যাটিন শব্দ।
৭। দলগত বয়স কি?
উঃ শৈশব কাল হলো দল গঠনের বয়স। এটি এমন একটি বয়স যে বয়সে শিশুদের দল গঠনে আগ্রহী হয়। অন্যদের সাথে এবং দলের সবার আনুকূল্য পেতে সে উদগ্রীব থাকে। এ উদ্দেশ্যে সে দলগত পছন্দ অনুযায়ী পোশাক পরিধান করে, কথা বলে এবং সে অনুযায়ী আচরণ করে। এ ব্যয়সকে দলগত বয়স বলে।
৮। মনোসমীক্ষণের প্রবক্তা কে?
উঃ ফ্রয়েড।
৯। দু'টি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম লিখ।
উঃ ১. গলার স্বরের পরিবর্তন ও ২. মাংসপেশির পরিবর্তন।
১০। জ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তা কে?
উঃ রজার ব্রাউন।
১১। তিনটি সক্রিয় খেলার নাম উল্লেখ কর।
উঃ ৯, খেলনা নিয়ে খেলা, ২. সাধারণ খেলাধূলা ৩০. নাটকীয় খেলা।
১২। গর্ভকালীন বিকাশের তৃতীয় পর্যায়টির নাম কি?
উঃ ভ্রূণ বিকাশকাল।
১৩। গর্ভধারণের স্তর কয়টি?
উঃ গর্ভধারণের স্তর ৩টি। যথা- ১. ভ্রুণ অঙ্কুরিত পর্যায়, ২. ভ্রূণ পর্যায় ও ৩. পূরাঙ্গ দেহ গঠন পর্যায়।
১৪। জন্ম-পূর্বকালীন বিকাশের সময়কাল কত?
উঃ জন্ম-পূর্বকালীন বিকাশের সময়কাল ২০-২৮০ দিন।
১৫। নবজাতক কালের সময়সীমা উল্লেখ কর।
উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ায় মুহূর্ত থেকে দু সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
১৬। ফেটাস কী?
উঃ ভ্রূণের ৮ সপ্তাহের শেষভাগ থেকে জন্ম গ্রহণের পূর্ব পর্যন্ত সময়কালই হলো ফেটাস!।
১৭। দু'টি বিকাশমূলক পরিবর্তনের নাম লিখ।
উঃ ১. আকৃতিগত পরিবর্তন ও ২. অনুপাতের পরিবর্তন। ১৮। জীবন প্রসরের কোন সময়কে 'নবজাতক' (Neonate) কাল বলা হয়?
উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ায় মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
১৯। ভ্রূণ বিকাশের সময়কাল উল্লেখ কর।
উঃ ভ্রূণ বিকাশের সময়কাল দ্বিতীয় সপ্তাহের শেষ হতে দুইমাস পর্যন্ত। অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে ৮ সপ্তাহ পর্যন্ত।
২০। জাইগোট কি?
উঃ পুরুষ ও নারীর যৌন মিলনে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশকরলে জাইগোট উৎপন্ন হয়।
২১। ভাষা বিকাশের গুরুত্বপূর্ণ কৌশল দুটো কী?
উঃ কান্না ও অঙ্গ-ভঙ্গি। বয়ঃসন্ধিকালের দুটি
২২। পাঁচটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ কর।
উঃ (1) অন্যের কাজ দেখা; (ii) ছবি দেখা;(iii) গল্প শোনা; (iv) কর্মিক পাঠ ও (v) গান শোনা।
২৩। গর্ভ-পরিবেশের তাপমাত্রা কত?
উঃ গর্ভ-পরিবেশের তাপমাত্রা ১০০ বা ১০১' ফারেনহাইট।
২৪। গর্ত-পরিবেশের তাপমাত্রা কত?
উঃ গর্ভ-পরিবেশের তাপমাত্রা ১০০ বা ১০১° ফারেনহাইট।
২৪। জন্মের সময় সাধারণত নবজাতকের ওজন কত থাকে?
উঃ জন্মের সময় নবজাতকের গড় ওজন ৭.৫ পাউন্ড এবং দৈর্ঘ্য ২০ ইঞ্চি (erider & others 1983).
২৫। মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা কে?
উঃ মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা হলে জার্মান মনোবিজ্ঞানী এরিকসন।
২৬। নবজাতকের সময়কাল কত?
উঃ শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে দুসপ্তাহ পর্যন্ত সময়কে নবজাতককাল বলে।
২৭। বর্ধন কী?
উঃ পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তনকে বর্ধন বলা হয়।
২৮। জিন কী?
উঃ জিন হলো জীবদেহের অসংখ্য দানার মতো পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে।
২৯। কিশোর অপরাধ কি?
উঃ সাধারণত ৭-১৬ বছর বয়সী কিশোরদের দ্বারা সংগঠিত অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলে।
৩০। ব্যাবলিং কি?
উঃ অর্থহীন শব্দের পুনরাবৃত্তিকে ব্যাবলিং বলে।
৩১। Myxedema কি?
উঃ মিক্সেডেয়া অর্থ হাইপোথাইরয়েডিজম। এটি ডার্মাটোলজিক্যাল পরিবর্তনকে বর্ণনা করার জন্য ব্যবহৃত হয়।
৩২। Blastocyst কি?
উঃ বাস্টোসাইস্ট স্তন্যপায়ীদের প্রাথমিক বিকাশে গঠিত একটি অভ্যন্তরীণ কোষ ভর যা পরবর্তীকালে ভ্রুণ গঠন করে।
৩০। বয়ঃসন্ধিকালের একটি গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম উল্লেখ কর।
উঃ এসময় ছেলেদের গলার স্বরের গভীরতা বৃদ্ধি পায় এবং মেয়েদের কণ্ঠস্বর পূর্ণতা পায় ও আরো মধুর হয়।
৩৪। বাস্টুলা কী?
উঃ কোষের একটি দৃঢ় বল যা একটি নিষিক্ত ওভামের বিভাগ থেকে উৎপন্ন হয় এবং যা থেকে একটি বাস্টুলা গঠিত হয়।
৩৫। জন্মকাল এর বিস্তৃতি কত?
উঃ জন্মকাল এর বিস্তৃতি ২ মাস বা ৮ মাস।
৩৬। Meiosis (মাইসিস) কাকে বলে?
উঃ কোষ বিভাজনের ফলে কোষ সংখ্যা হ্রাসের পর প্রতিটি কোষে ২৩টি ক্রোমোজোম থাকে। কোষ বিভাজনের এ প্রক্রিয়াকে Meiosis (মাইসিস) বলে।
৩৭। বাক ত্রুটি কত প্রকার ও কি কি?
উঃ বাক ত্রুটি ৪ প্রকার। যথা- ১. এ প্রাক্সিয়া (Apraxia),
২. ডিসাথ্রিয়া (Dysarthria), ৩. সাটারিং (Sutering) ও ৪. ভয়েজ (Voice) |
৩৮। আঁতুড়কালের স্থায়িত্ব কত?
উঃ আঁতুড়কালের স্থায়িত্ব হলো হওয়ার পর থেকে দুই সপ্তাহ। শিশু ভূমিষ্ঠ
৩৯। শৈশবকালীন দুটি নিষ্ক্রিয় খেলার নাম উল্লেখ কর।
উঃ (i) অন্যের কাজ দেখা ও (ii) ছবি দেখা।
৪০। তারুণ্যের প্রথম পর্যায়কে কী নামে আখ্যায়িত করা হয়?
উঃ তারুণ্যের প্রথম পর্যায়কে বয়ঃসন্ধিকাল নামে আখ্যায়িত করা হয়।
৪১। ডাউন সিনড্রোম কী?
উঃ ডাউন সিনড্রোম ট্রাইসমি ২১ নামেও পরিচিত। এটি ক্রোমোজোম ২১ এর তৃতীয় অনুলিপির সমস্ত বা আংশিক উপস্থিতি দ্বারা সৃষ্ঠ একটি জিনগত ব্যাধি।
৪২। গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম কী?
উঃ গর্ভকালীন বিকাশের দ্বিতীয় পর্যায়টির নাম- ভ্রুণ বিকাশ পর্যায়।
৪৩। আঁতুড়কালের দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উঃ ১. সংক্ষিপ্ততা, ২. আঁতুড়কাল সম্পূর্ণ নতুন ধরনের অভিযোজনের সময়।
৪৪। ভ্রুণকোষ কী?
উঃ পুরুষ ও নারীর যৌন মিলনে শুক্রাণু ডিম্বাণুতে প্রবেশ করলে যে কোষ উৎপন্ন হয় তাকে জাইকোট,ভ্রনকোষ বলে।
৪৫। ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের উপাদান কয়টি?
উঃ ফ্রয়েডের মতে নাস্তিকের উপাদান হলো ৩ টি।
৪৬। গৌণ যৌন বৈশিষ্ট্যের নাম উল্লেখ করো?
Degree 2nd year Psychology 3rd Paper Suggestion 2021
ডিগ্রি ২য় বর্ষ মনোবিজ্ঞান ৩য় পত্র সাজেশন ২০২৩
Degree 2nd year Psychology 3rd Paper Suggestion 2023
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)