ডিগ্রি ১ম বর্ষ ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন ২০২৫ ( কোড ১১৩২০১) সেশন ২০২৩ 💯কমন | ভূগোল ও পরিবেশ সাজেশন PDF | Degree 1st Year Geography 1st Paper Suggestion 2025

ডিগ্রি ১ম বর্ষ ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন ২০২৪ ( কোড ১১৩২০১) সেশন ২০২২ 💯কমন | ভূগোল ও পরিবেশ সাজেশন PDF | Degree 1st Year Geography 1st Paper Suggestion 2024



    ডিগ্রি ১ম বর্ষ ভূগোল ও পরিবেশ ১ম পত্র সাজেশন ২০২৫


    #সেশন ২০২৩
    #ভূগোল ও পরিবেশ (প্রথম পত্র)
    ☞ ১০০ কমন থাকবে ইনশাআল্লাহ্।

    #ক_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

    ১. প্রাকৃতিক পরিবেশের উপাদান গুলোর নাম লিখ।
    উঃ বস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান ও অবস্তুগত প্রাকৃতিক পরিবেশের উপাদান।
    ২. পানিচক্র কি?
    উঃ পানিচক্র হলো পানিরাশির  বিভিন্ন অবয়বের চক্রাকার অাবর্তন।
    ৩. ভূ-স্তক কি?
    উঃ পৃথিবীর বাইরের পাতলা অাবরণকে ভূ-স্তক বলে।
    ৪. শিলা কি?
    উঃ দুই বা ততোধিক খনিজ প্রাকৃতিক উপায়ে একত্রিত হলে তাকে শিলা বলে।
    ৫. সৌরশক্তি কি?
    উঃ সূর্য থেকে বিকিরিত ক্ষুদ্র অালীক  তরঙ্গ ও শক্তি যা পৃথিবীতে এসে পৌছায় তাকে সৌরশক্তি বলে?
    ৬. রিক্টার স্কেল কি?
    উঃ রিক্টার স্কেল হলো ভূমিকম্পির তিব্রতা নির্ণয়ের একটি স্কেল।
    ৭. তটরেখা কি?
    উঃ সাগর ভূ-ভাগের মধ্যে সংযোগ স্থাপনকারী রেখাই হলো তটরেখা।
    ৮. মহীসোপানের গড় গভীরতা কত?
    উঃ প্রায় ১৮০ মিটার।
    ৯. বায়ুর চাপবলয় কত প্রকার?
    উ: বায়ুর চাপবলয় ৭ প্রকার।
    ১০. সমুদ্রস্রোতের দুইটি কারণ লিখ।
    উঃ যথা - ১। পৃথিবীর পরিবর্তন ২। বায়ুপ্রবাহ।
    ১১. বায়ুমণ্ডলের স্বাভাবিক তাপ হ্রাস হার কত?
    উঃ প্রতি কিলোমিটার উচ্চতায় ৬.৪ সেন্টিগ্রেড।
    ১২. পৃথিবীর অাকার কিরুপ?
    উঃ পৃথিবীর অাকার সম্পূর্ণ বৃত্তাকার বা উপবৃত্তাকার নয়, দু মেরুর মধ্যে দূরত্ব বা ভূ-গোলের অাক্ষিক ব্যাস তার। নিরক্ষীয় ব্যাসের চেয়ে ৪৩ কিঃমিঃ কম। এজন্য পৃথিবীর অাকৃতিকে বলা হয় অভিগত গোলক।
    ১৩. গভীরতম সমুদ্রখাত কোনটি?
    উঃ গ্রান্ড ম্যারিয়ানা ট্রেষ্ণ।
    ১৪. অশ্মমগুলের গড় গভীরতা কত?
    উঃ গড় গভীরতা ১৭ কিঃমিঃ
    ১৫. কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন?
    উঃ মিশরীয় গ্রীক পন্ডিত ইরাটোসথেনিস প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন।
    ১৬. বায়ুমন্ডলের ওজোনস্তরের মূল কি?
    উঃ বায়ুমন্ডলের ওজন স্তরের মূল কাজ হলো ভূ-পিষ্ঠের বায়ুমন্ডলের তাপমাত্রাকে প্রাণিকুলের জন্য সর্বদা সহনীয় পর্যায় রাখা।
    ১৭. ৪০ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ প্রত্যয়ন বায়ুর নাম কি?
    উঃ গর্জনশীল চল্লিশ বায়ু।
    ১৮. ভূমিকম্পের কেন্দ্র ভূ-অভ্যন্তরের কতো কিলোমিটারের মধ্য অবস্থিত?
    উত্তরঃ১৬-২০কিলোমিটারের মধ্য।
    ১৯. সুনামি কি?
    উঃ ভূমিকম্পনের ফলে সৃষ্ঠ উপকূলীয় এলাকায় সামুদ্রিক তরঙ্গ বা ঢেউকে সুনামি বলে।
    ২০. জ্বালামুখ কি?
    উ: আগ্নেয়গিরি থেকে যে ছিদ্র পথের মাধ্যমে অগ্নুৎপাত হয়ে থাকে, তাকে জ্বালামুখ বলে।
    ২১. বায়ুমন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
    উত্তরঃ৭৮.০৮%
    ২২. প্রাকৃতিক ভূগোলের দুইটি শাখার নাম লিখ।
    উঃ ভূমিরূপ বিদ্যা এবং জলবায়ু বিদ্যা
    ২৩. পৃথিবীর ব্যাসার্থ কতো?
    উঃ ৬,৪৩৬কিঃমিঃ
    ২৪. পরিবেশ কি?প্রাকৃতিক পরিবেশ কি?
    উ : ভূমন্ডলের যে অবস্থা, শক্তি এবং বস্তুসমূহ সামগ্রিকভাবে জীবজগত কে প্রভাবিত করে তাই পরিবেশ।
    এবং পরিবেশ যে উপাদানগুলো মানুষের তৈরি নয়, তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
    ২৫. নদীর কাজ কি কি?
    উঃ ক্ষয়,বহন ও সষ্ণয় করা।
    ২৬. অশ্ব অক্ষাংশ কোথায়?জোয়ার ভাটা কি?
    ২৭. শৈবাল সাগর কোথায় আবস্থিত?
    উঃ আটলান্টিক মহাসাগরে।
    ২৮. প্রবাহিত পানি পরিমাপের একক কি?

    #খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন):

    ১. ভূ_ত্বকের উপাদান গুলি বর্ণনা করো-১০০%
    ২. যান্ত্রিক বিচূর্ণীভবন কি?বর্ণনা করো-১০০%
    ৩. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কি-১০০%
    ৪. আবহাওয়া ও জলবায়ুর মধ্য পার্থক্য-১০০%
    ৫. সৌরতাপের তারতম্যের কারণসমূহ লিখ-১০০%
    ৬. মহীসোপান ও মহিঢালের মধ্য পার্থক্য-১০০%
    ৭. জোয়ার ভাটা বলতে কি বুঝ-১০০%
    ৮. পাললিক শিলা কি?পাললিক শিলার বৈশিষ্ট্যসমূহ লিখ-৯৯%
    ৯. ভূগোলের সাথে পরিবেশের সমপর্ক-৯৯%
    ১০. বৈশ্বিক চক্র ও কার্বন চক্র কি?ব্যাখ্যা করো-৯৯%
    ১১. পানিচক্র কি?পানিচক্রের পর্যায়সমূহ উল্লেখ করো-৯৯%
    ১২. পানির শ্রেণিবিন্যাস দেখাও-৯৯%
    ১৩. সমুদ্রের তলদেশের ভূমিরূপ বলতে কি বুঝ-৯৯%
    ১৪. সামুদ্রিক শৈলশিরা কি-৯৯%

    #গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন ):


    ১. প্রাকৃতিক ভূগোলের সংঙ্গা দাও?প্রাকৃতিক ভূগোলের আওতা বা বিষয়বস্তু আলোচনা করো-১০০%
    ২. পানি চক্র কি?পানি চক্রের উপাদান সমূহ ব্যাখ্যা কর-১০০%
    ৩. আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণ ও ফলাফল আলোচনা করো-১০০%
    ৪. মৌসুমি জলবায়ু কি?মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো-১০০%
    ৫. সমুদ্র তলানী কি?সমুদ্র তলদেশের ভূ-প্রকৃতির বিবরণ দাও-১০০%
    ৬. জলবায়ু নিয়ন্ত্রণকারী নিয়ামক সমূহ ব্যাখ্যা করো-১০০%
    ৭. নদীর সষ্ণয়জাত ভূমিরূপ সমূহের বর্ণনা কর-
    অথবা,হিমবাহের ক্ষয়জাতের ভূমিরূপের বিবরণ দাও।
    ৮. আটলান্টিক মহাসাগরীয় সমুদ্রস্রোতের বিবরণ দাও-৯৯%
    ৯. নাইট্রোজেন এবং কার্বন চক্র ব্যাখ্যা করো-৯৯%
    ১০. সমুদ্রের পানির লবাণক্তার পরার্থের কারণ উল্লেখ কর।সমুদ্রের পানির লবাণক্তার বণ্টন বর্ণনা করো-৯৮%
    ১১. সমুদ্রের তলানী কাকে বলে?সমুদ্রের তলানীর বর্ণনা দাও_৯৯%
    ১২. সমুদ্রস্রোত কি?সমুদ্রস্রোতের কারণ ও ফলাফল বর্ণনা করো-৯৮%
    ১৩. বৃষ্টিপাতের শ্রেণিবিভাগ করো এবং বিভিন্ন ধরনের বৃষ্টিপাতের বর্ণনা দাও-৯৮%


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন