ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২৩ ( কোড ১১২১০১) সেশন ২০২১ 💯কমন | সমাজকর্ম সাজেশন PDF | Degree 1st Year Social Work 1st Paper Suggestion 2023



আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ডিগ্রি ১ম বর্ষের ১৫ ফেব্রুয়ারী সমাজকর্ম ১ম পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি।আসা করি তোমাদের উপকারে আসবে। 

    
       

    ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২৩ (সেশন ২০২১)

    প্রিয় শিক্ষার্থী নিচে ডিগ্রি ১ম বর্ষের সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২৩ ফাইনাল সাজেশন দেওয়া হলো দেখে নিন।

    'ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।]

    ১। পূর্ণরূপ লিখ- NASW, ILO, COS, BRAC,
    ২। বিভারিজ রিপোর্টের 'পঞ্চদৈত্য' কী?
    উঃ অজ্ঞতা, অসুস্থতা, অলসতা, মলিনতা ও অভাব।
    ৩। আমেরিকায় অর্থনৈতিক মন্দা কখন সংঘটিত হয়?
    উঃ রাজা রামমোহন রায়। উঃ ডব্লিউ. ওয়ালটার আর্থার ফ্রিডল্যান্ডার।
    ১৯। Introduction of Social Work' গ্রন্থটির লেখক কে?
    উঃ ১৮৭৩ সালে।
    ৪। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন?
    ৫। সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা কে
    ৬। ঋণ সালিশী বোর্ড প্রতিষ্ঠা করেন কে?
    উঃ শেরে বাংলা এ. কে. ফজলুল হক।
    ৭। উপমহাদেশে নারী মুক্তির অগ্রদূত বলা হয় কাকে?
    উঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
    ৮। এলিজাবেথীয় দরিদ্র আইন কবে প্রবর্তিত হয়?
    উঃ ১৬০১ সালে।
    ৯। 'Social Diagnosis' গ্রন্থটি কে রচনা করেন?
    উঃ ম্যারি রিচমন্ড
    ১০। মুসলিম পারিবারিক অধ্যাদেশ কখন সংঘটিত হয়?
    উঃ ১৯৬১ সালে।
    GW.A. Friedlander.
    ১২। অর্থনীতির জনক কে?
    উঃ অর্থনীতির জনক এডাম স্মিথ।
    ১৩। দান সংগঠন সমিতি কি?
    উঃ ইংল্যান্ডে ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভূতপূর্ব বিবর্তনমূলক ঘটনা হলো দান সংগঠন সমিতি।
    ১৪। 'Philosophy' শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? উঃ গ্রিক শব্দ Philos ও Sophia শব্দ থেকে উৎপত্তি হয়েছে।
    ১৫। ডব্লিউ এ ফ্রিডল্যান্ডারের একটা বিখ্যাত গ্রন্থের নাম লিখ।
    উঃ Introduction to Social Welfare.
    ১৬। ১৬০১ সালের দরিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল?
    উঃ ১৬০১ সালের দরিদ্র আইনের সংস্কার ১৮৩৪ সালে হয়েছিল।
    ১৭। শিশু সংরক্ষণ ও উন্নয়ন সম্পর্কিত দুটি আইনের নাম লিখ।
    উঃ (১) বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ ও (২) শিশু আইন ১৯৭৪।
    ১৮। বৃত্তি ও পেশার কোনটির জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য?
    উঃ পেশার জন্য দক্ষতা ও প্রশিক্ষণ অপরিহার্য।
    ১৯। 'Anthropology' শব্দটি গ্রিক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?
    উঃ গ্রিক শব্দ Anthrops এবং logos থেকে।
    ২০। দান সংগঠন সমিতি কি?
    উঃ ইংল্যান্ডে ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভূতপূর্ব বিবর্তনমূলক ঘটনা হলো দান সংগঠন সমিতি।
    ২১। জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লিখ। উঃ সামাজিক রীতিনীতির অভিন্নতা ও অভিন্ন অভিমত।
    ২২। এলিজাবেথীয় দরিদ্র আইনে দরিদ্রের কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
    উঃ তিনটি শ্রেণিতে ভাগ করা হয়।
    ২৩। হাজী শরীয়ত উল্লাহ কোন আন্দোলনের জন্য বিখ্যাত?
    উঃ হাজী শরীয়তউল্লাহ ফরায়েজী আন্দোলনের জন্য বিখ্যাত।
    ২৪। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন অনুযায়ী শিশুর বয়স সীমা কত?
    উঃ ৭ থেকে ১৬ বছর।
    ২৫। 'Group' শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? উঃ 'Group' শব্দটি ফরাসি শব্দ Grouppo থেকে উৎপত্তি লাভ করেছে।
    ২৬। কলা কী?
    উঃ কোন লক্ষ্য অর্জন বা কার্যসিদ্ধির জন্য সুশৃঙ্খল কৌশলই হলো কলা ।
    ২৭। তেভাগা শব্দের অর্থ কী?
    উঃ তেভাগা শব্দের অর্থ ফসলের তিন অংশ।
    ২৮। সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়?
    উঃ যুক্তরাজ্যে।
    ২৯। প্রাথমিক দল কী?
    উঃ প্রাথমিক দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী, সার্বজনীন ও এর সদস্যদের মাঝে প্রতক্ষ যোগাযোগ বিদ্যমান।
    ৩০। হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন?
    উঃ হাজী শরীয়তুল্লাহ ব্রিটিশ বিরোধী ও স্বদেশী আন্দলনের নেতা ছিলেন।
    ৩১। সমাজকর্মে ব্যক্তি কে?
    উঃ ব্যক্তি বলতে মানুষের একক সত্তাকে বুঝায়।
    ৩২। সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কি কি?
    উঃ ৩ প্রকার। যথা : সামাজিক বিমা, সামাজিক সাহায্য ও সমাজসেবা।
    ৩৩। সমাজসেবা কী?
    উঃ সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত সংগঠিত প্রচেষ্টাকে সমাজসেবা বলে।
    ৩৪। সমাজ সংস্কার বলতে কী বুঝ?
    উঃ সমাজের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী উপাদানকে মোকাবেলা করার জন্য সুসংগঠিত প্রচেষ্টাকে সমাজ সংস্কার বলে। ৩৫। বিধবা বিবাহ আইন প্রণীত হয় কত সালে?
    উঃ ১৮৫৬ সালের ২৬ জুলাই।
    ৩৬। পেশাগত প্রশিক্ষণের উপর প্রথম গুরুত্ব প্রদান করেন কে?
    উঃ Anna L Dawes.

    খ-বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

    ১। সমাজ কর্ম কী? ১০০%
    ২। সামাজিক নিরাপত্তা বলতে কী বোঝ? ১০০%
    ৩। ১৮৩৪ সালের দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লেখ। ১০০%
    ৪। পেশাদার ও অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য চিহ্নিত কর। ১০০%
    ৫। সামাজিক আইন কী? এর গুরুত্ব লেখ। ১০০%
    ৬। ফরায়েজী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল? ১০০%
    ৭। পারিবারিক আদালত অধ্যাদেশ,১৯৮৫ এর ৫ টি ধারা উল্লেখ্য করো?
    ৮। বিভারিজ রিপোর্ট কী।?১০০%
    ৯। রাষ্ট্রীয় দানশীলতা বোর্ড কী? ১০০%
    ১০। সামাজিক পরিবর্তন ও জনসমষ্টি কী? । ১০০%
    ১১। পেশা ও বৃত্তির কি? এদের মধ্যে পার্থক্য লিখ। ৯৯%
    ১২। সমাজসংস্কার ও ব্রাক্ষ্মসমাজ কী? ৯৯%
    ১৩। প্রাচীন ভারতীয় সমাজসেবা প্রকৃতি বা বৈশিষ্ট্য লিখ। ১৯%
    ১৪। চিরস্থায়ী বন্দোবস্ত কী? ৯৯%

    গ-বিভাগ (রচনামূলক প্রশ্ন) [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]

    ১। “সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল একটি কলা' - আলোচনা কর। ১০০%
    ২। সমাজকর্ম ও মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর। ১০০%
    ৩। ১৬০১ সালের দরিদ্র আইনের গুরুত্ব ও তাৎপর্য ও পটভূমি আলোচনা কর। ১০০%
    ৪। আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা কর। ১০০%
    ৫। রাজা রামমোহন রায় এত বিখ্যাত কেন? সমাজকল্যাণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর। ১০০%
    ৬। পেশা কী? পেশার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ১০০%
    ৭। শিশু আইন, ১৯৭৪ এর গুরুত্বপূর্ণ ধারাসমূহ উল্লেখ কর। ১০০%
    ৮। নারী শিক্ষা ও প্রগতিতে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর। ১০০%
    ৯। নারী ও শিশু সুরক্ষায় নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০০৩ এর গুরুত্ব ও তাত্পর্য আলোচনা কর। ১০০%
    ১০। মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে সমাজসেবামূলক কার্যাবলির সংক্ষিপ্ত বিবরণ দাও।
    ১১। বাংলাদেশের পেশা হিসেবে সমাজকর্মের মর্যাদা আলোচনা কর। ৯৯%
    ১২। আমেরিকা যুক্তরাষ্ট্রের সমাজসেবা সংগঠন স্টেট বোর্ড অব চ্যারিটিজ এর অবদান আলোচনা করো?
    ১৩। সমাজসংস্কারের ক্ষেত্রে আলীগড় আন্দোলনের অবদান মূল্যায়ন কর। ৯৯%
    ১৪। বাংলাদেশের আধুনিক সমাজকর্মের ইতিবৃত্ত আলোচনা কর। ৯৮%

    Tag:- ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২৩ ( কোড ১১২০০১) সেশন ২০২১ 💯কমন, সমাজকর্ম সাজেশন PDF, Degree 1st Year Social Work 1st Paper Suggestion 2023

                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)