ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২৪ ( কোড ১১২১০১) সেশন ২০২২ 💯কমন | সমাজকর্ম সাজেশন PDF | Degree 1st Year Social Work 1st Paper Suggestion 2024



আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের ডিগ্রি ১ম বর্ষের এপ্রিল সমাজকর্ম ১ম পত্র সাজেশন নিয়ে হাজির হয়েছি।আসা করি তোমাদের উপকারে আসবে। 

    
       

    ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২৪ (সেশন ২০২১)

    প্রিয় শিক্ষার্থী নিচে ডিগ্রি ১ম বর্ষের সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২৪ ফাইনাল সাজেশন দেওয়া হলো দেখে নিন।

    'ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন) [যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।]

    ১. প্রাথমিক দল কী?

    উত্তর: যে গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ ও গভীর সংযোগ সম্পর্ক বিদ্যমান থাকে তাকে প্রাথমিক দল বলে। যেমন: পরিবার।

    ২. Introduction to Social Work গ্রন্থের রচয়িতা কে? এবং Social Diagnosis গ্রন্থটি কে রচনা করেন?

    উত্তর: W.A Friedlander. এবং ম্যারি রিচমন্ড।

    ৩. সমাজকর্মের দৃষ্টিকোন থেকে 'ব্যক্তি' কে?

    উত্তর: ব্যক্তি বলতে মানুষের একক সত্তাকে বুঝায়।

    8. Philosophy of social work গ্রন্থের লেখক কে?

    উত্তর: গ্রিক চিন্তাবিদ পিথাগোরাস।

    ৫. সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন? 

    উত্তর: ম্যারি রিচমন্ড। "পপুলার স্পে

    ৬. বিভারিজ রিপোর্ট প্রণেতা কে ছিলেন? বিভারিজ রিপোর্টের 'পঞ্চ দৈত্য' কি কি?

    উত্তর: স্যার উইলিয়াম বিভারিজ। অজ্ঞতা, অসুস্থতা, অলসতা, মলিনতা, ও অভাব। 

    ৭. অর্থনীতির জনক কে?

    উত্তর: এ্যাডাম স্মিথ।

    ৮. ১৬০১ সালের দারিদ্র্য আইনের সংস্কার কত সালে হয়েছিল? এবং এই আইনে দরিদ্রদের কে কতভাগে ভাগ করা হয়েছে?

    উত্তর: ১৮৩৪ সালে। ৩ ভাগে।

    ৯. হাজী শরীয়তউল্লাহ'র কে ছিলেন? তার নেতৃত্বে কোন আন্দোলন হয় এবং কোন আন্দোলন এর জন্য সে বিখ্যাত?,

    উত্তর: ফরায়েজি আন্দোলনের নেতা ছিলেন। ফরায়েজী আন্দোলন।

    ১০. ঋণ শালিসি বোর্ড গঠন করা হয় কত সালে? এবং কে গঠন করেন?

    উত্তর: ১৯৩৮ সালে গঠন করেন এ.কে ফজলুল হক।

    ১১. সামাজিক নিরাপত্তা কত প্রকার?

    উত্তর: ৩প্রকার। সামাজিক বিমা, সামাজিক সাহায্য, সমাজসেবা।

    ১২. কলা (Art) কী?

    উত্তর: কলা হল সুন্দরের চর্চা বা বর্ণনা মানুষের মনের আবেগ অনুভূতি আর সৌন্দর্য প্রকাশ যা মানুষকে নান্দনিক সুখানুভূতি দিতে পারে সেটা কিলাজেশন

    ১৩. যৌতুক নিরোধ আইন কত সালে প্রনীত হয়?

    উত্তর: ১৯৮০ সালে।

    ১৪. আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে?

    উত্তর: ইংল্যান্ডে।

    ১৫. Anthropology ও Psychology শব্দটি ২টি গ্রিক কোন কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

    উত্তর: গ্রিক শব্দ Anthropos অর্থ মানুষ এবং Logos বিজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। এবং গ্রিক শব্দ Psyche, আর Logs থেকে

    ১৬. এলিজাবেথীয় দরিদ্র আইন কবে প্রবর্তিত হয়?

    উত্তর: ১৬০১ সালে।

    ১৭. আমেরিকায় দান সংগঠন সমিতি কখন গড়ে উঠে? দান সংগঠন সমিতি কি?

    উত্তর: ১৮৬৩ সালে। ইংল্যান্ড ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভূতপূর্ব বিবর্তনমূলক ঘটনা হলো দান সংগঠন সমিতি। 

    ১৮. সমাজের দুটি বৈশিষ্ট্য লিখ।

    উত্তর: পারস্পরিক সম্পর্ক, ও সহযোগিতা। 

    ১৯. আলীগড় আন্দোলনের প্রবক্তা কে? কে কখন আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন?

    উত্তর: স্যার সৈয়দ আহমদ খান। ১৯২০ সালে স্যার সৈয়দ আহমদ খান আলীগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

    ২০. মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ কখন প্রবর্তিত হয়?

    উত্তর: ১৯৬১ সালে।

    ২১. উপমহাদেশের নারী মুক্তির অগ্রদূত বলা হয় কাকে?

    উত্তর: বেগম রোকেয়াকে।

    ২২. বাংলাদেশে সমাজকর্মের আনুষ্ঠানিক যাত্রা

    পার স্পে ও সমাজকর্ম শিক্ষা শুরু হয় কত সালে? উত্তর: ১৯৫৩ সালে।

    ২৩. কলা কী?

    উত্তর: কোন লক্ষ্য অর্জন বা কার্যসিদ্ধির জন্য সুশৃঙ্খল কৌশলই হলো কলা।

    ২৪. পেশার দুটি বৈশিষ্ট্য লিখ। এবং বৃত্তি কী?

    উত্তর: বিশেষ জ্ঞান ও যোগ্যতা, এবং জনকল্যাণমুখীমুখিতা। আর বৃত্তি হচ্ছে, মানুষ আর জীবন ধারনের জন্য যেসব অর্থনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকে তাকে বৃত্তি বলে। ২৫. সমাজকর্ম পেশা হিসেবে সর্বপ্রথম কোন দেশে স্বীকৃতি পায়?

    উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রে।

    ২৬. ব্রাহ্ম সমাজ এর প্রতিষ্ঠাতা কে?

    উত্তর: রাজা রামমোহন রায়।

    ২৭. ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন

    আইন অনুযায়ী শিশুর বয়স সীমা কত?

    উত্তর: ৭ থেকে ১৬ বছর।

    ২৮. NASW এর পূর্ণরূপ কি? কবে প্রতিষ্ঠিত হয়? 

    উত্তর: International Federation of Social Workers এবং প্রতিষ্ঠিত হয় ১ অক্টোবর ১৯৫৫ সালে। 

    ২৯. কোন দেশকে সমাজকর্মের সুতিকারাগার বলা হয়?

    উত্তর: ইংল্যান্ডকে।

    ৩০. পূর্ণরূপ লিখ: IFSW, RSS, IFSW, BRAC, CSWE, LASSW, TERA, YWCA


    খ- বিভাগ

    ১. সমাজকর্মের সংজ্ঞা দাও। সমাজকর্ম ও সমাজকল্যাণের পার্থক্য নির্দেশ কর।

    ২. সমাজকর্মের লক্ষসমূহ লিখ। পেশাদার ও অপেশাদার সমাজকর্মের মধ্যে পার্থক্য চিহ্নিত কর।

    ৩. সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের পার্থক্য নির্দেশ কর।

    ৪. সমাজ সংস্কার বলতে কী বোঝায়? 

    ৫. সামাজিক পরিবর্তন কী? সামাজিক পরিবর্তনের কারণগুলো লিখ।

    ৬. সামাজিক নিরাপত্তার শ্রেণিবিভাগ লিখ।

    ৭. ১৯০৫ সালের দরিদ্র আইন কমিশন কী? ১৮৩৪ সালের দরিদ্র আইনের দুর্বল দিকগুলো লেখ।

    ৮. বিভারিজ রিপোর্ট কী? ১৬০১ সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

    ৯. শিশু আইন, ১৯৭৪ এবং নারী ও শিশু নির্যাতন আইন ২০০৩ এর পাঁচটি করে ধারা উল্লেখ কর।

    ১০. প্রাচীন ভারতে সমাজসেবার প্রকৃতি ও বৈশিষ্ট্য বর্ণনা । প্রাচীন ভারতের পাঁচটি সমাজকল্যাণমূলক কার্যক্রম লিখ।

    ১১. মোহামেডান লিটারেরি সোসাইটি কী? ল

    ১২. চিরস্থায়ী বন্দোবস্ত কী?

    ১৩. পেশার বৈশিষ্ট্যসমূহ লিখ।

    ১৪. সামাজিক আইন বলতে কী বোঝ? সামাজিক আইনের গুরুত্ব লেখ।

    ১৫. বেগম রোকেয়া এত বিখ্যাত কেন? আর নওয়াব ফয়জুন্নেসা কে ছিলেন?


    গ- বিভাগ

    ১. সমাজকর্মের পরিধি আলোচনা কর।

    ২. "সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভরশীল একটি কলা" আলোচনা কর।

    ৩. সমাজকর্ম ও মনোবিজ্ঞানের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা কর।

    ৪. অর্থনীতির সংজ্ঞা দাও। অর্থনীতির সঙ্গে সমাজকর্মের সম্পর্ক আলোচনা কর।

    ৫. ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় বিভারিজ রিপোর্টের তাৎপর্য ব্যাখ্যা কর।

    ৬. বাংলাদেশে সমাজকর্ম শিক্ষার বিবর্তন আলোচনা কর।

    ৭. ভারতে পেশাদার সমাজকর্মের ঐতিহাসিক বিবর্তন বর্ণনা কর।

    ৮. আমেরিকায় পেশাদার সমাজকর্মের বিবর্তনের ইতিহাস আলোচনা কর।

    ৯. মধ্যযুগে ভারতীয় উপমহাদেশে সমাজসেবামূলক কার্যাবলির সংক্ষিপ্ত বিবরণ দাও। 

    ১০. রাজা রামমোহন রায় এত বিখ্যাত কেন? সমাজকল্যাণে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।

    ১১. সমাজসংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ও এ, কে, ফজলুল হকের অবদান আলোচনা কর। 

    ১২. বাংলাদেশে সমাজকর্ম পেশায় মর্যাদা করেছে কিনা? উত্তরের সপক্ষে যুক্তি দাও। 

    ১৩. কল্যাণ রাষ্ট্র কী? কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য লিখ।

    ১৪. পেশা বলতে কী বুঝ? পেশার বৈশিষ্ট্য আলোচনা কর। এবং পেশাদার ও অপেশাদার সমাজকর্মের পার্থক্য আলোচনা কর।

    ১৫. ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের গুরুত্বপূর্ণ দিকসমূহ বর্ণনা কর।

    Tag:- ডিগ্রি ১ম বর্ষ সমাজকর্ম ১ম পত্র সাজেশন ২০২৪ ( কোড ১১২০০১) সেশন ২০২২ 💯কমন, সমাজকর্ম সাজেশন PDF, Degree 1st Year Social Work 1st Paper Suggestion 2024

                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)