রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি আজ রাতেই ২০২৪ সালের চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে মুখামুখি হবে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে।চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিযোগিতাটির সর্বোচ্চ শিরোপাজয়ীদের লড়াই, ফুটবলপ্রেমীদের মনে উত্তেজনার ঢেউ তুলছে। এ যেনো ফাইনাল ম্যাচের উত্তেজনা। এই দুই দলের মধ্যে কোয়ার্টার ফাইনালে যে জিতবে বলা যায় তার ঘরের শিরোপা উঠবে।
রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি খেলার সময়সূচি ২০২৪
রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি ১০ এপ্রিল বাংলাদেশ সময় রাত ১ টায় মুখামুখি হবে রিয়ালের নিজস্ব মাঠ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে।
রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি দলের অবস্তা
রিয়াল মাদ্রিদ দলের প্রানভোমরা হয়ে উঠেছেন জুড বেলিংহাম।এবারের মৌসুমে ৩২ ম্যাচে করা ২০ গোলের ৪টি করেছেন চ্যাম্পিয়নস লিগে। এ ছারা দুর্দান্ত ফর্মে আছেন ব্রাজিলের দুই ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো। ম্যান সিটির রক্ষণে ঝড় তোলার অপেক্ষায় এই ব্রাজিলিয়ান।
এ দিকে ম্যান সিটির প্লেয়ার ও কম যাচ্ছে না।যাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় থাকবেন রিয়াল কোচ সে হলো কেভিন ডি ব্রুইনা। ক্রিস্টাল প্যালেসকে ৪-২ গোলে হারিয়ে ম্যান সিটি রিয়াল মাদ্রিদ ম্যাচের ‘প্রস্তুতি’ সেরেছে । লিগের গুরুত্বপূর্ণ এই ম্যাচে জোড়া গোল পেয়েছেন কেভিন ডি ব্রুইনা।সঠিক সময়ে জ্বলে উঠেছেন আর্লিং হলান্ডও। রিয়ালের মুখোমুখি হওয়ার আগে চার ম্যাচ পর গোলের দেখা পেয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি পরিসংখ্যান
- মোট মুখামুখি: 10
- রিয়াল মাদ্রিদ জিতেছে: 3
- ড্র: 3
- ম্যানচেস্টার সিটি জিতেছে: ৪
তাদের প্রথম সাক্ষাৎ ২০১২-১৩ মৌসুমে। গ্রুপ পর্বের প্রথম দেখায় রিয়াল জিতেছিল ৩-২ গোলে। পরের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এরপর ২০১৫-১৬ মৌসুমের সেমিফাইনালে আবার মুখোমুখি দাঁড়িয়ে যায় দুই দল। ২০১৯-২০ মৌসুমের শেষ ষোলোর পর গত দুই মৌসুমে সেমিফাইনালে লড়াই করেছে তারা।
রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি হেড টু হেড
তারিখ | টিম | টিম | ফলাফল |
05/17/2023 | ম্যান সিটি | রিয়াল মাদ্রিদ | 4-0 |
05/09/2023 | রিয়াল মাদ্রিদ | ম্যান সিটি | 1-1 |
05/04/2022 | রিয়াল মাদ্রিদ | ম্যান সিটি | 3-1 |
04/26/2022 | ম্যান সিটি | রিয়াল মাদ্রিদ | 4-3 |
08/07/2020 | ম্যান সিটি | রিয়াল মাদ্রিদ | 2-1 |
02/26/2020 | রিয়াল মাদ্রিদ | ম্যান সিটি | 1-2 |
05/04/2016 | রিয়াল মাদ্রিদ | ম্যান সিটি | 1-0 |
04/26/2016 | ম্যান সিটি | রিয়াল মাদ্রিদ | 0-0 |
11/21/2012 | ম্যান সিটি | রিয়াল মাদ্রিদ | 1-1 |
09/18/2012 | রিয়াল মাদ্রিদ | ম্যান সিটি | 3-2 |
রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটির সম্ভাব্য একাদশ
রিয়াল মাদ্রিদ: লুনিন(জিকে); কারভাজাল, রুডিগার, মিলিটাও, মেন্ডি; ক্যামাভিঙ্গা, ক্রুস, ভালভার্দে; বেলিংহাম; ভিনিসিয়াস, রড্রিগো।
ম্যানচেস্টার সিটি: এডারসন (জিকে); আকানজি, স্টোনস, ডায়াস, লুইস; রডরি, ফোডেন, ডি ব্রুইন; বার্নার্ডো, হ্যাল্যান্ড, গ্রেলিশ।
রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটির ম্যাচ লাইভ দেখার উপায়
রিয়াল মাদ্রিদ বনাম ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লিগ 2023-24 কোয়ার্টার ফাইনাল ম্যাচটি সনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে।
এ ছাড়া ম্যাচটি Sony LIV অ্যাপ এবং ওয়েবসাইটেও লাইভ স্ট্রিম দেখা যাবে।
এ ছাড়া আমাদের দেওয়া এপ্স নামিয়ে সহজে লাইভ খেলা মোবাইল দিয়ে দেখতে পারবেন।
রিয়াল মাদ্রিদ বনাম ম্যান সিটি এর লাইভ খেলা দেখতে ক্লিক করুন
Tag:চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ২০২৪: রিয়াল মাদ্রিদ বনাম/vs ম্যান সিটি ২০২৪ লাইভ কখন,কিভাবে দেখবেন | Real Madrid বনাম Man City,লাইন আপ,পরিসংখ্যান,হেড টু হেড
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)