জাতীয় শোক দিবসের উপস্থাপনা | ১৫ আগস্ট শোক দিবস উপস্থাপনার নমুনা স্ক্রিপ্ট

জাতীয় শোক দিবসের উপস্থাপনা | ১৫ আগস্ট শোক দিবস উপস্থাপনার নমুনা স্ক্রিপ্ট


আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের জাতীয় শোক দিবসের উপস্থাপনা -১৫ আগস্ট শোক দিবস উপস্থাপনার নমুনা স্ক্রিপ্ট শেয়ার করবো। যারা জাতীয় শোক দিবসের উপস্থাপনা খুজতেছেন আসা করি তোমাদের উপকারে আসবে। 

জাতীয় শোক দিবসের উপস্থাপনা


১৫ আগস্ট শোক দিবস উপস্থাপনার নমুনা স্ক্রিপ্ট

ইভেন্টের ধারাবাহিকতা/ সিকোয়েন্স


ক) অতিথিবৃন্দের আগমনের ঘোষণা

খ) মঞ্চে আসন গ্রহণ

গ) অনুষ্ঠান শুরু করার অনুমতি গ্রহণ

ঘ) ধর্মগ্রন্থ পাঠ ও তর্জমা

ঙ) হামদ/নাত পরিবেশনা

চ) দিবসের বাণী পাঠ

ছ) বক্তব্যের সিকোয়েন্স

জ) দোয়া পরিচালনা

ঝ) সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা


 প্রধান অতিথির

আগমনঃ- নমুনাঃ

* সম্মানিত সুধী, এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব,........সাথে

আছেন........সকলকে স্বাগত জানাচ্ছি।


 মঞ্চে আসন গ্রহণ

* নমুনাঃ

এখন, আজকের অনুষ্ঠানের সভাপতিকে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে মঞ্চে এসে আসন গ্রহন করার জন্য অনুরোধ করছি ।


অনুষ্ঠান শুরুঃ

নমুনাঃ (প্রথমে অনুমতি গ্রহণ)

এখন, আজকের অনুষ্ঠান শুরু করার জন্য অনুষ্ঠানের সভাপতি জনাব,........ এর কাছে সদয় অনুমতি প্রার্থনা করছি ।

 অনুষ্ঠান শুরুঃ ২

• নমুনাঃ

এই সিঁড়ি নেমে গেছে বঙ্গোপসাগরে,

সিঁড়ি ভেঙে রক্ত নেমে গেছে -

• বত্রিশ নম্বর থেকে

• সবুজ শস্যের মাঠ বেয়ে

অমল রক্তের ধারা বয়ে গেছে বঙ্গোপসাগরে।


 অনুষ্ঠান শুরুঃ ২ নমুনাঃ (ঘোষণা)

আজ আমাদের মনপ্রাণ এক গভীর ব্যথায় কাতর। আজ সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের....... তম শাহাদাত বার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়৷

*জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে স্বপরিবারে নিহত হন ।

সেদিন তিনি ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন ৷

................ আয়োজিত আজকের এই শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে উপস্থিত সকলকে স্বাগত জানাচ্ছি।


অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি......।


 ধর্মগ্রন্থ পাঠ ও তর্জমাঃ

* নমুনাঃ

* অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমা করার জন্য মঞ্চে আহবান করছি জনাব........কে ।

ধন্যবাদ জনাব.....


 হামদ/নাত/ ইসলামী সংগীত পরিবেশনাঃ

* নমুনাঃ

* এখন জাতীয় শোক দিবসের আজকের অনুষ্ঠানে একটি ইসলামী সংগীত পরিবেশন করবেন...... তাঁকে মাইক্রোফোনে আহ্বান করছি।

*ধন্যবাদ...কে, তার চমৎকার পরিবেশনার জন্য।


*বক্তব্যের সিকোয়েন্স তৈরিঃ (৪/৫ জন)

* বঙ্গবন্ধু নিহত হওয়ার পর গোটা বিশ্বে নেমে এসেছিল শোকের ছায়া। হত্যাকারীদের প্রতি ছড়িয়ে পড়েছিল ঘৃণার বিষবাষ্প।

*এখন জাতীয় শোক দিবসের বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের জনাব ......

*ধন্যবাদ. ..কে তার মর্মস্পর্শী বক্তব্যের জন্য।


 বক্তব্যের সিকোয়েন্স তৈরিঃ

* পশ্চিম জার্মানির নেতা, নোবেল পুরস্কার বিজয়ী উইলি ব্রানডিট বলেছিলেন-

܀ “মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে, তারা যেকোনও জঘন্য কাজ করতে পারে।”

* প্রিয় সুধী, এখন জাতীয় শোক দিবসের বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের ... জনাব ......কে।

*ধন্যবাদ...কে তার মর্মস্পর্শী বক্তব্যের জন্য।


দোয়া পরিচালনাঃ

* ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ছাড়াও ঘাতকের বুলেটে নিহত হন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন।

* প্রিয় সুধী, এখন ১৫ আগস্টের হত্যাযজ্ঞে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালিত হবে। দোয়া পরিচালনার জন্য অনুরোধ করছি জনাব...... কে৷


সংক্ষিপ্ত সংস্কৃতিক পরিবেশনা।

* শোক দিবসের সাথে সঙ্গতি রেখে বঙ্গবন্ধুকে নিয়ে ছড়া, কবিতা, গান, নাটিকা পরিবেশন করা যেতে পারে।

*যেমনঃ

* গান- তুমি আকাশের ধ্রুবতারা, তুমি চেতনার বাতিঘর৷

* কবিতা- ধন্য সেই পুরুষ

* ছড়া- মুজিব মানে মুক্তি


সমাপ্তি ঘোষণাঃ

* বঙ্গবন্ধুর ত্যাগ ও তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে এবং সকলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি৷ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম.......। 


নোট: এই উপস্থাপনটি ইউটিউব থেকে আপনাদের সুবিধার জন্য সংগ্রহীত করা হয়েছে । 

Tag:জাতীয় শোক দিবসের উপস্থাপনা,১৫ আগস্ট শোক দিবস উপস্থাপনার নমুনা স্ক্রিপ্ট


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 


 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন