আসছালামু আলাইকুম সম্মানিত দাখিল পরীক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হয়েছে। প্রথম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৬ মার্চ ভূগোল ও পরিবেশ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই আজকে আমরা এসএসসি ভূগোল ও পরিবেশ সাজেশন ২০২৪ সকল বোর্ড 💯 কমন ~ এসএসসি ভূগোল ও পরিবেশ সাজেশন ২০২৪~SSC Geography Suggesting 2024 সাজেশন নিয়ে হাজির হয়েছি। আসা করি তোমাদের উপকারে আসবে।
অধ্যায় ১: ভূগোল ও পরিবেশ
জ্ঞানমূলক প্রশ্ন:
১. ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে?
২. অধ্যাপক কার্ল রিটার ভূগোলকে কি বলেছেন?
৩. ভূগোল কাকে বলে?
৪. অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোলের সঙ্গা দাও।
৫. অধ্যাপক ম্যাকনির মতে ভূগোল কি?
৬. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
৭. প্রাকৃতিক ভূগোল কাকে বলে?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. নগরের উৎপত্তি ও বিকাশ ভূগোলের যে শাখায় উল্লেখ করা হয়েছে তা ব্যাখা কর।
২. পশুপালন ভূগোলের কোন শাখার অন্তর্গত? ব্যাখা কর।
৩. নগর ও অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় ব্যাখা কর।
৪. ভূগোলের পরিধির বিস্তৃতির কারন ব্যাখা কর।
৫. পরিবেশ বলতে কি বুঝ? সামাজিক পরিবেশ কি? ব্যাখা কর।
অধ্যায় ২: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
জ্ঞানমূলক প্রশ্ন:
১. ছায়াপথ অথবা আকাশ গঙ্গা কাকে বলে?
২. কর্কটক্রান্তি রেখা কাকে বলে?
৩. নিরক্ষরেখা কাকে বলে?
৪. মহাকাশ কাকে বলে?
৫. গ্যালাক্সি অথবা নক্ষত্রজগৎ কাকে বলে?
৬. নক্ষত্র কাকে বলে?
৭. উপগ্রহ কাকে বলে?
৮. ধুমকেতু কাকে বলে?
৯. অক্ষরেখা কি?
১০. অক্ষাংশ কাকে বলে?
১১. মেরু কাকে বলে?
১২. প্রতিপাদ স্থান কাকে বলে?
১৩. আহ্নিক গতি কাকে বলে?
১৪. বার্ষিক গতি কাকে বলে?
১৫. উত্তর গোলার্ধে বড় দিন কোনটি?
অনুধাবনমূলক প্রশ্ন
১. পৃথিবী গ্রহটি প্রানীকুলের বসবাসের জন্য উপযোগী কেন?
২. ঝড়ের আগাম তথ্য জানার জন্য কোন ধরনের উপগ্রহ ব্যবহার করা হয়?
৩. পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা ছিটকে পড়ি না কেন?
৪. উল্কাকে ছুটন্ত তারা বলে মনে হয় কেন?
৫. প্রতি ৪ বছরে ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় কেন?
৬. চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরার কারন ব্যাখা কর।
৭. নক্ষত্র খালি চোখে দেখা যায়না কেন? ব্যাখা কর।
৮. তথ্য আদান প্রদানে কোন উপগ্রহটি ব্যবহয় হয়? ব্যাখা কর।
৯. মহাকাশের কোনটিকে লেজযুক্ত জ্যোতিষ্ক বলা হয়? ব্যাখা কর।
১০. মংগলগ্রহে প্রানীর অস্তিত্ব থাকা সম্ভব নয় কেন? ব্যাখা কর।
১১. আন্তর্জাতিক তারিখ রেখা আকাবাকা টানা হয়েছে কেন? ব্যাখা কর।
১২. রাত ও দিন ছোট বড় হয় কেন? ব্যাখা কর।
১৩. ৩০ জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ার কারন ব্যাখা কর।
অধ্যায় ৩: মানচিত্র গঠন ও ব্যবহার
জ্ঞানমূলক প্রশ্ন:
১. মানচিত্র কাকে বলে?
২. স্থানীয় সময় কাকে বলে?
৩. প্রমান সময় কাকে বলে?
8. GIS এর পূর্নরূপ লেখ।
৫. GIS কাকে বলে?
৬. GPS এর পূর্নরূপ লেখ।
৭. স্কেল কি?
৮. ভূচিত্রাবলি কাকে বলে?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. মানচিত্রে কিভাবে রেজিস্ট্রিকৃত ভূমির মালিকানা চিহ্নিত করা হয়?
২. বৃষ্টিপাতের পরিমান কোন মানচিত্রে প্রদর্শন করা যায়? ব্যাথা কর।
৩. প্রতিভূ অনুপাত কেন কাজে লাগে? ব্যাখা কর।
৪. বিভিন্ন দেশে একাধিক প্রমান সময় ব্যবহার করা হয় কেন? ব্যাখা কর।
৫. GIS কেন গুরুত্বপূর্ন ব্যাখা কর।
৬. GPS এর সুবিধা ব্যাখা কর।
অধ্যায় ৪: পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
জ্ঞানমূলক প্রশ্ন:
১. সুনামি শব্দের অর্থ কি?
২. ভূত্বক কি?
৩. খনিজ কাকে বলে?
৪. শিলা কাকে বলে?
৫. লাভা কাকে বলে?
৬. বিচূর্ণীভবন কাকে বলে?
৭. ভূমিকম্প কাকে বলে?
৮. ওয়েব ট্রেন কাকে বলে?
৯. পাললিক শিলা কাকে বলে?
১০. ভিসুভিয়াস কোন ধরনের পর্বত ?
১১. অপসারণ কাকে বলে?
১২. শাখা নদী কাকে বলে?
১৩. উপনদী কাকে বলে?
১৪. নদীগর্ভ ও নদী উপত্যকা কাকে বলে?
১৫. পর্বত কাকে বলে?
১৬. মালভূমি কাকে বলে?
১৭. সমভূমি কাকে বলে?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. খনিজকে শিলা বলা যায় কি? ব্যাখা কর।
২. কয়লা কেন জৈব শিলা বলা হয়? ব্যাখা কর।
৩. পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন?
৪. হাওয়াই দ্বীপপুঞ্জকে আগ্নেয় দ্বীপ বলা হয় কেন?
৫. নিকারাগুয়ার কোসেগায়রা কোণ ধরনের হ্রদ? ব্যাখা কর।
৬. সেন্ট লরেন্স নদীর বিখ্যাত জলপ্রপাত কোনটি ব্যাখা কর।
৭. বালুচর কিভাবে সৃষ্টি হয়? ব্যাখা কর।
৮. গম্বুজ আকার ধারন করে কোন পর্বত? ব্যাখা কর।
৯. জাপানের ফুজিয়ামাকে সুপ্ত আগ্নেয়গিরি বলার কারন কি?
১০. তিব্বত কোন প্রকারের মালভূমি ব্যাখা কর।
অধ্যায় ৫: বায়ুমন্ডল
জ্ঞানমূলক প্রশ্ন:
১. বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
২. গ্রিনহাউজ কি?
৩. বায়ুমন্ডল কাকে বলে?
৪. আবহাওয়া কাকে বলে?
৫. জলবায়ু কাকে বলে?
৬. মৌসুমি বায়ু কাকে বলে?
৭. বায়ুপ্রবাহ কাকে বলে?
৮. বায়ুর আদ্রতা কাকে বলে?
৯. বৃষ্টিপাত কাকে বলে?
১০. বারিপাত কাকে বলে?
১১. বানিজ্য বায়ু কাকে বলে?
১২. অশ্ব অক্ষাংশ কাকে বলে?
১৩. ডেনমার্কের রাজধানীর নাম কি?
অনুধাবনমূলক প্রশ্ন
১. আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখ।
২. বায়ুমন্ডলের কোন স্তরে উড়োজাহাজ চলাচল করে? ব্যাথা কর
৩. ওজোন গ্যাস জীবজগৎকে কীভাবে রক্ষা করে?
৪. সূর্য থেকে আগত ক্ষতিকর রশ্মিকে কোন স্তর শুষে নেয়? ব্যাক্ষা কর।
৫. প্রানীজগতের জন্য ট্রপোমন্ডল কেন গুরুত্বপূর্ন? ব্যাখা কর।
৬. সাহারা মরুভূমি রাতে ঠান্ডা হয় কেন? ব্যাখা কর।
৭. গর্জনশীল চল্লিশা বলতে কি বুঝায়?
৮. ০ডিগ্রি-৫ডিগ্রি অক্ষাংশকে কেন শান্তবলয় বলা হয়? ব্যাখা কর।
অধ্যায় ৬: বারিমন্ডল
জ্ঞানমূলক প্রশ্ন:
১. সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি?
২. বারিমন্ডল কাকে বলে?
৩. শৈলশিরা কাকে বলে?
৪. সাগর কাকে বলে?
৫. উপসাগর কাকে বলে?
৬. হ্রদ কাকে বলে?
৭. মহীঢাল কাকে বলে?
৮. হিমশৈল কি?
৯. শীতল স্রোত কাকে বলে?
১০. সমুদ্রস্রোত কাকে বলে?
১১. জোয়ারের বান কাকে বলে?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. সমুদ্রস্রোত কিভাবে সৃষ্টি হয়?
২. পৃথিবীর চারদিকে ছড়ানো পানির অবস্থাকে কি বলে? ব্যাখা কর?
৩. পোর্টোরিকো খাত সৃষ্টির কারন ব্যাখা কর।
৪. শৈলশিরা সৃষ্টির কারন ব্যাখা কর।
৫. কোন স্রোতের অনুকুলে জাহাজ চলাচল নিরাপদ? ব্যাখা কর।
৬. শীতল স্রোত বলতে কি বুঝ?
৭. পৃথিবীর কোন গতি সমুদ্রস্রোত সৃষ্টিকে ভূমিকা রাখে? ব্যাক্ষা কর।
৮. গ্র্যান্ড ব্যাংক সৃষ্টির কারন ব্যাখা কর।
৯. সমুদ্রপথে বড় জাহাজ দূর্ঘটনার কারন ব্যাখা কর।
১০. জোয়ারভাটা সৃষ্টিতে চাদের প্রভাব ব্যাখা কর।
১১. সাগরের পানি বাড়ে কেন? ব্যাখা কর।
অধ্যায় ১০: বাংলাদেশের ভৌগলিক বিবরণ
জ্ঞানমূলক প্রশ্ন:
১. তাজিনডং এর উচ্চতা কত?
২. তাজিনডং কোন জেলায় অবস্থিত?
২. বাংলাদেশ কত ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত?
৩. টিলা কাকে বলে?
৪. প্লাইস্টোসিনকাল কাকে বলে?
৫. বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
৬. হাওড় কাকে বলে?
৭. প্লাবন কাকে বলে?
৮. নদীমাতৃক দেশ কাকে বলে?
১. শীতকাল কাকে বলে?
১০. বর্ষাঋতু কাকে বলে?
১১. আবহাওয়া কাকে বলে?
১২. মৌসুমি জলবায়ু কাকে বলে?
অনুধাবনমূলক প্রশ্ন:
১. বাংলাদেশের আয়তন কোন দিকে বেড়ে যাচ্ছে? ব্যাখা কর।
২. উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়গুলোকে টিলা বলা কেন? ব্যাখা কর।
৩. বাংলাদেশের নদ-নদীগুলো দিনদিন ভরাট হয়ে যাচ্ছে কেন?ব্যাখা কর।
৪. বর্ষাকালে বাংলাদেশে বেশি বৃষ্টিপাত হয় কেন?
৫. বর্ষাকালে প্লাবন সমভূমিতে বন্যা হয় কেন?
৬. নদীর মোহনায় কেন চর জেগে উঠে? ব্যাখা কর।
৭. বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত কম হয় কেন? ব্যাখা কর।
৮. বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্রসহ ঝড়বৃষ্টি হয় কেন? ব্যাথা কর।
৯. বাংলাদেশের জলবায়কে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু বলা হয় কেন?
১০. বাংলাদেশের জলবায়ুতে কোন বায়ুর প্রভাব বেশি? ব্যাখা কর।
Tag:এসএসসি ভূগোল ও পরিবেশ সাজেশন ২০২৪ সকল বোর্ড 💯 কমন ~ এসএসসি ভূগোল সাজেশন ২০২৪~SSC Geography Suggesting 202