আসছালামু আলাইকুম সম্মানিত পাঠকবৃন্দ সবাইকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রিয় পাঠক বর্তমানে শীতের মৌসুম চলতেছে। প্রতি বছরের চেয়ে এবার একটু শীত বেশি মনে হচ্ছে। যেমন গরম বেশি পড়েছিল তেমনি এবার শীত ও বেশি পড়তেছে। এই শীতের মৌসুম আর কত দিন থাকবে এমন প্রশ্ন আমাদের সবার মাঝে থাকে। তাই অনেকে এই প্রশ্নের উত্তর খুজাত জন্য গুগলে শীত আর কত দিন থাকবে ২০২৩ সার্চ করে থাকেন। তাই আজকে আমরা শীত আর কত দিন থাকবে ২০২৩ শীত কয় মাস থাকে শীতের খবর ২০২৩ বিস্তারিত আলোচনা করবো।
শীত কয় মাস থাকে
বাংলাদেশ ৬ ঋতুর দেশ। তার মধ্যে শীতকাল হচ্ছে একটি ঋতু। যা পৌষ ও মাঘ - এই দুই মাস মিলে শীতকাল গঠিত।
এক নজরে বাংলা,ইংরেজি সহ কোন মাসে কোন ঋতু দেখে নিন।
শীত আর কত দিন থাকবে ২০২৩
পৌঁছ ও মাঘ মাস মিলে শীতকাল। শীত আর কত দিন থাকবে ২০২৩? আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই বছর ফেব্রুয়ারীর মাঝামাঝি পর্যন্ত শীত থাকতে পারবে।
শীতের খবর ২০২৩
এই বছর সব মিলিয়ে শীতের প্রকোপে যবুথবু ঢাকাসহ গোটা দেশ। তাপমাত্রা নেমেছে ৫ বছরের মধ্যে সর্বনিম্নে। এ অবস্থায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। আবহাওয়া অধিদপ্তর বলছে, শীত আরও বাড়বে। যা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত থাকতে পারে। এর মধ্যে শৈত্যপ্রবাহ আসতে পারে আরও দুই দফা।
Tag:শীত আর কত দিন থাকবে ২০২৩,শীতের খবর ২০২৩, কয় মাস থাকে