মেলা আহসান হাবীব কবিতা
কবিতা মেলা
Kobita Mela Ahsan Habib
মেলা
আহসান হাবীব
ফুলের মেলা পাখির মেলা
আকাশ জুড়ে তারার মেলা
রোজ সকালে অঙ্কের মেলা
সাত সাগরে ঢেউয়ের মেলা ।
আর এক মেলা জগৎ জুড়ে
ভাইরা মিলে বােনরা মিলে
রং কুড়িয়ে বেড়ায় তারা
নীল আকাশের অপর নীলে
ফুলের বুকে সুবাস যতাে বুকে - মুখে নেয় মেখে তাই
পাখির কলকন্ঠ থেকে
সুর তুলে নেয় তারা সবাই ।
রাতে পথে পাড়ি যখন ,
তারার অবাক দীপ জ্বেলে দেয় ।
রোজ সকালের আকাশ পথে
আলাের পাখি দেয় ছেড়ে দেয় ।
সাত সাগরের বুক থেকে নেয়
ঢেউ তুলে নেয় ভালােবাসার ।
জগৎ জুড়ে যায় দিয়ে ,
যায় ছড়িয়ে আলাে আশায় ।
ভালােবাসার এই যে মেলা
এই যে মেলা ভাই - এর বোনের ,
এই যে হাসি এই যে খুশি
এই যে প্রীতি লক্ষ মনের
কটি সবুজ ভাই - বােনদের
আপনি পড়া এই যে মেলা ,
এই মেলাঁতে নিত্য চলে
আপন মনে একটি খেলা ।
সারা বেলাই সেই এক খেলা
গড়বে নতুন একটি বাগান ,
অনেক ফুল আর অনেক পাখি
সব পাখিদের আলাদা পান
তার মাঝেই একটি সুরে ।
সবারই সুর বায় মিলিয়ে
এক দুনিয়া এক মানুষের
স্বপ্ন তারা যায় বিলিয়ে ।
Tag: মেলা আহসান হাবীব কবিতা, কবিতা মেলা, Kobita Mela Ahsan Habib
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)