আসছালামু আলাইকুম প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। আসা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা তোমাদের মেয়েদের ওযু করার নিয়ম আলোচনা করবো। আসা করি তোমাদের উপকারে আসবে।
মেয়েদের ওযু করার নিয়ম
বন্ধুরা নামাজ ও কিছু আমল করার জন্য অযু করা বাধ্যতামূলক।অযু করার কিছু নিয়ম কানুন রয়েছে। অযুর ৪ টি ফরজ রয়েছে। যা পুরুষ মহিলা সবার জন্য বাধ্যতামূলক। এই ৪ টি ফরজ কম্পিলিট না হলে ওযু হবে না।
ওযুর ফরজ ৪ টি হলোঃ-
১. মুখমণ্ডল ধৌত করা,
২. দুই হাত কনুই পর্যন্ত ধৌত করা,
৩. মাথা মাসেহ করা,
৪. দুই পা গিরাসহ ধৌত করা।
অযুর তরিকা
- প্রথমেই নিয়ত
- বিসমিল্লাহ পড়া
- দুই হাতের কব্জি পর্যন্ত ধোয়া
- মেসওয়াক করা
- তিনবার কুলি করা
- তিনবার নাকে পানি দেব
- তিনবার মুখমন্ডল ধোয়া
- কনই পর্যন্ত দুই হাত ধৌত করা ।
- মাথা মাসেহ করা
- দুই পা ধৌত কার
অজুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া মুস্তাহাব।
ওজু শেষ হবার পর নিচের দু’আ পড়তে হবে-
”আশহাদু আল্লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু-লা-শারীকা লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আ’বদুহু-ওয়া রাসূলুহু।”
অর্থঃ আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ছাড়া আর কোন মা’বুদ নাই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর বান্দাহ ও রাসূল।
Tag:ওযু করার নিয়ম মেয়েদের, মেয়েদের ওযু করার নিয়ম, ওযু করার দোয়া,ওযু করার নিয়ত বাংলা,ওযু করার নিয়ত আরবি
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)