Modifier কাকে বলে Modifier কত প্রকার ও কি কি |Modifier এর শর্টকাট নিয়ম

Modifier এর শর্টকাট নিয়ম


আসছালামু আলাইকুম প্রিয় পাঠক আজকে আমরা তোমাদের মাঝে শেয়ার করবো Modifier কাকে বলে Modifier কত প্রকার ও কি কি-Modifier এর শর্টকাট নিয়ম অনেকে আছেন যারা এই সব প্রশ্নের উত্তর গুগলে খুজে থাকেন তাই আজকের আমাদের এই পোস্ট। 

       
       

    Modifier কাকে বলে 

    যে Word বা Phrase কোন noun এর পূর্বে বা পরে বসে উক্ত noun কে modify করে, তাকে Modifier বলে।

    যেমন:

    A young man is coming.

    An orphan boy of eight lives here.

     

    উপরের গুলোতে মোটা অক্ষরে লিখিত Word বা Phrase গুলো Modifier.

    Modifier কত প্রকার ও কি কি

    Modifier প্রধানত দুই প্রকার।

    Pre modifier.

    Post modifier.


    Pre Modifier কাকে বলে?

    যে Modifier noun এর পূর্বে বসে তাকে Pre-modifier বলে।

    যেমন:

    He is a wise man

    এখানে Wise Pre- Modifier যা Noun man শব্দের পূর্বে বসে man শব্দকে Modify করেছে তাই Wise Pre-Modifier।

    বাক্যে solved post modifier যা noun the problem এর পরে বসে the problem কে modify করেছে তাই solved post modifier।

    Post Modifier কাকে বলে?

    যে Modifier noun এর পরে বসে তাকে Post-modifier বলে।

    যেমন: 

    I found the problem solved.

    বাক্যে solved post modifier যা noun the problem এর পরে বসে the problem কে modify করেছে তাই solved post modifier।

    Pre Modifier এর ব্যবহার

    ✔️Present Participle pre modifier হিসেবে বসে।

    যেমন:

    I found a sleeping dog.

    Past participle Pre Modifier হিসেবে বসে।

    যেমন:

    Japan, America Developed country.


    ✔️Adjective Pre Modifier হিসেবে বসে।

    যেমন:

    He is a smart boy

    ✔️Noun adjective Pre modifier হিসেবে বসে।

    যেমন:

    He is a school teacher.

    ✔️Compounds pre modifier হিসেবে বসে।

    যেমন:

    Hard working people are always welcomed here.

    ✔️Adverb Pre modifier হিসেবে বসে।

    যেমন:

    The above examples are enough.

    ✔️Possessive Pre Modifier হিসেবে বসে।

    যেমন:

    His father is a business man.

    Post Modifier এর ব্যবহার

    ✔️Present participle phrase as post modifier.

    যেমন:

    Students reading in this college most wear uniform.

    ✔️Past participle phrases as post modifier.

    যেমন:

    The flood destroyed the growing crops.

    ✔️Appositive as post modifier.

    যেমন:

    Hazrat muhhammad(sm) the prophet of islam.


    ✔️Infinitive Phrases as post modifier.

    যেমন:

    I went to market to buy a books.

    ✔️Preposition phrase as post modifier.

    যেমন:

    The cat on the table is white.

    ✔️Relative clause as post modifier.

    যেমন:

    I have a book which is very informative.

    ✔️Adverb as post modifier.

    যেমন:

    Answer the question correctly.

    Modifier কিছুটা Without clue এর মতই।


    Modifier এর শর্টকাট নিয়ম

    ●●●Modifier শিখুন সহজ উপায়ে, এবার English Grammar হবে আপনার কাছে পানির মত সচ্ছ।

    HSC তে modifier নিয়ে সমস্যায় পরে নি এমন student খুজে পাওয়া কঠিন। আজকের এই পোস্ট যদি কেউ মনোযোগ দিয়ে & নোট করে পড়ে তাহলে modifier পানি হয়ে যাবে। ৬-৭ টা হবেই। vocabulary তে দক্ষ হলে আরও বেশি হবে। modifier এ যাওয়ার আগে একটু basic grammar নিয়ে আলোচনা করি তাহলে modifier বুঝতে সহজ হবে।

    ১) সাধারনত Adjective, Noun এর পূর্বে বসে। খাটি বাংলায় বলতে গেলে Adjective মানে পাম মারা, কাকে পাম মারা?? noun কে। অর্থ্যাৎ দোষ, গুন, সংখ্যা ইত্যাদি প্রকাশ করা।

    example : Bristy is a cute girl.

    এখানো girl কে পাম মারতেছে cute, সুতরাং এখানে cute "Adjective."

    ২) সাধারনত Adverb, Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায় বসতে পারে। অর্থ্যাৎ verb এর আগে, পরে, noun এর পরে, এমনকি Adverb এর পরও Adverb বসতে পারে। সহজ কথায় Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায়।

    example : He laughs loudly.

    এখানে "loughs" verb এর পর "loudly" Adverb বসে verb কে জোর দিচ্ছে মানে modify করছে।

    ★Modifier কী???


    যে word বা phrase(শব্দগুচ্ছ) কোন noun বা verb এর আগে পরে বসে ঐ noun বা verb কে modify করে

    অর্থ্যাৎ, ঐ noun বা verb সম্পর্কে তথ্য প্রদান করে তাকে modifier বলে।

    ****Specific uses of Modifier:

    ★ Pre modify the noun : pre অর্থ পূর্বে। noun এর পূর্বে কী বসে?? উপরে বলছিলাম মনে আছে?? Adjective বসে। তাই pre modify the noun থাকলে Adjective হবে।

    example : Rakib was a...........( pre modify the noun) poet.

    এখানে adjective বসবে মানে পাম মারতে হবে, মানে। famous/ noble হবে।

    ★pre modify the Adjective/Verb/Adverb: উপরে কি বলছিলাম মনে আছে??? Noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায় Adverb বসে। তাই pre modify the

    Adjective/Verb/Adverb থাকলে Adverb হবে।

    example : She..........(pre modifythe verb) got idea.

    এখানে Adverb হবে, অর্থ্যাৎ verb কে জোর দিতে modify করতে হবে। suddenly /quickly হবে।

    ★post modify the Adjective/Verb/Adverb: post

    অর্থ পরে। আগের মতোই noun এর পূর্বে ছাড়া বাকি সব জায়গায়Adverb বসে।

    example : Arif can write......( post modify the verb)

    আগের মতোই Adverb হবে,verb কে modify করবে। তাই quickly /beautifully হবে।

    নোট করে নিতে পারো:

    **pre modify the noun→ Adjective.

    **pre modify the adjective/verb/Adverb→ Adverb.

    **post modify the Adjective/verb/Adverb→ Adverb.

    *****pre modify the noun with...............

    ★possessive → my, him, her, their, our,its (sentence এর subject টি pronoun এর যে ফর্ম এ থাকবে sentence এর possessive adjective টি একই ফর্ম এ হবে) কি বুঝ নাই?? example দিলে ক্লিয়ার হবে।

    example: You can not complete........(pre modify the noun with possessive) studies.

    এখানে sentence এর subject You. You er possessive ফর্ম your. তাই your হবে।

    ★Gerund→ (verb+ing)

    ★Infinitive→ (To + V1)

    ★present participle→( verb+ ing)

    ★past participle→V3

    ★ Demostrative →this,that( singular noun এর পূর্বে) these, those(plural noun এর পূর্বে)

    example: She found..........(use a demostrative

    to pre modify the noun) jug too heavy.

    এখানে যেহুতু jug singular তাই this হবে।

    ★phrase → A group of word that contains no verb

    ★Appositive→ A group of word that must reflect the Noun/pronoun

    ★Intensifier→very

    ★Quantifier→some,few,many( countable noun)

    some, much,little( uncountable noun)

    example :they have................ (use quantifier pre modify the noun) money.

    এখানে money uncountable noun তাই much হবে।


    Tag:Modifier কাকে বলে Modifier কত প্রকার ও কি কি |Modifier এর শর্টকাট নিয়ম


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

     



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)