যারা নিজে নিজে চেষ্টা করেন , আল্লাহ তাদের সহায় হন
যারা নিজে নিজে চেষ্টা করেন , আল্লাহ তাদের সহায় হন । পৃথিবীতে যারা বড় লােক হয়েছেন , তাদের প্রত্যেকেরই জীবনী পাঠ করলে আমরা এ শিক্ষাই পেয়ে থাকি । বিদ্যাই হােক , ধনই হােক পরিশ্রম না করলে কেউ তা লাভ করতে পারে না । এক রাজপুত্র একবার এক পণ্ডিতকে বলেছিলেন , মহাশয় , সাধারণ লােক পরিশ্রম করে বিদ্যালাভ করে থাকে । আমি পরিশ্রমে অভ্যস্ত নই , আমার জন্যে কী বিদ্যা অর্জনের কোনে সহজ পথ করে দিতে পারেন না ? ' পণ্ডিত বললেন , ' রাজা বা রাজপুত্রের জন্যে বিদ্যা শিক্ষার সহজ নেই । অনেক বালক আছে তারা কেবল শিক্ষক মহােদয়ের ওপরই নির্ভর করে থাকে । অভিধান খুলে । স্বীকার না করে অর্থ পুস্তকের সাহায্য নেয় । এ রকম লােক কখনও জগতে উন্নতি করতে পারে না ।
সারাংশ : পরিশ্রম ছাড়া কোনাে কিছু অর্জন করা যায় না । জীবনে , যারা বড় হয়েছেন , সাফল্য লাভ । অর্থ পুস্তকের ওপর নির্ভর করা উচিত নয় । এর জন্য প্রয়ােজন কঠোর সাধনা । করেছেন , তা তারা নিজেদের সাধনা বা পরিশ্রমের দ্বারাই করেছেন । বিদ্যা অর্জনের জন্য শুধু শিক্ষক বা অর্থ পুস্তকের উপর নির্ভর করা উচিত নয়। এর জন্য প্রয়োজন কঠোর সাধনা।
Tag: সারাংশ - যারা নিজে নিজে চেষ্টা করেন , আল্লাহ তাদের সহায় হন, যারা নিজে নিজে চেষ্টা করেন , আল্লাহ তাদের সহায় হন সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)