ফুটবল খেলোয়াড় জসীম উদ্দীন কবিতা | কবিতা ফুটবল খেলোয়াড় | Kobita Football Kheloar Josim uddin


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com


 



ফুটবল খেলোয়াড় জসীম উদ্দীন কবিতা  

কবিতা ফুটবল খেলোয়াড়  

Kobita Football Kheloar Josim uddin


ফুটবল খেলােয়াড় 

জসীম উদ্দীন 

আমাদের মেসে ইমদাদ হক ফুটবল খেলােয়াড় , 

হাতে পায়ে মুখে শত আঘাতের ক্ষতে খ্যাতি লেখা তার । 

সন্ধ্যাবেলায় দেখিবে তাহারে পটি বাধি পায়ে হাতে , 

মালিশ মাখিছে প্রতি গিটে গিটে কাত হয়ে বিছানাতে । 

মেসের চাকর হয় লবেজান সেঁক দিতে ভাঙা হাড়ে, 

সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। 

আমরা তাে ভাবি মাসের তরে পলু সে হলাে হায় , 

ফুটবল - টিমে কল লয়ে কভূ দেখিতে পাব না তায়। 


প্রভাত বেলায় খবর লইতে ছুটে যাই তার ঘরে , 

বিছানা তাহার শূন্য পড়িয়া ভাঙা খাটিয়ার পব্লে । 

টেবিলের পরে ছােট বড় যত মলিশের শিশিপুলি , 

উপহাস যেন করিতেছে মােরে ছিপি - পরা পাত তুলি । 

সন্ধ্যাবেলায় খেলার মাঠেতে চেয়ে দেখি বিয়ে , 

মোদের মেসের ইমদাদ হক আগে ছুটে বল লয়ে । 


বাম পায়ে বল ড্রিবলিং করে ডান পায়ে মারে ঠেলা, 

ভাঙা কয়খানা হাতে পায়ে তার বন্ধু করিছে খেলা । 

চালাও চালাও আরাে আগে যাও বাতাসের আগে ধাও , 

মারো জোরে মারো - গােলের ভিতরে বলেরে খুঁজিয়া দাও । 

গােল - গোল - গোল , চারদিক হতে ওঠে কোলাহলকল , 

জীবনের পণ , মরণের পণ , সব বাধা পায়ে দল । 

গােল - গােল গােল - মমাদের মেসের ইমদাদ হক কাজি , 

ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়া আনিল আজি । 

দর্শকল ফিরিয়া চলেছে মহা কলরব করে , 

ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে । 

মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি , 

বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি।  

সকালে সকলে দৈনিক খুলি মহাকরবে পড়ে , 

ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে।



Tag: ফুটবল খেলোয়াড় জসীম উদ্দীন কবিতা,  কবিতা ফুটবল খেলোয়াড়,  Kobita Football Kheloar Josim uddin


Any business enquiry contact us

Email:-Educationblog24.com@gmail.com

(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                               

 পিডিএফ ডাউনলোড কর‍তে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখুন





p