একুশের গান আবদুল গাফফার চৌধুরী কবিতা | কবিতা একুশের গান | Kobita Ekusher Gan Abdul Gaffar Chowdhury


       
       

    একুশের গান আবদুল গাফফার চৌধুরী কবিতা  

    কবিতা একুশের গান  

    Kobita Ekusher Gan Abdul Gaffar Chowdhury


    একুশের গান 

    আবদুল গাফফার চৌধুরী 


    আমার ভাইয়ের রক্তে রঙ্গানো একুশে ব্রুেয়ারি 

    আমি কি ভুলিতে পারি 

    ছেলেহারা শত মায়ের অশ্রু - গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি 

    আমার সােনাৱ দেশের রক্তে রাঙানাে কেন্দুয়ারি 

    আমি কি ভূলিতে পারি । 


    জাগাে নাগিনীরা জাগাে নাগিনীরা জাগাে কালবোেশখিয়া 

    শিশু - হত্যার বিক্ষোভে আজ কঁপুক বসুন্ধরা , 

    দেশের সােনার ছেলে খুন করে ব্রোথে মানুষের দাবি

    দিন বদলের ক্রান্তি লালে তোরা পার পাবি ? 

    না, না , না , না , খুন - রাঙা মুক্তিহাসে শেষ রায় দেওয়া তারই 

    একুশে ফেব্রুয়ারি , একুশে ফেব্রুয়ারি । tos 

    সেদিনও এমনি নীল গগনের সনে শীতের শেষে 

    রাত জাগা ঈদ চুমাে খেয়েছিল হেলে ;

     পথে ফোটে রজনিগন্ধা অলকানন্দা যেন , 

    এমন সময় ঝড় এলাে এক , ঝড় এলাে ক্ষ্যাপা বুনাে ॥


    সেই আঁধারের পশুদের মুখ চেনা 

    তাহাদের তরে মায়ের , বােনের , ভায়ের চরম ঘৃণা 

    ওরা গুলি ছােড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রেখে 

    ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে 

    ওরা এদেশের নয় , 

    দেশের ভাগ্য ওরা করে বিক্রয় 

    ওরা মানুষের অন্ন , বস্ত্র , শান্তি নিয়েছে কাড়ি 

    একুশে ফেব্রুয়ারি , একুশে ফেব্রুয়ারি ॥ 


    তুমি আজ জাগাে তুমি আজ জাগাে একুশে ফেব্রুয়ারি 

    আজো জালিমের কারাগারে মরে বীর - ছেলে বীর - নারী

    আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে 

    জাগাে মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে 

    দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি 

    একুশে ফেব্রুয়ারি , একুশে ফেব্রুয়ারি 



    Tag: একুশের গান আবদুল গাফফার চৌধুরী কবিতা,  কবিতা একুশের গান,  Kobita Ekusher Gan Abdul Gaffar Chowdhury


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন