একুশের গান আবদুল গাফফার চৌধুরী কবিতা
কবিতা একুশের গান
Kobita Ekusher Gan Abdul Gaffar Chowdhury
একুশের গান
আবদুল গাফফার চৌধুরী
আমার ভাইয়ের রক্তে রঙ্গানো একুশে ব্রুেয়ারি
আমি কি ভুলিতে পারি
ছেলেহারা শত মায়ের অশ্রু - গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি
আমার সােনাৱ দেশের রক্তে রাঙানাে কেন্দুয়ারি
আমি কি ভূলিতে পারি ।
জাগাে নাগিনীরা জাগাে নাগিনীরা জাগাে কালবোেশখিয়া
শিশু - হত্যার বিক্ষোভে আজ কঁপুক বসুন্ধরা ,
দেশের সােনার ছেলে খুন করে ব্রোথে মানুষের দাবি
দিন বদলের ক্রান্তি লালে তোরা পার পাবি ?
না, না , না , না , খুন - রাঙা মুক্তিহাসে শেষ রায় দেওয়া তারই
একুশে ফেব্রুয়ারি , একুশে ফেব্রুয়ারি । tos
সেদিনও এমনি নীল গগনের সনে শীতের শেষে
রাত জাগা ঈদ চুমাে খেয়েছিল হেলে ;
পথে ফোটে রজনিগন্ধা অলকানন্দা যেন ,
এমন সময় ঝড় এলাে এক , ঝড় এলাে ক্ষ্যাপা বুনাে ॥
সেই আঁধারের পশুদের মুখ চেনা
তাহাদের তরে মায়ের , বােনের , ভায়ের চরম ঘৃণা
ওরা গুলি ছােড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রেখে
ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে
ওরা এদেশের নয় ,
দেশের ভাগ্য ওরা করে বিক্রয়
ওরা মানুষের অন্ন , বস্ত্র , শান্তি নিয়েছে কাড়ি
একুশে ফেব্রুয়ারি , একুশে ফেব্রুয়ারি ॥
তুমি আজ জাগাে তুমি আজ জাগাে একুশে ফেব্রুয়ারি
আজো জালিমের কারাগারে মরে বীর - ছেলে বীর - নারী
আমার শহিদ ভাইয়ের আত্মা ডাকে
জাগাে মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে
দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালব ফেব্রুয়ারি
একুশে ফেব্রুয়ারি , একুশে ফেব্রুয়ারি
Tag: একুশের গান আবদুল গাফফার চৌধুরী কবিতা, কবিতা একুশের গান, Kobita Ekusher Gan Abdul Gaffar Chowdhury
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)