বন্দনা শাহ মুহম্মদ সগীর কবিতা
কবিতা বন্দনা
Kobita Bondona Shah Muhammad sogir
বন্দনা
শাহ মুহম্মদ সগীর
দ্বিতীয়ে প্রণাম করে মাও বাপ পাএ ।
যান দয়া হন্তে জন্ম হৈল বসুধায় ॥
পিপিড়ার ভয়ে মাও না থুইলা মাটিত ।
কোল দিআ বুক দিআ জগতে বিদিত ॥
অশ্যক আছিলু মুই দুর্বল ছাবাল ।
তান দয়া হস্তে হৈল এ ধড় বিশাল ॥
না খাই খাওয়া পিতা না পরি পরাএ ।
কত দুক্ষে একে একে বছর গােঞা ॥
পিতাক নেহায় জিউ জীবন যৌবন ।
কনে বা সুধিব তান ধারক কাহন ॥
ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড় ।
দোসর - জনম দিলা তিঁহ সে আহ্মার ॥
আহ্মা পুরবাসী আছ জথ পৌরজন ।
ইষ্ট মিত্র আদি জথ সভাসদগণ ।
তান সভান পদে মােহার বহুল ভকতি ।
সপুটে প্রণাম মােহার মনােরথ গতি ॥
মুহম্মদ সগীর হীন বহো পাপ ভার ।
সভানক পদে দোয়া মাগো বার বার ।
Tag: বন্দনা শাহ মুহম্মদ সগীর কবিতা, কবিতা বন্দনা, Kobita Bondona Shah Muhammad sogir
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)