প্রার্থী সুকান্ত ভট্টাচার্য কবিতা
কবিতা প্রার্থী
Kobita Prathi Sukanto Vottacharjo
প্রার্থী
সুকান্ত ভট্টাচার্য
হে সূর্য ! শীতের সূর্য ।
হিমশীতল সুদীর্ঘ রাত তােমার প্রতীক্ষায়
আমরা থাকি ,
যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ
ধানকাটার রােমাঞ্চকর দিনগুলির জন্যে ।
হে সূর্য , তুমি তাে জানাে ,
আমাদের গরম কাপড়ের কত অভাব ।
সারারাত খড়কুটো জ্বালিয়ে ,
এক টুকরাে কাপড়ে কান ঢেকে ,
কত কষ্টে আমরা শীত আটকাই ।
সকালের এক টুকরাে রােদ্র
এক টুকরাে সােনার চেয়েও মনে হয় দামি ।
ঘর ছেড়ে আমরা এদিক - ওদিকে যাই
এক টুকরাে রোরের তৃষ্ণায় ।
হে সূর্য !
তুমি আমাদের স্যাতসেঁতে ভিজে ঘরে
উত্তাপ আর আলাে দিও ,
আর উত্তাপ দিও
রাস্তার ধারের ঐ উলল জেলেটাকে ।
হে সূর্য ।
তুমি আমাদের উত্তাপ দিও
শুনেছি , তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড ,
তােমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে
একদিন হয়তাে আমরা প্রত্যেকেই
এক একটা জ্বলন্ত অগ্নিপিডে পরিণত হব ।
তারপর সেই উত্তাপে যখন পুড়বে অমািদের জড়তা,
তখন হয়তাে গরম কাপড়ে ঢেকে দিতে পারব
রাস্তার ধারের ঐ উলঙ্গ ছেলেটাকে ।
আজ কিন্তু আমরা তােমার অকৃপণ উত্তাপের প্রার্থী।।
Tag: প্রার্থী সুকান্ত ভট্টাচার্য কবিতা, কবিতা প্রার্থী, Kobita Prathi Sukanto Vottacharjo
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)