হামদ আলাওল কবিতা | কবিতা হামদ | Kobita Hamod Alaol


       
       

    হামদ আলাওল কবিতা  

    কবিতা হামদ  

    Kobita Hamod Alaol


    হামদ

    আলাওল


    বিছমিল্লা প্রভুর নাম আরম্ভ প্রথম । 

    আদ্যমূল শির সেই শােভিত উত্তম ॥ 

    প্রথমে প্রণাম করি এক করতার । 

    যেই প্রভু জীবদানে স্থাপিল সংসার ॥ 

    করিল প্রথম আদি জ্যোতির প্রকাশ । 

    তার পরে প্রকটিল সেই কবিলাস ॥ 

    সৃজিলেক আগুন পবন জল ক্ষিতি । 

    নানা রঙ্গ সৃজিলেক করি নানা ভাঁতি । 

    সৃজিল পাতাল মহী স্বর্গ নরক আর । 

    স্থানে স্থানে নানা বস্তু করিল প্রচার । 

    সৃজিলেক সপ্ত মহী এ সপ্ত ব্রহ্মাণ্ড 

    চতুর্দশ ভুবন সৃজিল খণ্ড খণ্ড ॥ 

    সৃজিলেক দিবাকর শশী দিবারাতি । 

    সৃজিলেক নক্ষত্র নির্মল পাতি পাতি  

    সৃজিলেক শীত গ্রীষ্ম রৌদ্র ছায়া আর । 

    করিল মেঘের মাঝে বিদ্যুৎ সঞ্চার ॥ 

    সৃজিল সমুদ্র মেরু জলচরকুল । 

    সৃজিল সিপিতে মুক্তা রত্ন বহু মূল ॥

    সৃজিলেক বন তরু ফল নানা স্বাদ । 

    সৃজিলেক নানা রােগ নানান ঔষদ ॥ 

    সৃজিয়া মানব - রূপ করিল মহৎ । 

    অন্ন আদি নানাবিধ দিয়াছে ভুগত ॥ 

    সৃজিলেক নৃপতি ভুঞ্জয় সুখে রাজ । 

    হস্তী অশ্ব নর আদি দিছে তারে সাজ ॥ 

    সৃজিলেক নানা দ্রব্য এ ভােগ বিলাস । 

    কাকে কৈল ঈশ্বর কাকে কৈল দাস ॥ 

    কাকে কৈল সুখ ভােগে সতত আনন্দ । 

    কেহ দুঃখী উপবাসী চিন্তাযুক্ত ধন্ধ ॥ 

    আপনা প্রচার হেতু সৃজিল জীবন । 

    নিজ ভয় দর্শাইতে সৃজিল মরণ ॥ 

    কাকে কৈল ভিক্ষুক কাকে কৈল ধনী 

    কাকে কৈল নিণী , কাকে কৈল গুণী ॥



    Tag: হামদ আলাওল কবিতা,  কবিতা হামদ,  Kobita Hamod Alaol


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন