আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা
কবিতা আমাদের ছোট নদী
Kobita Amader Soto Nodi Robindronath Thakur
আমাদের ছােট নদী
রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ছােট নদী চলে বাঁকে বাঁকে ,
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে ।
পার হয়ে যায় গরু , পার হয় গাড়ি ,
দুই ধার উঁচু তার , ঢালু তার পাড়ি ।
চিকচিক করে বালি , কোথা নাই কাদা ,
এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা ।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক ,
রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক ।
তীরে তীরে ছেলেমেয়ে নাহিবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে ।
সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচলে ছাঁকিয়া তারা ছােট মাছ ধরে ।
আষাঢ়ে বাদল নামে , নদী ভরাে ভরাে ,
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর ।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া ,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া ।
Tag: আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা, কবিতা আমাদের ছোট নদী, Kobita Amader Soto Nodi Robindronath Thakur, আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসের তার হাটু জল থাকে, আমাদের ছোট নদী লিরিক্স
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)