আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো ভালোবাসার কবিতা কষ্টের, অব্যক্ত ভালোবাসার কবিতা, ভালোবাসার ছোট কবিতা এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।
ভালোবাসার কবিতা কষ্টের
★বিধি তুমি কোন কলমে,
লিখেছো আমার ভাগ্য?
আমি কি নই কোন সুখ পাওয়ার যোগ্য?
কেন হয়ে গেলাম আমি,,
সবার চোখের বালি,,,,
কপালের সুখ লিখতে কি
তোমার কলমে ছিল না কালি,,,!!!!
★আকাশ ভরা দু:খ আমার
কষ্ট ভরা ঢেউ,,,,,
এত কষ্ট আমার বুকে,
দেখে নাতো কেউ,,,,
দু:খ নিয়ে স্বপ্ন দেখি,
কষ্ট নিয়ে আঁকি
স্বপ্ন আমার ভেঙ্গে যায়,,,
আমি চেয়ে থাকি,,,,!!!!
★ক্যালেন্ডারের পাতা উল্টে, সময় বয়ে যায়;
বসন্ত হারিয়ে যায়, রঙ গায়ে মেখে;
একমুঠো ঝরা শিউলি, হাতে নিয়ে কখনও
তবুও, বলা আর হয়ে ওঠেনি,
তোমাকে-এক ফাঁকে ভালোবাসি,,!!!!
অব্যক্ত ভালোবাসার কবিতা
★অনেক না বলা কথা,
হারিয়ে যায় শব্দের মতো;
কিছু বেচে থাকে, রাতের আকাশে,
তারাদের মতো;জ্বলে আর নেভে,
তবুও, বলা আর হয়ে ওঠেনি,
তোমাকে-এক ফাঁকে ভালোবাসি,,,!!!
★ফুরিয়ে যাওয়া জীবনের,
হারিয়ে যাওয়া স্মৃতি;
আঁকড়ে, বেচে থাকা মন,
ফেরি করে বেড়ায়, স্বপ্ন
তবুও, বলা আর হয়ে ওঠেনি,
তোমাকে-এক ফাঁকে ভালোবাসি,,,,!!!
★কাচের জানালায়, গড়িয়ে পড়ে বর্ষা;
ম্রিয়মান চোখ, আরও ম্রিয়মান হয়ে ঝাপসায়;
দিন ও রাতেরা, হয়ে ওঠে দিনরাত
তবুও, বলা আর হয়ে ওঠেনি,
তোমাকে-এক ফাঁকে ভালোবাসি,,,!!!
ভালোবাসার ছোট কবিতা
★ভালোবাসা এমনি হয়,,
কেউ জিতে কেউ হারে!
আমি না হয় হারলাম,
তোমার সুখের তরে,,,,,,।
হয়তো, তোমায় হারিয়ে,,,,,,
কষ্ট পাবো বেশি।
তুবও দেখতে পাবো,,,
তোমার মুখের মিষ্টি হাসি,,,!!!!
★চিঠি দিলাম পত্র দিলাম,,,
কেন আসলানা।
অবুঝ মনে প্রেম শিখাইয়া,,,
গেলা কেন চইলা।
ফুল ফুটে ঝরে যায়,,,
রয় শুধু পাতা,
মানুষ মরে গেল,,,
রয়ে যায় শুধু কথা,,,!!!!
★দুঃখ দিয়েই সুখেই আছো,
বেধেছো সুখের নিড়,,,,,,
আমার স্বপ্নের তরী দেখলনা সুখের তীর।
দুই নয়নে এখন শুধু....
আষাঢ় -শ্রাবণ মাস,,,,
নি:শ্বাস আমার হয়ে আসে,,,,
শুধুই দির্ঘশ্বাস,,,!!!
Tag: ভালোবাসার কবিতা কষ্টের, অব্যক্ত ভালোবাসার কবিতা, ভালোবাসার ছোট কবিতা
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)