বিরহের কবিতা | নজরুলের বিরহের কবিতা | রোমান্টিক বিরহের কবিতা | বিরহের কবিতা ছবি | বাংলা ছোট বিরহের কবিতা


Any business enquiry contact us

Email:- Educationblog24.com@gmail.com



    বিরহের কবিতা  

    আসসালামুআলাইকুম সবাইকে Educationblog.Com এ স্বাগতম। 

    আশা করি আল্লাহুর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। 

    বন্ধুরা আজকে আপনাদের মাঝে Educationblog.Com নিয়ে আসলো বিরহের কবিতা,  নজরুলের বিরহের কবিতা,  রোমান্টিক বিরহের কবিতা, বাংলা ছোট বিরহের কবিতা, বিরহের কবিতা ছবি এই সম্পর্কে পোস্টে পাবেন সবকিছু।


    নজরুলের বিরহের কবিতা  

    বিদায় বেলায়

    কাজী নজরুল ইসলাম

    তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,

    জল-ছল-ছল চোখে চেয়ো না।

    ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,

    শুধু বিদায়ের গান গেয়ো না।।

    হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,

    আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

    ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ

    দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদো না।

    চলার তোমার বাকী পথটুকু-

    পথিক! ওগো সুদূর পথের পথিক-

    হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,

    ওগো আঁখির সলিলে ছেয়ো না।।


    দূরের পথিক! তুমি ভাব বুঝি

    তব ব্যথা কেউ বোঝে না,

    তোমার ব্যথার তুমিই দরদী একাকী,

    পথে ফেরে যারা পথ-হারা,

    কোন গৃহবাসী তারে খোঁজে না,

    বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?

    দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?

    এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!

    তবে জান কি তোমার বিদায়- কথায়

    কত বুক-ভাঙা গোপন ব্যথায়

    আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-

    পথিক! ওগো অভিমানী দূর পথিক!

    কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো

    মিছে ব্যথা পেয়ে যেয়ো না,

    ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না,,,,!!!!


    রোমান্টিক বিরহের কবিতা  

    ★আমাকে কষ্ট দিতে চাও দাও,,,, আমি কষ্ট নিতেই এসেছি,,!! 
    আমাকে কাঁদাতে চাও কাদাও,,,, আমি কাঁদতেই এসেছি,,,!!
    আমাকে হারাতে চাও হারাও,,,,, আমি হারতেই এসেছি,,!! 
    আমাকে সাগরে ভাসাতে চাও ভাসাও,,,,,,আমি ভাসতেই এসেছি,,!!
    যাই কর না কেন??জেনে রেখো আমি শুধু তোমাকে ভালোবাসতে এসেছি,,!!!

    ★কেউ জানে না আমার কেন এমন হলো,,, 
    কেন আমার দিন কাটে না, রাত কাটে না,, 
    রাত কাটে তো ভোর দেখি না,,,!! 
    পেচন থেকে কেউ বলেনি করুন পথিক দুপুর রোদে,, গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও,,!! 
    কেই বলেনি ভালো থেকো সুখেই থেকো,,!! 
    যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো,,!! 
    বললো না কেউ তরুন তাপস এই নে চারু,,!! 
    আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শ্রভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতোটা পথ একলা এলাম,,!! 
    কেউ ডাকেনি তবুও এলাম ভালবাসি বলতে এলাম,,,!!!

    ★পথ চলতে চলতে কি জানি কি কথা ভেবে থমকে দাড়িয়ে গেলাম,,,!!!! 
    রাতে ঘুমাতে ঘুমাতে কি জানি কি স্বপ্ন দেখে এ বুকে ব্যাথাই পেলাম,,,,,!!!! 
    তোমায় ভেবে মনের অজান্তেই আমার দুচোখে পানি আসে,,,,!!!! 
    আমি ভুলে গেলেও এ মনটা তোমাকে আজ যে তোমাকে কত ভালবাসে,,,!!!!

    বাংলা ছোট বিরহের কবিতা

    বিরহের কবিতা ছবি



    Tag: বিরহের কবিতা,  নজরুলের বিরহের কবিতা,  রোমান্টিক বিরহের কবিতা, বাংলা ছোট বিরহের কবিতা, বিরহের কবিতা ছবি


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post