ডিগ্রি/ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৫ম পত্র সাজেশন ২০২২ (ডিগ্রি পাস ২০২০) | Degree 3rd Year Philosophy 5th Paper Suggestion 2022


       
       

    ডিগ্রি/ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৫ম পত্র সাজেশন ২০২২ (ডিগ্রি পাস ২০২০)


    #ডিগ্রী_পরীক্ষা_২০২০

    #অনুষ্ঠিত_২০২২

    #তৃতীয়_বর্ষ

    #বিভাগ_মানবিক

    #বিষয়_দর্শন_পঞ্চম_পত্র

    (বাংলাদেশের দর্শন : ১৩১৭০১)


    Degree 3rd Year Philosophy 5th Paper Suggestion 2022


    #ক_বিভাগ (অতি সংক্ষিপ্ত প্রশ্ন)

    #বিষয়ঃ_দর্শন_পঞ্চম_পত্র


    ১। কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম লিখ।

    উঃ ১. অগ্নিবাণ, ২. বিষের বাঁশি।

    ২। কত সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন?

    উঃ ১৯১৩ সালে।

    ৩। কাজী আব্দুল ওয়াদুদ কে ছিলেন?

    উঃ লেখক চিন্তাবিদ।

    ৪। কোন গ্রন্থে বরকতুল্লাহর দার্শনিক চিন্তার প্রকাশ পায়?

    উঃ "মানুষের ধর্ম" গ্রন্থে।

    ৫। "পারস্য প্রতিভা" কে লিখেন?

    উঃ মুহাম্মদ বরকতুল্লাহ।

    ৬। ব্রক্ষ সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?

    উঃ রাজা রামমোহন রায়।

    ৭। গোবিন্দ চন্দ্র দেবের সমন্বয়ী ভাববাদ কোন কোন মতবাদের সমন্বয়? উঃ ভাববাদ ও জড়বাদের সমন্বয়।

    ৮। "সুফি" শব্দটির উতপত্তি হয়েছে কোন শব্দ থেকে?

    উঃ আহলুস সাফফা থেকে উদ্ভূত হয়েছে।

    ৯। "আত্মীয় সভা" কত সালে গঠিত হয়?

    উঃ ১৮১৫ সালে।

    ১০। কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

    উঃ লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালে।

    ১১। ঊনিশ শতকে নবজাগরণের পথিকৃৎ কে?

    উঃ রাজা রামমোহন রায়।

    ১২। বিশ শতকের বাঙালি মুসলিমদের প্রগতিশীল সংগঠনের নাম কি? উঃ মুসলিম লীগ।

    ১৩। নববিধানের মূলকথা কি?

    উঃ সকল ধর্মের সমন্বয় সাধান।

    ১৪। বঙ্কিমচন্দ্র কোন মতবাদ দ্বারা প্রভাবিত হয়েছিলেন?

    উঃ সাম্যবাদ।

    ১৫। সৈয়দ আমীর আলীর বিখ্যাত গ্রন্থের নাম কি?

    উঃ The Sprint of Islam.

    ১৬। "ধুমকেতু" পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে?

    উঃ ১৯২২ সালে।

    ১৭। আরজ আলী মাতুব্বরের বিখ্যাত গ্রন্থের নাম কি?

    উঃ সত্যের সন্ধানে।

    ১৮। নব্য মানবতাবাদের প্রবক্তা কে?

    উঃ মানবেন্দ্রনাথ রায়।

    ১৯। কেশবচন্দ্র সেনকে কোন উপাধিতে ভূষিত করা হয়েছিল?

    উঃ ব্রাক্ষানন্দ।

    ২০। মুহাম্মদ শহীদুল্লাহর একটি প্রবন্ধের নাম লিখ।

    উঃ মদন ভষ্ম।

    ২১। ব্রাক্ষসমাজ আন্দোলনের প্রবর্তক কে?

    উঃ রাজা রামমোহন রায়।

    ২২। বাংলায় নবজাগরণের উন্মোষ ঘটে কোন শতকে?

    উঃ ঊনিশ শতকে।

    ২৩। বৌদ্ধ দর্শনে আর্য সত্য কয়টি?

    উঃ চারটি।

    ২৪। শীলভদ্র কে ছিলেন?

    উঃ একজন বৌদ্ধ দার্শনিক ছিলেন।

    ২৫। বাউল শব্দের অর্থ কি?

    উঃ ভবের পাগল ভা প্রেমের পাগল।

    ২৬। বাউল দর্শনের "চারচন্দ্রভেদ" সাধন কি?

    উঃ রাজঃ শুক্র মল ও মূত্র এ চারটি বস্তু গ্রহণ করাকে বোঝায়।

    ২৭। বেগম রোকেয়ার কোন আন্দোলনের পথিকৃৎ?

    উঃ মুসলিম নারীমুক্তি আন্দোলনের।

    ২৮। সমন্বয়ী ভাববাদের কথা কে বলেছেন?

    উঃ ড. গোবিন্দ চন্দ্র দেব।

    ২৯। মোহাম্মদ বরকতুল্লাহর মতে স্বজ্ঞা কি?

    উঃ অতীন্দ্রিয় অনুভব।

    ৩০। মুসলিম শিক্ষার অন্তরায় কী ছিল?

    উঃ অজ্ঞাতা, কুসংস্কার, পর্দাপ্রথা।

    ধন্যবাদ সবাইকে।।


    খ_বিভাগ (সংক্ষিপ্ত প্রশ্ন)

    ১। বাংলাদেশ দর্শন কি সমন্বয়ধর্মী? ১০০%

    ২। কাজী নজরুল ইসলামকে কোন অর্থে দার্শনিক বলা হয়? ১০০%

    ৩। মানুষের ধর্ম বলতে বরকতুল্লাহ কি বুঝিয়েছেন? ১০০%

    ৪। বেগম রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন? ১০০%

    ৫। ড. জি. সি. দেব এর সমন্বয়ী ভাববাদ কি? ১০০%

    ৬। বৈঞ্চব দর্শন কি? "ফানা ও বাকা" কি? পার্থক্য লিখ। ১০০%

    ৭। বৈঞ্চবীয় প্রেমতত্ত্ব সংক্ষেপে আলোচনা কর। ১০০%

    ৮। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের ধর্ম বলতে কি বুঝিয়েছেন? ৯৯%

    ৯। বাঙালি দর্শনের উতসসমূহ আলোচনা কর। ৯৮%

    ১০। রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা কর। ৯৯%

    ১১। সুফি ও বাউলের দর্শনের মধ্যে পার্থক্য দেখাও। ৯৮%

    ১২। ইয়ং বেঙ্গল বলতে কাকে বুঝানো হয়েছে? ৯৮%

    ১৩। বুদ্ধির মুক্তি আন্দোলন বলতে কি বুঝ?৯০%


    গ_বিভাগ (রচনামূলক প্রশ্ন)

    ১। বাংলাদেশ দর্শন কাকে বলে? বাংলাদেশ দর্শনের বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। ১০০% আসাদস্যার।।

    ২। বাউল কারা? বাউলতত্ত্বের দার্শনিক প্রেক্ষাপট আলোচনা কর। ১০০%

    ৩। সুফিবাদ কি? সুফিবাদের মূলনীতিগুলো আলোচনা কর। ১০০%

    ৪। মানবতাবাদী কবি হিসেবে কাজী নজরুল ইসলামের মত ব্যাখ্যা ও মূল্যায়ন কর। ১০০%

    ৫। কাজী নজরুল ইসলামের সাম্যবাদ আলোচনা কর। ১০০%

    ৬। বাংলাদেশ দর্শনি আবুল হোসেনের অবদান মূল্যায়ন কর। ১০০%

    ৭। মোহাম্মদ বরকতুল্লাহ কে ছিলেন? তাঁর দর্শন আলোচনা কর। ১০০%

    ৮। বৈঞ্চবীয় প্রেমতত্ত্ব কি? বৈঞ্চবীয় প্রেমতত্ত্ব আলোচনা কর। ৯৯% আসাদস্যার।।

    ৯। নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার অবদান মূল্যায়ন কর। ৯৯%

    ১০। ফরায়েজী আন্দোলন কি? ফরায়েজী আন্দোলনের প্রেক্ষাপট ও গুরুত্ব ব্যাখ্যা কর। ৯৯%

    ১১। গোবিন্দ চন্দ্র দেবের দর্শন আলোচনা কর। তাঁর মতকে সমন্বয়ী ভাববাদ বলা হয় কেন? ৯৯%

    ১২। কাজী আব্দুল ওয়াদুদের প্রগ‌তিশীল ধারা কি ইসলামী ভাবধারার সাথে সঙ্গতিপূর্ণ? ৯৯%




    Tag: ডিগ্রি/ডিগ্রী ৩য় বর্ষ দর্শন ৫ম পত্র সাজেশন ২০২২ (ডিগ্রি পাস ২০২০),  Degree 3rd Year Philosophy 5th Paper Suggestion 2022


                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)