
এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (এসাইনমেন্ট ৩)
ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের বর্ণনা
সমাধানঃ
১. লুব্রিকেটিং সিস্টেম এর প্রয়ােজনীয়তাঃ
ইঞ্জিনের জন্য লুব্রিকেশনের প্রয়ােজনীয়তা নিচে দেওয়া হলােঃ
১. ইঞ্জিনের চলমান যন্ত্রাংশের ঘর্ষণ জনিত বাধা কমিয়ে শক্তির অপচয় রােধ করার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।
২. ইঞ্জিনের চলমান যন্ত্রাংশসমূহকে ঠান্ডা রাখার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।
৩. ইঞ্জিনের ভিতরে যন্ত্রাংশসমূহকে ঠান্ডা রাখার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।
৪. ঘর্ষণশীল যন্ত্রাংশসমূহের ষর্ষণের ফলে যে ধাতব কণা ক্ষয় হয় তা ধুয়ে পরিষ্কার করার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।
৫. সিলিন্ডার ও পিস্টনকে সীজ হওয়া থেকে রক্ষা করার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।
৬. ঘুরন্ত যন্ত্রাংশের মধ্যে শক শােষণ করা , শব্দ কমানাে এবং ইঞ্জিনের দীর্ঘ স্থায়িত্বের জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।
২. লুব্রিকেটিং সিস্টেম এর অংশসমূহঃ
লুবিকেটিং সিস্টেমের কার্যক্রমের ভিন্নতার উপর ভিত্তি করে তিন প্রকার । যথা :
১। স্পাস লুব্রিকেটিং সিস্টেম
২। প্রেসার ফীড লুব্রিকেটিং সিস্টেম
৩।স্পাস ও প্রেসার ফীড লুব্রিকেটিং সিস্টেম


২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান
Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (এসাইনমেন্ট ৩), ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান, ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের বর্ণনা