ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের বর্ণনা | এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (এসাইনমেন্ট ৩) | ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান


    এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (এসাইনমেন্ট ৩)  


    ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের বর্ণনা

    সমাধানঃ

    ১. লুব্রিকেটিং সিস্টেম এর প্রয়ােজনীয়তাঃ 


    ইঞ্জিনের জন্য লুব্রিকেশনের প্রয়ােজনীয়তা নিচে দেওয়া হলােঃ 

    ১. ইঞ্জিনের চলমান যন্ত্রাংশের ঘর্ষণ জনিত বাধা কমিয়ে শক্তির অপচয় রােধ করার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।

    ২. ইঞ্জিনের চলমান যন্ত্রাংশসমূহকে ঠান্ডা রাখার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।

    ৩. ইঞ্জিনের ভিতরে যন্ত্রাংশসমূহকে ঠান্ডা রাখার জন্য লুব্রিকেশন প্রয়ােজন । 

    ৪. ঘর্ষণশীল যন্ত্রাংশসমূহের ষর্ষণের ফলে যে ধাতব কণা ক্ষয় হয় তা ধুয়ে পরিষ্কার করার জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।

    ৫. সিলিন্ডার ও পিস্টনকে সীজ হওয়া থেকে রক্ষা করার জন্য লুব্রিকেশন প্রয়ােজন । 

    ৬. ঘুরন্ত যন্ত্রাংশের মধ্যে শক শােষণ করা , শব্দ কমানাে এবং ইঞ্জিনের দীর্ঘ স্থায়িত্বের জন্য লুব্রিকেশন প্রয়ােজন ।


    ২. লুব্রিকেটিং সিস্টেম এর অংশসমূহঃ

    লুবিকেটিং সিস্টেমের কার্যক্রমের ভিন্নতার উপর ভিত্তি করে তিন প্রকার । যথা : 

    ১। স্পাস লুব্রিকেটিং সিস্টেম 

    ২। প্রেসার ফীড লুব্রিকেটিং সিস্টেম 

    ৩।স্পাস ও প্রেসার ফীড লুব্রিকেটিং সিস্টেম


    খ) প্রসার ফিড লুব্রিকেটিং সিস্টেম (Pressure Feed Lubricating System ) : 

    এ জাতীয় লুব্রিকেটিং সিস্টেমে পাম্পে বা তেল ধারে একটি রােটারি জাতীয় অয়েল পাম্প থাকে । এ অয়েল পাম্পটি ইঞ্জিন ক্যাম শ্যাফট দ্বারা পরিচালিত হয় । ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের ভিতর দিয়ে এ লুব্রিকেটিং অয়েল প্রবাহের জন্য ছােট ছিদ্র ছাড়াও ইঞ্জিনের বকার আর্ম পর্যন্ত লুব্রিক্যান্ট সরবরাহের জন্য অয়েল গ্যালাক্সির সঙ্গে অল্পেল লাইনের সংযােগ রয়েছে । অয়েল চাপের মধ্যে লুব্রিকেন্ট গ্যালারিতে প্রেরণ করে । সেখান থেকে বিভিন্ন ছিদ্র দিয়ে চলমান ও আবর্তনশীল যখলে পৌছে যায় | এটা ভয়ায় আর্য , পিল ও অন্যান্য বাংলকে লুব্রিকেন ফয়ে পুনরায় অরেল পাম্পে ফেরত আসে । অঙ্গেল পাম্পের একটি কনি ছাড়াও গ্যালারির সঙ্গে যুক্ত করে এতে আরও একটি ঘঁকনি বা ফিস্টার ব্যবহার করা হয় । এ ঘঁকনিগুলো লুব্রিকেন্টের ধুয়ে আনা ময়লাকে হেঁকে রেখে দিয়ে পুনরায় পরিষ্কার সুব্রিকেন্ট পাম্পিং করে পাঠায় । একটি নির্ধারিত সময় এর পর এ লুব্রিকেন্ট তার গুণাগুণ হরিয়ে ফেলে । তখন পুরাতন লুব্রিকেন্ট পরিবর্তন করে নন লুব্রিকেন্ট দিতে হয় । বিনির্দিষ্ট সময় অন্তর ফিল্টার এলিমেন্ট পরিষ্কার ও পরিবর্ধন করতে হয় । সাধারণত অপেক্ষাকৃত বড় ইঞ্জিনে এ জাঙ্গীয় প্রেসার ফীড সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে । অয়েল মিটার রিভিং এর কার্যকারিতা নিশ্চয়তা বিধান করে । কোনোেৱ অকার্যকারিতার জন্য চালককে সতর্কীকরণ বাতি জ্বালিয়ে সতর্ক করে দেওয়ায় ব্যবস্থা থাকে ।


    ৪. ভালভ মেকানিজমের লুব্রিকেশন পদ্ধতিঃ


    ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান



    Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (এসাইনমেন্ট ৩),  ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৫ম সপ্তাহের অটোমোটিভ-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান, ইঞ্জিন লুব্রিকেটিং সিস্টেমের বর্ণনা


    Any business enquiry contact us

    Email:-Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)


                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com


     

    কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে পিডিএফ ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড কি দিবেন? বিস্তারিত জেনে নিন