এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২ (এসাইনমেন্ট ৩)
সিস্টেম ইউনিট এর সাথে রিলেটিভ পেরিফেরালস ডিভাইস সমূহ সংযোজন
সিস্টেম ইউনিট :
কম্পিউটারের সিস্টেম ইউনিট বলতে বুঝায আপনার কেচিং এর ভিতর মাদারবাের্ড , রম , র্যাম , প্রসেসর , হার্ডডিস্ক , গ্রাফিস কার্ড সব কিছু কে সংযুক্ত করা আছে যার মাধমে আপনার পিসি কাজ করছে , সুতরাং কেচিং বঙটাকেই সিস্টেম ইউনিট বলা হয় ।
কম্পিউটার সিস্টেমের সাথে সংযুক্ত পেরিফেরালসমূহ কেসিং ও মাদারবাের্ডে সংযুক্ত বিভিন্ন প্রকার ডিভাইস , কার্ড ও পেরিফেরালসমূহের মধ্যে রয়েছে ।
১. হার্ড ডিস্ক ড্রাইভ
২. অপটিক্যাল ড্রাইভ ( সিডি / ডিভিডি ড্রাইভ / ডিভিডি রাইটার )
৩. কীবাের্ড
৪. মাউস
৫. প্রিন্টার
৬. ফ্ল্যাশ ডিস্ক
৭. মডেম
৮ , স্ক্যানার
৯ , জয় স্টিক
১০. সাউন্ড বক্স
১১. হেডফোন / মাইক্রোফোন
১২. টিভি টিউনার
১৩ , সাউন্ড কার্ড
১৪ , এজিপি কার্ড
১৫. টিভি কার্ড
১৬ , নেটওয়ার্ক কার্ড ইত্যাদি ।
কেসিংয়ে যথাস্থানে বিভিন্ন ধরনের পেরিফেরাল সংযােজন করা
কেসিংয়ে হার্ড ডিস্ক ড্রাইভ সংযােজন করা
( সাটা হার্ড ডিস্ক )
কম্পিউটার কেসে থাকা ৩.৫ ইঞ্চি মাপের বে ( bay ) তে হার্ড ডিস্ক ড্রাইভ স্থাপন করা হয়ে থাকে । প্রথমে এই বে ( bay ) তে ড্রাইভটি ঢুকানাে হয় এরপর স্কু - এর লােকেশন ঠিক করে অ্যালাইন করে ড্রাইভটিকে স্কু লাগিয়ে আটকে দেওয়া হয় । হার্ড ডিস্ক লাগানাের সময় মাস্টার ও স্লেভ ড্রাইভ নির্ধারণ করে দিতে হয় । কিন্তু সাটা প্রযুক্তিতে যতক্ষণ হার্ড ডিস্কটি এক পাশ থেকে অপর পাশে লাগানাে থাকে ততক্ষণ কোনাে ধরনের জাম্পার ম্যানিপুলেশনের প্রয়ােজন পড়ে না । আর এই হার্ড ডিস্ক কম্পিউটার কেসে ইন্সটল করাও সহজ ।
একটি সাটা হার্ড ডিস্ক কম্পিউটার কেসের মধ্যে ইন্সটল করার জন্য নিচের পদক্ষেপগুলাে গ্রহণ করতে হবে :
১. যে সাটা হার্ড ডিস্কটি কম্পিউটার কেসে ইন্সটল করা হবে তা নিতে হবে । আজকাল সাটা হার্ড ডিস্ক লাগানাের জন্য কম্পিউটার কেসটিকে বিশেষভাবে তৈরি করা হয় । এসব কেসে স্কু ছাড়াই মাউন্টিং র্যাকের সাহায্যে হার্ডডিস্ককে খুব সহজেই মাউন্টেড করা যায় । এ ধরনের একটি কেসিং সগ্রহ করলেই ভালাে হয় । কু ব্যবহারের ঝামেলা তাতে কমবে ।
২. মাউন্টিং র্যাকগুলাে কেসিং থেকে খুলে নেওয়া যায় । এগুলােকে খুলে এনে শুধু হার্ড ডিস্কে ফিট করতে হবে ।
৩. এবার হার্ড ডিস্কের সাথে লাগানাে মাউন্টিং র্যাকসহ পুরাে অংশটিকে হার্ড ডিস্ক এ সংযুক্ত করতে হবে । হার্ড ডিস্কটি সঠিকভাবে ও সঠিক স্থানে ঢুকানাে হলে র্যাকগুলাে জায়গামতাে বসে যাবে ।
৪. এবার হার্ড ডিস্কের জন্য যে সাটা কানেক্টরগুলাে রয়েছে সেগুলাে নিতে হবে । এদের মধ্যে একটি ডেটার জন্য এবং অপরটি পাওয়ারের জন্য । হার্ড ডিস্কের যথাযথ স্থানে এই দুইটি কানেক্টর লাগিয়ে দিতে হবে । নিশ্চিত হতে হবে যেন এগুলাে পুরােপুরি সংযুক্ত অবস্থায় থাকে । কোথাও কোনাে ফাকা থাকা চলবে না ।
৫. এরপর সাটা হার্ড ডিস্কের সাথে যে ডেটা কানেক্টরটি বা ক্যাবলটি সংযুক্ত হয়েছে তার অপর প্রান্তটি মাদারবাের্ডের নির্দিষ্ট সাটা পাের্টে লাগাতে হবে । মাদারবাের্ডে সাধারণত ৬ টি সাটা পাের্ট থাকে।
৬. সাটা ডেটা ক্যাবলটি শক্ত করে পাের্টে লাগিয়ে দিতে হবে । এ সময় একটি ক্লিক শব্দ শােনা যাবে ।
৭ , এর মাধ্যমে কেসিংয়ে আমাদের সাটা হার্ড ডিস্ক ইন্সটল করা এবং মাদারবাের্ডে সেটিকে সংযুক্ত করার কাজ সুসম্পন্ন হবে ।
কেসিংয়ে সিডি / ডিভিড - রম ড্রাইভ সংযােজন করা
সিডি - রম ( CD ) ডিস্কগুলাে পড়ার জন্য যে ড্রাইভ ব্যবহৃত হয় সেগুলােকে বলা হয় সিডি - রম ড্রাইভ । আর ডিভিডি - রম ডিস্কগুলাে ( DVD ) পড়ার জন্য যে ড্রাইভ ব্যবহৃত হয় তাকে বলা হয় ডিভিডি - রম ড্রাইভ । ডিভিডিম ড্রাইভগুলাে সিড়ি ( CD ) এবং ডিভিডি ( DVD ) উভয় ধরনের ডিস্কই পড়তে পারে । তবে সিডি - রম ড্রাইভ সিডি - রম ( CD ) ডিস্কগুলাে পড়তে পারলেও ডিভিডি ডিস্ক ( DVD ) পড়তে পারে না । ভার্চুয়ালি আধুনিক সবগুলাে সিডি / ডিভিডি - রম ড্রাইভই অডিও এবং ভিডিও সিডি চালাতে পারে । এছাড়া যথাযথ সফটওয়্যারের মাধ্যমে অন্যান্য ফরমেটের সিডি বা ডিভিডিও এগুলাে চালাতে পারে ।
কেসিংয়ে সিডি / ডিভিডি রম ড্রাইভ সংযুক্ত করতে নিচের পদক্ষেপগুলাে গ্রহণ করতে হবে :
১. সিডি / ডিভিডি - রম ড্রাইভটিকে কম্পিউটার কেসের নির্ধারিত বে তে সংযুক্ত করতে হবে । সিডি / ডিভিডি - রম ড্রাইভটি সঠিকভাবে ও সঠিক স্থানে ঢুকানাে হলে র্যাকগুলাে জায়গা মতাে বসে যাবে ।
২. এবার অপটিক্যাল ড্রাইভের জন্য যে সাটা কানেক্টরগুলাে রয়েছে সেগুলাে নিতে হবে । এদের মধ্যে একটি ডেটার জন্য এবং অপরটি পাওয়ারের জন্য । সিডিএম / ডিভিডি - রম ড্রাইভের যথাযথ স্থানে এই দুইটি কানেক্টর লাগিয়ে দিতে হবে । নিশ্চিত হতে হবে যেন এগুলাে পুরােপুরি সংযুক্ত অবস্থায় থাকে । কোথাও কোনাে ফাঁকা থাকা চলবে না ।
৩. এরপর সাটা অপটিক্যাল ড্রাইভের সাথে যে ডেটা কানেক্টরটি বা ক্যাবলটি সংযুক্ত হয়েছে তার অপর প্রান্তটি মাদারবাের্ডের নির্দিষ্ট সাটা পাের্টে ( মাদারবাের্ডে সাধারণত ৬ টি সাটা পাের্ট থাকে ) শক্ত করে লাগিয়ে দিতে হবে । এ সময় একটি ক্লিক শব্দ শােনা যাবে ।
৪. এর মাধ্যমে কেসিংয়ে আমাদের সাটা অপটিক্যাল ড্রাইভ ইন্সটল করা এবং মাদারবাের্ডে সেটিকে সংযুক্ত করার কাজ সুসম্পন্ন হবে ।
২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৫ম সপ্তাহের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান Pdf
Tag: এসএসসি/দাখিল (ভোকেশনাল) এসাইনমেন্ট ২০২১ উত্তর /সমাধান ৫ম সপ্তাহের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২ (এসাইনমেন্ট ৩), ২০২১ সালের এসএসসি/দাখিল (ভোকেশনাল) ৫ম সপ্তাহের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২ (২য় পত্র) এসাইনমেন্ট সমাধান Pdf , সিস্টেম ইউনিট এর সাথে রিলেটিভ পেরিফেরালস ডিভাইস সমূহ সংযোজন

Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)