সারমর্ম - কোথায় স্বর্গ ? কোথায় নরক কে বলে তা বহুদূর

সারমর্ম - কোথায় স্বর্গ ? কোথায় নরক কে বলে তা বহুদূর, কোথায় স্বর্গ ? কোথায় নরক কে বলে তা বহুদূর সারমর্ম,  বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের

    কোথায় স্বর্গ ? কোথায় নরক কে বলে তা বহুদূর


    কোথায় স্বর্গ ? কোথায় নরক ? 
    কে বলে তা বহুদূর ? 
    মানুষেরই মাঝে স্বর্গ নরক , মানুষেতেই সুরাসুর । রিপুর তাড়নে যখনি মােদের বিবেক পায়গাে লয় আত্মগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয় ।
    প্রীতি ও প্রেমের পুণ্য বাধনে যবে মিলি পরস্পরে , স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুঁড়ে ঘরে । 



    সারমর্ম : পৃথিবীতে মানুষ তার কর্মের দ্বারাই স্বর্গ ও নরকের ফল ভােগ করে থাকে । মানুষ ভালাে কর্মের দ্বারা লাভ করে স্বর্গীয় সুখ , আর অপকর্ম মানুষের জীবনে আনে নরক - যন্ত্রণা । প্রীতি ও প্রেমের মাধ্যমে পৃথিবীতেই স্বর্গীয় আনন্দ উপভােগ করা যায় ।


    Tag: সারমর্ম - কোথায় স্বর্গ ? কোথায় নরক কে বলে তা বহুদূর, কোথায় স্বর্গ ? কোথায় নরক কে বলে তা বহুদূর সারমর্ম,  বাংলা ২য় পত্র সারমর্ম পাঠ বইয়ের 
                                   
    Previous Post Next Post
    আমাদের ফেসবুক পেইজে যুক্ত হতে ক্লিক করুন  

     


    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)