ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়
ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় । এ সময় যে যেমন বীজ বপন করবে , ভবিষ্যৎ জীবনে সে সেরূপ ফল ভােগ করবে । এ সময় যদি আমরা নিষ্ঠার সঙ্গে জ্ঞানের অনুশীলন করে যাই তবে ভবিষ্যৎ সম্ভাবনাময় হবে । আর যদি হেলায় সময় কাটিয়ে দেই , তাহলে জীবনের মহৎ উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য । যে শিক্ষা জীবন ও জীবিকার পথে কল্যাণকর , যে শিক্ষা মানুষকে উন্নত চরিত্রের অধিকারী করে , তা - ই সর্বোৎকৃষ্ট শিক্ষা । ছাত্রদের জীবন গঠনে শিক্ষক সমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন । তাদের সুষ্ঠু পরিচালনার মধ্য দিয়েই ছাত্রদের জীবন গঠিত হয় এবং উন্মুক্ত হয় মহত্তর সম্ভাবনার পথ ।
সারাংশ : ছাত্রজীবন ভবিষ্যৎ জীবনের ভিত্তি । তা উন্নত চরিত্র গঠন ও সর্বোৎকৃষ্ট শিক্ষা লাভের উপযুক্ত সময় । এ সময়কে সুষ্ঠু ও যথার্থভাবে কাজে লাগাতে পারলেই ভবিষ্যৎ জীবন হয়ে উঠবে সম্ভাবনাময় ও ফলপ্রসূ । শিক্ষার্থীর জীবন গঠনে শিক্ষকের ভূমিকাও গুরুত্বপূর্ণ ।
Tag: সারাংশ - ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়,ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময় সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)