সারাংশ - ভবিষ্যতের ভাবনা ভাবাই হলাে জ্ঞানীর কাজ

সারাংশ - ভবিষ্যতের ভাবনা ভাবাই হলাে জ্ঞানীর কাজ, ভবিষ্যতের ভাবনা ভাবাই হলাে জ্ঞানীর কাজ সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ

    ভবিষ্যতের ভাবনা ভাবাই হলাে জ্ঞানীর কাজ


    ভবিষ্যতের ভাবনা ভাবাই হলাে জ্ঞানীর কাজ । পিপড়ে মৌমাছি পর্যন্ত যখন ভবিষ্যতের জন্যে ব্যতিব্যস্ত । তখন মানুষের কথা বলাই বাহুল্য । ফকির - সন্ন্যাসী যে ঘরবাড়ি ছেড়ে আহার - নিদ্রা ভুলে পাহাড় - জঙ্গলে । চোখ বুজে বসে থাকে , সেটা যদি নিতান্ত গঞ্জিকার কৃপায় না হয় , তবে বলতে হবে ভবিষ্যতের ভাবনা ভেবে । সমস্ত জীবজন্তুর দুটো চোখ সামনে থাকবার মানে হলাে ভবিষ্যতের দিকে যেন নজর থাকে । অতীতের । ভাবনা ভেবে লাভ নেই । কারণ পণ্ডিতেরা বলে গেছেন , গতস্য শােচনা নাস্তি । ' বর্তমান সেতাে নেই । বললেই চলে । এ যেটা বর্তমান সেই এ কথা বলতে বলতে অতীত হয়ে গেল । কাজেই তরঙ্গ গােনা অরি । বর্তমানের চিন্তা করা সমানই অনর্থক । তাই ভবিষ্যণ্টা হলাে আসল জিনিস , তা কখনও শেষ হয় না । 


    সারাংশ : জ্ঞানী - গুণী ব্যক্তিরা সর্বদাই অনাগত ভবিষ্যতের কথা ভেবে কাজ করেন । সামান্য পিপীলিকা । থেকে মৌমাছি পর্যন্ত ভবিষ্যৎ নিয়ে ব্যতিব্যস্ত । এক্ষেত্রে মানুষের প্রয়ােজন আরাে বেশি সচেতন হওয়া । বস্তুত অতীত ও বর্তমানকে নিয়ে ভেবে লাভ নেই । বরং ভবিষ্যতের জন্য কাজ করাই বুদ্ধিমানে কাজ ।


    Tag: সারাংশ - ভবিষ্যতের ভাবনা ভাবাই হলাে জ্ঞানীর কাজ, ভবিষ্যতের ভাবনা ভাবাই হলাে জ্ঞানীর কাজ সারাংশ, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ
                                   
    Previous Post Next Post


    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com



    Any business enquiry contact us

    Email:- Educationblog24.com@gmail.com

    (সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Facebook এবং Telegram পেজ)