আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে
আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে , তাহাও বহু লােকের ক্ষুদ্র চেষ্টার ফলে । মানুষ পূর্বে একান্ত অসহায় ছিল । বুদ্ধি , চেষ্টা ও সহিষ্ণুতার বলে আজ সে পৃথিবীর রাজা হইয়াছে । কত কষ্ট কত চেষ্টার পর মানুষ বর্তমান উন্নতি লাভ করিয়াছে , তাহা আমরা মনেও করিতে পারি না । কে প্রথম আগুন জ্বালাইতে শিখিল , কে প্রথম ধাতুর ব্যবহার শিক্ষা দিল , কে লেখার প্রথা আবিষ্কার করিল , তাহা আমরা কিছুই জানি না । এই মাত্র জানি যে , প্রথমে যাহারা নতুন কোনাে প্রথা প্রচলন করিতে চেষ্টা করিয়াছিলেন , তাঁহারা পদে পদে অনেক বাধা পাইয়াছিলেন । অনেক সময় তাঁহাগিদকে অনেক নির্যাতনও সহ্য করিতে হইয়াছিল । এত কষ্টের পরও অনেকে তাঁহাদের চেষ্টা সফল দেখিয়া যাইতে পারেন নাই ।
সারাংশ : বিজ্ঞানের নানা আবিষ্কার আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করেছে । কিন্তু এর জন্য অনেককেই অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করতে হয়েছে । তাদের জ্ঞান দিয়ে আমাদের করে গেছেন সমৃদ্ধ ।
Tag: সারাংশ - আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে, আজকাল বিজ্ঞানের দ্বারা যেসব অসাধ্য সাধন হইতেছে, বাংলা ২য় পত্র সারাংশ পাঠ বইয়ের
Any business enquiry contact us
Email:-Educationblog24.com@gmail.com
(সবচেয়ে আগে সকল তথ্য,গুরুত্বপূর্ণ সকল পিডিএফ, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদেরGoogle News,FacebookএবংTelegram পেজ)